অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভীত বলে দাবি করেছে আওয়ামী লীগ। সরকার ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের সব নেতা-কর্মী গ্রেপ্তারের নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেছে তারা। সেই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র্যাব, ডিবির কর্মকর্তাদের তালিকা করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পেজের একটি পোস্টে বলা হয়, আমেরিকার নির্বাচনের ফলাফলে ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বর আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যমান পরিস্থিতি দলীয় কর্মীকে নিজ নিজ এলাকায়, বাড়িতে অবস্থান না করার অনুরোধ জানিয়ে বলা হয়, মনে রাখবেন এই দেশে এখন কোনো আইন নেই, আদালত নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে আওয়ামী লীগ অবশ্যই ঘরে বসে থাকবে না।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হচ্ছে। এতে রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এ দিকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে দাবি করে তার প্রতিবাদ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া এক অডিওতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আওয়ামী লীগের নেতা–কর্মীদের ট্রাম্পের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা।
এ দিকে পৃথক অপর এক পোস্টে বলা হয়, মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র্যাব, ডিবি, এসআই ও ওসিদের নাম ও ছবি আওয়ামী লীগের অফিশিয়াল নম্বরে মেইল করুন। একই সঙ্গে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে যারা অভিযানের নামে ভাঙচুর ও বাড়ির মহিলা সদস্যদের নির্যাতন করছে তাদের নাম, র্যাংক আর ছবি ইমেইল করুন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভীত বলে দাবি করেছে আওয়ামী লীগ। সরকার ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের সব নেতা-কর্মী গ্রেপ্তারের নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেছে তারা। সেই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র্যাব, ডিবির কর্মকর্তাদের তালিকা করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পেজের একটি পোস্টে বলা হয়, আমেরিকার নির্বাচনের ফলাফলে ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বর আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যমান পরিস্থিতি দলীয় কর্মীকে নিজ নিজ এলাকায়, বাড়িতে অবস্থান না করার অনুরোধ জানিয়ে বলা হয়, মনে রাখবেন এই দেশে এখন কোনো আইন নেই, আদালত নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে আওয়ামী লীগ অবশ্যই ঘরে বসে থাকবে না।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হচ্ছে। এতে রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এ দিকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে দাবি করে তার প্রতিবাদ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া এক অডিওতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আওয়ামী লীগের নেতা–কর্মীদের ট্রাম্পের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা।
এ দিকে পৃথক অপর এক পোস্টে বলা হয়, মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র্যাব, ডিবি, এসআই ও ওসিদের নাম ও ছবি আওয়ামী লীগের অফিশিয়াল নম্বরে মেইল করুন। একই সঙ্গে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে যারা অভিযানের নামে ভাঙচুর ও বাড়ির মহিলা সদস্যদের নির্যাতন করছে তাদের নাম, র্যাংক আর ছবি ইমেইল করুন।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১৮ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১৮ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১৮ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
১৯ ঘণ্টা আগে