নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে বাসায় পৌঁছেছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। তবে বিদেশে নেওয়ার জন্য যে দীর্ঘ ভ্রমণ, সেটার জন্য এখনো শারীরিকভাবে বেগম খালেদা জিয়া প্রস্তুত নন বলে জানিয়েছেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসার পর আজ রাত ৯ টার দিকে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা আগেও বলেছি, আজকেও মেডিকেল বোর্ড আবার বসেছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে। যত দ্রুত সম্ভব যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানিতে নিয়ে যাওয়ার কথা বলেছে। তবে সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সে জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। তাই আট থেকে পনেরো ঘণ্টা কিছু কিছু ক্ষেত্রে সেটা ২১ ঘণ্টাও হয়। সেইটা যাতে উনি ফ্লাই করতে পারেন। সে জন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় নিয়ে এসেছি। এখন বাসায় রেখেই চিকিৎসা চলবে।
তিনি আরও বলেন, পরবর্তীতে যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ উনাকে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকের সুপারিশ ক্রমেই গ্রহণ করব।
এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, এটা যদি সিঙ্গাপুর বা থাইল্যান্ড হতো, যেটার দূরত্ব তিন থেকে চার ঘণ্টা । কিন্তু যখনই আমরা ইউকে, জার্মানি বা আমেরিকার কথা চিন্তা করি তখন স্বাভাবিকভাবে এটা একটা লম্বা জার্নি। টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় প্রচুর পরিমাণে একটি নেগেটিভ প্রেশার হয়।
সুতরাং রোগীর শারীরিক সুস্থতা কতটুকু আছে সেটা আপনার মাথায় থাকতে হবে। সে জন্যই সবকিছু বিবেচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে বাসায় পৌঁছেছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। তবে বিদেশে নেওয়ার জন্য যে দীর্ঘ ভ্রমণ, সেটার জন্য এখনো শারীরিকভাবে বেগম খালেদা জিয়া প্রস্তুত নন বলে জানিয়েছেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসার পর আজ রাত ৯ টার দিকে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা আগেও বলেছি, আজকেও মেডিকেল বোর্ড আবার বসেছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে। যত দ্রুত সম্ভব যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানিতে নিয়ে যাওয়ার কথা বলেছে। তবে সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সে জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। তাই আট থেকে পনেরো ঘণ্টা কিছু কিছু ক্ষেত্রে সেটা ২১ ঘণ্টাও হয়। সেইটা যাতে উনি ফ্লাই করতে পারেন। সে জন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় নিয়ে এসেছি। এখন বাসায় রেখেই চিকিৎসা চলবে।
তিনি আরও বলেন, পরবর্তীতে যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ উনাকে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকের সুপারিশ ক্রমেই গ্রহণ করব।
এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, এটা যদি সিঙ্গাপুর বা থাইল্যান্ড হতো, যেটার দূরত্ব তিন থেকে চার ঘণ্টা । কিন্তু যখনই আমরা ইউকে, জার্মানি বা আমেরিকার কথা চিন্তা করি তখন স্বাভাবিকভাবে এটা একটা লম্বা জার্নি। টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় প্রচুর পরিমাণে একটি নেগেটিভ প্রেশার হয়।
সুতরাং রোগীর শারীরিক সুস্থতা কতটুকু আছে সেটা আপনার মাথায় থাকতে হবে। সে জন্যই সবকিছু বিবেচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘ওয়ান-ইলেভেন সৃষ্টি করে পরিকল্পিতভাবে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল। যার ফলশ্রুতিতে পরবর্তী ১৫ বছর তারা বাংলাদেশকে ধ্বংস করেছে। এই দেশ তারা সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে।’
৩ ঘণ্টা আগেশনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।
৫ ঘণ্টা আগেনাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
১ দিন আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
১ দিন আগে