মানিকগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা দোসরেরাই শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মানিকগঞ্জ সদরের ঘোষের বাজার এলাকায় পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনকালে তিনি এ দাবি করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, ‘চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছর যে অনুষ্ঠান হয়, এবার কিন্তু তা অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্বস্তির সঙ্গে হয়েছে। আন্দোলন-সংগ্রামের নানা ধরনের মোটিফ তৈরি করে আনন্দ শোভাযাত্রা করেছে। এতে ঈর্ষান্বিত হয়ে যিনি পালিয়ে আছেন, তাঁর নির্দেশে এখানে ঘাপটি মেরে থাকা দোসরেরা এ কাজ করেছে।’
বিএনপি নেতা বলেন, ‘মানবেন্দ্রকে কিনতে পারেনি ফ্যাসিস্টরা। মানবেন্দ্র তাঁর সব প্রতিভা দিয়ে পয়লা বৈশাখ উদ্যাপনের কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। এই কারণে তাঁকে টার্গেট করেছে। আল্লাহ হয়তো তাঁকে প্রাণে বাঁচিয়েছেন, তাঁর পরিবারকে বাঁচিয়েছেন। হয়তো সম্পদের ওপর দিয়ে গেছে। টার্গেট করে আগুন দিয়েছে। মানবেন্দ্রের শ্রম দিয়ে বানানো সব শিল্পকর্ম তারা ধ্বংস করেছে।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রসঙ্গে রিজভী বলেন, ওরা হলো লুটেরা, ওরা দেশের টাকা পাচার করে। ওদের কাছে শিল্পের কী দাম? সংস্কৃতির কী দাম? সাহিত্যের কী দাম? ওদের কাছে কোনো কিছুর দাম নেই। ওদের একটাই লক্ষ্য, একটাই আরাধনা; সেটা হচ্ছে, বাংলাদেশের ক্ষমতা তারা চিরদিন আঁকড়ে রাখবে। তাদের ছেলের নামে, মেয়ের নামে, ভাগনির নামে দুবাইতে ফ্ল্যাট হবে, লন্ডনে বাড়ি হবে, মালয়েশিয়ায় বাড়ি হবে, কানাডায় বাড়ি হবে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে। তাদের সেই বাড়ি হওয়ার আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে এ দেশের ছাত্র-জনতা। সেই সংগ্রামে যেহেতু মানবেন্দ্রের মতো শিল্পীদের সহযোগিতা ছিল, এ কারণে তাদের টার্গেট করে করে এখন গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদের সমর্থন দিয়েছে। কিন্তু সাংবিধানিক বা আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই। তবে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছে। সে অনুযায়ী আপনারা দেশ চালাচ্ছেন। এখন আওয়ামী লীগের কী হবে, আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে, সেটা নির্ধারণ করার দায়িত্ব তো আপনাদের। কারণ, প্রশাসন আপনাদের হাতে, অন্য সব রাষ্ট্রযন্ত্র আপনাদের হাতে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘অনেকে পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্য কোনো দেশে। তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা? এটা তো এখান যাঁরা প্রশাসনে আছেন, তাঁদের জানার কথা। কোথায় এসব ভয়ংকর সন্ত্রাসী লুকিয়ে আছে, যারা ১৫ বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে ও বিনিময়ে অন্যের বাড়িঘর দখল, ব্যাংক লুট, অন্যের সম্পত্তি লুট ও টাকা পাচার করেছে। তারা আজ এই জনসমুদ্রের কোথাও লুকিয়ে আছে। এটা অন্তর্বর্তী সরকার যদি খুঁজে বের করতে না পারে, তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান, গোলাম আবেদীন কায়সার, আ ফ ম নূরতাজ আলম বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পয়লা বৈশাখ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্রের বাড়ি ১৬ এপ্রিল রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মানবেন্দ্রের করা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা দোসরেরাই শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মানিকগঞ্জ সদরের ঘোষের বাজার এলাকায় পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনকালে তিনি এ দাবি করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, ‘চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছর যে অনুষ্ঠান হয়, এবার কিন্তু তা অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্বস্তির সঙ্গে হয়েছে। আন্দোলন-সংগ্রামের নানা ধরনের মোটিফ তৈরি করে আনন্দ শোভাযাত্রা করেছে। এতে ঈর্ষান্বিত হয়ে যিনি পালিয়ে আছেন, তাঁর নির্দেশে এখানে ঘাপটি মেরে থাকা দোসরেরা এ কাজ করেছে।’
বিএনপি নেতা বলেন, ‘মানবেন্দ্রকে কিনতে পারেনি ফ্যাসিস্টরা। মানবেন্দ্র তাঁর সব প্রতিভা দিয়ে পয়লা বৈশাখ উদ্যাপনের কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। এই কারণে তাঁকে টার্গেট করেছে। আল্লাহ হয়তো তাঁকে প্রাণে বাঁচিয়েছেন, তাঁর পরিবারকে বাঁচিয়েছেন। হয়তো সম্পদের ওপর দিয়ে গেছে। টার্গেট করে আগুন দিয়েছে। মানবেন্দ্রের শ্রম দিয়ে বানানো সব শিল্পকর্ম তারা ধ্বংস করেছে।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রসঙ্গে রিজভী বলেন, ওরা হলো লুটেরা, ওরা দেশের টাকা পাচার করে। ওদের কাছে শিল্পের কী দাম? সংস্কৃতির কী দাম? সাহিত্যের কী দাম? ওদের কাছে কোনো কিছুর দাম নেই। ওদের একটাই লক্ষ্য, একটাই আরাধনা; সেটা হচ্ছে, বাংলাদেশের ক্ষমতা তারা চিরদিন আঁকড়ে রাখবে। তাদের ছেলের নামে, মেয়ের নামে, ভাগনির নামে দুবাইতে ফ্ল্যাট হবে, লন্ডনে বাড়ি হবে, মালয়েশিয়ায় বাড়ি হবে, কানাডায় বাড়ি হবে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে। তাদের সেই বাড়ি হওয়ার আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে এ দেশের ছাত্র-জনতা। সেই সংগ্রামে যেহেতু মানবেন্দ্রের মতো শিল্পীদের সহযোগিতা ছিল, এ কারণে তাদের টার্গেট করে করে এখন গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদের সমর্থন দিয়েছে। কিন্তু সাংবিধানিক বা আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই। তবে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছে। সে অনুযায়ী আপনারা দেশ চালাচ্ছেন। এখন আওয়ামী লীগের কী হবে, আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে, সেটা নির্ধারণ করার দায়িত্ব তো আপনাদের। কারণ, প্রশাসন আপনাদের হাতে, অন্য সব রাষ্ট্রযন্ত্র আপনাদের হাতে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘অনেকে পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্য কোনো দেশে। তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা? এটা তো এখান যাঁরা প্রশাসনে আছেন, তাঁদের জানার কথা। কোথায় এসব ভয়ংকর সন্ত্রাসী লুকিয়ে আছে, যারা ১৫ বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে ও বিনিময়ে অন্যের বাড়িঘর দখল, ব্যাংক লুট, অন্যের সম্পত্তি লুট ও টাকা পাচার করেছে। তারা আজ এই জনসমুদ্রের কোথাও লুকিয়ে আছে। এটা অন্তর্বর্তী সরকার যদি খুঁজে বের করতে না পারে, তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান, গোলাম আবেদীন কায়সার, আ ফ ম নূরতাজ আলম বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পয়লা বৈশাখ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্রের বাড়ি ১৬ এপ্রিল রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মানবেন্দ্রের করা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
৬ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
৭ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগেকমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’
৯ ঘণ্টা আগে