Ajker Patrika

ভিসা নিষেধাজ্ঞার চিঠি পাইনি, কেউ বদমাশি করে ছাপায় দিছে: রাঙ্গা

শিপুল ইসলাম, রংপুর
ভিসা নিষেধাজ্ঞার চিঠি পাইনি, কেউ বদমাশি করে ছাপায় দিছে: রাঙ্গা

একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, তিনি শুনেছেন, ভিসা নিষেধাজ্ঞার তালিকায় তাঁর নাম রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা এবং ট্রল হচ্ছে। তবে আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে তিনি নেই। কেউ হয়তো বদমায়েশি করে এসব খবর রটিয়েছে।

মশিউর রহমান রাঙ্গা  জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ। একটি পত্রিকায় দেওয়া ওই সাক্ষাৎকারের বিষয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মোবাইল ফোনে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞার আমি কোনো চিঠিপত্র পাইনি। আমি যতো দূর জানি, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে আমি নেই। কেউ হয়তো এটা বদমাশি করে ছাপায় দিছে ফেসবুকে।’

যদি ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েন— এমন সম্ভাবনার বিষয়ে মশিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তাদের (যুক্তরাষ্ট্র) রাষ্ট্রীয় নীতির ব্যাপার। যদি এটা তাদের রাষ্ট্র থেকে হয়ে থাকে তাতে কারও কিছু করার নাই। আমেরিকায় আমার ছেলে নেই, মেয়ে নেই যে যেতেই হবে। আমরা ডলার নিয়ে যাই ওখানে খরচ করতে। ডলার নিয়ে আসি না। আমেরিকা ভিসা না দিবে, প্যারিসে যাব, ইন্ডিয়া যাব, ইন্ডিয়া না দিলে বাংলাদেশে থাকব, গ্রামে দেখতে যাব।’

আমেরিকার পাঁচ বছরের ভিসা এখনো লাগা আছে— জানিয়ে রাঙ্গা বলেন, ‘আমার এখনো আমেরিকান ভিসা পাঁচ বছরের লাগানো আছে। সেটাও তাঁরা ক্যানসেল করে নাই। ক্যানসেল করলে তো চিঠি দিবে আমাকে, তাও দেয়নি। টাকা দিয়ে ভিসা করছি, মাংনা তো আর দেয়নি! সেটা তো এখনো আছে, বাতিল করেনি। টেলিফোনেও তো বলেনি যে যেতে পারবেন না, যাওয়া হবে না। এগুলো ফাজলামো।’ 

জাতীয় পার্টির পার্টির এ নেতা আরও বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা দিলেই কী আর না দিলেই কী। তাতে আমার কী যায় আসে! ওখানে আমার বিজনেস বা ফ্যাক্টরি আছে— তাও তো না। আর এমন না যে আমার চরিত্র ভালো না সে জন্য দিছে। আমি শিওর আমাকে ভিসা নিষেধাজ্ঞা দেয়নি।’

সোমবার একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি নিয়ে আমি অখুশি না।  আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। গত পাঁচ বছরেও আমেরিকা যাইনি। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত