Ajker Patrika

জনগণের সমর্থনে অল্প সময়ের মধ্যে ক্ষমতায় আসবে বিএনপি: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনগণের সমর্থনে অল্প সময়ের মধ্যে ক্ষমতায় আসবে বিএনপি: মেজর হাফিজ

জনগণের সমর্থন নিয়ে অল্প সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমার মনে কোনো সন্দেহ নেই। অতি অল্প সময়ের মধ্যে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারো রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে।’ 

হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘বিএনপি মোটেও হতাশাগ্রস্ত দল নয়। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। যদি বিগত নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো, তাহলে আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকত আমাদের দল বিএনপি। দেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন করে। বাংলাদেশে বর্তমানে কী রাজনীতি চলছে, এটা সবাই জানে। এখানে আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি। দেশের স্বাধীনতাই তো আজকে হারিয়ে যেতে বসেছে। আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি।’ 

তিনি বলেন, ‘কারা স্বাধীনতা হরণ করছে, কারা ব্যাংক লুট করছে, কারা জনগণের ভোটাধিকার হরণ করছে, এটা সবাই জানেন। আজ হোক আর কাল হোক সংগ্রামের মাধ্যমে জনগন আবার তাদের মৌলিক অধিকার ফিরে পাবেই। এই সংগ্রামে বিএনপি নেতৃত্ব দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত