নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে সরকার গঠনের যে প্রস্তাব সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তা পাগলের প্রলাপ। আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
চলমান আন্দোলনে নাগরিক সমাজের অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেখছি, নাগরিক সমাজের অনেকে চলমান সংকটে তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু একটা রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি সকলের বিবেচনায় থাকা উচিত। তাঁদের মতামত প্রকাশের সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উসকানি সৃষ্টির কাজে ব্যবহার করতে না পারে, সেই বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলের চলমান সংকট থেকে উত্তরণের জন্য ধৈর্য ধারণ সমীচীন।’
বিক্ষুব্ধ নাগরিক সমাজ ও বিক্ষুব্ধ শিল্পীসমাজ নামে যারা এখন মাঠে নেমেছে, এ ধ্বংসযজ্ঞের পক্ষে কথা বলেছে, মানববন্ধন করছে—যাঁদের একসময় আপনারা বিএনপির দালাল বলতেন—এখন এ ব্যাপারে আপনার বক্তব্য কী? জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সবাইকে দালাল বলি না। ঢালাওভাবে কাউকে দালাল বলি না, বলা উচিতও না। আমরা ব্যক্তিগতভাবে কারও আচরণ যদি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং সরকারি কর্মকাণ্ড, দেশের অর্জনসংশ্লিষ্ট এসব ব্যাপারে যারা বিরোধিতা করে, তাদের সম্পর্কে ভিন্নমত থাকতে পারে।’
নাগরিক সমাজের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। তাদের সঙ্গে সরকার আলাপ-আলোচনা করবে কি না, এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশাজীবী, সংস্কৃতিসেবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণির সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। পর্যায়ক্রমে সকলের সঙ্গে মতবিনিময় হবে।’
শিক্ষার্থীদের দাবি মানার পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থীর গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, তাই আমরা বিশ্বাস করি, তারা শ্রেণিকক্ষে, পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারও অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায় না। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।’
ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান করে একটি মন্ত্রিসভা গঠনের আলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। বিষয়টি আওয়ামী লীগ কীভাবে দেখছে? এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পাগলের প্রলাপ।’
শিক্ষার্থীদের ৯ দফায় আপনার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন বিষয় আছে। দাবি নিয়ে কী ভাবছেন? জবাবে কাদের বিচার বিভাগীয় তদন্তের কথা তুলে ধরে বলেন, ‘এখন কে অপরাধী? কে অপরাধী নয়—প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটা তদন্ত কমিশনের কার্যপরিধির আওতায় পড়ে। কাজেই বিষয়টি সেখানেই থাকবে। সেখানেই সিদ্ধান্ত।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, আনোয়ার হোসেন প্রমুখ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে সরকার গঠনের যে প্রস্তাব সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তা পাগলের প্রলাপ। আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
চলমান আন্দোলনে নাগরিক সমাজের অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেখছি, নাগরিক সমাজের অনেকে চলমান সংকটে তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু একটা রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি সকলের বিবেচনায় থাকা উচিত। তাঁদের মতামত প্রকাশের সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উসকানি সৃষ্টির কাজে ব্যবহার করতে না পারে, সেই বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলের চলমান সংকট থেকে উত্তরণের জন্য ধৈর্য ধারণ সমীচীন।’
বিক্ষুব্ধ নাগরিক সমাজ ও বিক্ষুব্ধ শিল্পীসমাজ নামে যারা এখন মাঠে নেমেছে, এ ধ্বংসযজ্ঞের পক্ষে কথা বলেছে, মানববন্ধন করছে—যাঁদের একসময় আপনারা বিএনপির দালাল বলতেন—এখন এ ব্যাপারে আপনার বক্তব্য কী? জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সবাইকে দালাল বলি না। ঢালাওভাবে কাউকে দালাল বলি না, বলা উচিতও না। আমরা ব্যক্তিগতভাবে কারও আচরণ যদি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং সরকারি কর্মকাণ্ড, দেশের অর্জনসংশ্লিষ্ট এসব ব্যাপারে যারা বিরোধিতা করে, তাদের সম্পর্কে ভিন্নমত থাকতে পারে।’
নাগরিক সমাজের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। তাদের সঙ্গে সরকার আলাপ-আলোচনা করবে কি না, এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশাজীবী, সংস্কৃতিসেবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণির সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। পর্যায়ক্রমে সকলের সঙ্গে মতবিনিময় হবে।’
শিক্ষার্থীদের দাবি মানার পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থীর গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, তাই আমরা বিশ্বাস করি, তারা শ্রেণিকক্ষে, পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারও অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায় না। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।’
ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান করে একটি মন্ত্রিসভা গঠনের আলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। বিষয়টি আওয়ামী লীগ কীভাবে দেখছে? এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পাগলের প্রলাপ।’
শিক্ষার্থীদের ৯ দফায় আপনার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন বিষয় আছে। দাবি নিয়ে কী ভাবছেন? জবাবে কাদের বিচার বিভাগীয় তদন্তের কথা তুলে ধরে বলেন, ‘এখন কে অপরাধী? কে অপরাধী নয়—প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটা তদন্ত কমিশনের কার্যপরিধির আওতায় পড়ে। কাজেই বিষয়টি সেখানেই থাকবে। সেখানেই সিদ্ধান্ত।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, আনোয়ার হোসেন প্রমুখ।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১১ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১১ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১৩ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১৫ ঘণ্টা আগে