Ajker Patrika

ইসি গঠন প্রক্রিয়ার ফলাফল হবে ‘যেই লাউ, সেই কদু’: বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইসি গঠন প্রক্রিয়ার ফলাফল হবে ‘যেই লাউ, সেই কদু’: বিএনপি

‘অনুগত ও অপদার্থ’ নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছে বিএনপি। ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেওয়া এই দলের দাবি—এই প্রক্রিয়ায় ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, ইসি গঠনের চলমান প্রক্রিয়া দলীয় স্বার্থে আইনি রূপ দেওয়ার সরকারি অপপ্রয়াসের ফলাফল হবে, ‘যেই লাউ, সেই কদু’। এবার সম্ভবত হতে যাচ্ছে একটি ‘পচা কদু’। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। 

গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ইসি গঠনের চলমান প্রক্রিয়া নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করা হয়। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘বিনা ভোটে অনির্বাচিত একটি অবৈধ সরকারের নিকট থেকে জনগণ এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করে না। একটি নিরপেক্ষ, স্বাধীন, যোগ্য নির্বাচন কমিশন গঠনের নৈতিক যোগ্যতা ও সামর্থ্য আছে শুধু একটি নির্বাচিত সরকারের।’ 

সভায় বলা হয়, গত প্রায় এক যুগ ধরে বিএনপির যেসব নেতা-কর্মী গুম ও খুন হয়েছেন, তাঁরা ‘স্বেচ্ছায় আত্মগোপন করেছেন’ মর্মে নিখোঁজ ও মৃত নেতা-কর্মীদের নিকটাত্মীয়দের কাছ থেকে স্বীকারোক্তি লিখে নেওয়ার সরকারি নির্মম অপপ্রয়াসে সভ্যতা, মানবতা এবং ন্যায়বিচারের সকল মর্মবাণী ও মূল্যবোধকে অগ্রাহ্য করা হয়েছে। রাষ্ট্রক্ষমতার অপপ্রয়োগের এক নতুন কলঙ্কজনক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। বিএনপি এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলছে, এমন ঘৃণ্য অপচেষ্টা সরকারের আত্মরক্ষার হাতিয়ার নয়; বরং তার দানবিক পরিচয় স্পষ্টতর করেছে। 

সভায় সরকারের এসব অমানবিক কর্মকাণ্ড ও নিজেদের দোষ ঢাকার জন্য নাগরিক হিসেবে সুবিচার প্রত্যাশী গুম, খুনের শিকার হওয়াদের পরিবারের সদস্যদের ওপর অনৈতিক চাপ প্রয়োগ ও নির্যাতনের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ তীব্র করার লক্ষ্যে চলমান কর্মসূচি অব্যাহত রাখতে সারা দেশে দল ও অঙ্গ দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। 

সভায় আগামী ২৫ জানুয়ারি মঙ্গলবার দেশব্যাপী ‘বাকশাল’ দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। ওই দিন দেশের সব মহানগর ও জেলায় দিবসটি পালন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত