অনলাইন ডেস্ক
সমমনা ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। শুরুতেই ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপি বৈঠক করে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে মোস্তফা জামাল হায়দার বলেন, ‘বিএনপি, ১২ দলীয় জোটসহ যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, আমাদের সেই আন্দোলন এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে।’
বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
মোস্তফা জামাল বলেন, ‘বর্তমানে দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের আগামী দিনে কর্মসূচি কি হওয়া উচিত, সেসব বিষয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। কিন্তু আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই নাই।’
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা এবং জনভোগান্তিসহ নানা সমস্যা নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। তিনি জানান, ‘সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং আরও হবে। এই আলোচনার প্রেক্ষিতে করণীয় ঠিক করা হবে, যা পরে জানানো হবে।’
এ সময় বিগত দিনে ১২ দলীয় জোটের ভূমিকার প্রশংসা করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দীর্ঘ দিন যাবৎ ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। ফ্যাসিবাদ পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে ১২ দলীয় জোট।’
১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গেও বৈঠক করে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এসব বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু অংশ নেন।
সমমনা ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। শুরুতেই ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপি বৈঠক করে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে মোস্তফা জামাল হায়দার বলেন, ‘বিএনপি, ১২ দলীয় জোটসহ যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, আমাদের সেই আন্দোলন এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে।’
বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
মোস্তফা জামাল বলেন, ‘বর্তমানে দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের আগামী দিনে কর্মসূচি কি হওয়া উচিত, সেসব বিষয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। কিন্তু আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই নাই।’
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা এবং জনভোগান্তিসহ নানা সমস্যা নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। তিনি জানান, ‘সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং আরও হবে। এই আলোচনার প্রেক্ষিতে করণীয় ঠিক করা হবে, যা পরে জানানো হবে।’
এ সময় বিগত দিনে ১২ দলীয় জোটের ভূমিকার প্রশংসা করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দীর্ঘ দিন যাবৎ ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। ফ্যাসিবাদ পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে ১২ দলীয় জোট।’
১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গেও বৈঠক করে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এসব বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু অংশ নেন।
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোট হবে।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, ইউনুস সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই সংস্কার নিয়ে অনেকেই সোচ্চার। অনেক দল যাদেরকে গণমানুষের দল হিসাবে দাবি করে।
৫ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ উনার চোখে পড়ে না। উনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন। সেজদার মাধ্যমে উনি আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেসের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন...
৭ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে (৫ আগস্ট) কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতাকে শোকজ করেছিল দলটি। সেই শোকজের জবাব বিশ্লেষণে এ ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছে দলটি। এর পরিপ্রেক্ষিতে এনসিপি ওই পাঁচ নেতার শোকজ প্রত্যাহার করেছে।
৮ ঘণ্টা আগে