নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘আমাদের আশঙ্কা হলো, যদি এসব সংস্কার এখন থেকেই বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয় এবং ভবিষ্যতে অন্য কোনো সরকারের ওপর তা ন্যস্ত করা হয়, তাহলে নানা ধরনের অনিশ্চয়তা ও সংকট তৈরি হতে পারে।’
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপনী শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছি। বেশ কিছু বিষয়ে সর্বসম্মত ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রেখেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি।’
তিনি জানান, কমিশন যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, তাতে উল্লেখ আছে যে, নতুন সংসদ গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।
দুই বছরের মধ্যে জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে খসড়ার অঙ্গীকারনামার বিষয়ে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি এবং নাগরিকদের দীর্ঘ আলোচনার পর তৈরি হওয়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
আখতার হোসেন বলেন, ‘আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার থেকেই জুলাই সনদের বাস্তবায়ন শুরু হোক এবং এর জন্য সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরি করা হোক।’ তিনি আরও জানান, কমিশন আশ্বস্ত করেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে বাস্তবায়নের পথ খোঁজা হবে, তবে বিষয়টিতে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘আমাদের আশঙ্কা হলো, যদি এসব সংস্কার এখন থেকেই বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয় এবং ভবিষ্যতে অন্য কোনো সরকারের ওপর তা ন্যস্ত করা হয়, তাহলে নানা ধরনের অনিশ্চয়তা ও সংকট তৈরি হতে পারে।’
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপনী শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছি। বেশ কিছু বিষয়ে সর্বসম্মত ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রেখেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি।’
তিনি জানান, কমিশন যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, তাতে উল্লেখ আছে যে, নতুন সংসদ গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।
দুই বছরের মধ্যে জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে খসড়ার অঙ্গীকারনামার বিষয়ে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি এবং নাগরিকদের দীর্ঘ আলোচনার পর তৈরি হওয়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
আখতার হোসেন বলেন, ‘আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার থেকেই জুলাই সনদের বাস্তবায়ন শুরু হোক এবং এর জন্য সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরি করা হোক।’ তিনি আরও জানান, কমিশন আশ্বস্ত করেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে বাস্তবায়নের পথ খোঁজা হবে, তবে বিষয়টিতে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যারা বলেন ‘পিআর খায় না মাথায় দেয়’ তারা পুরোনো বন্দোবস্তকে জারি রাখতে চায়। যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির রাজনীতি করতে চায়, তারাই পিআরের বিরোধিতা করে। কিন্তু দেশের মানুষ পুরোনো ব্যবস্থার পরিবর্তন চায়...
৩ মিনিট আগেজুলাই সনদ বাস্তবায়নের ইস্যু নিয়ে বিএনপি আলোচনার টেবিলে সমাধানের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিষয়টি সমাধানে আলোচনা চলছে, সেই আলোচনার টেবিলেই এটি সমাধান হলে অসাংবিধানিক প্রক্রিয়াকে বন্ধ করা যাবে।
২৩ মিনিট আগেজুলাই সনদ সংবিধান আদেশে কার্যকর ও জাতীয় নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার প্রস্তাব দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের নিয়োজিত আইন বিশেষজ্ঞরা। এই প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হলেই ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিক
১ ঘণ্টা আগেজুলাই সনদ কার্যকরের জন্য সংবিধান আদেশ জারি এবং এর বৈধতার জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে আইন বিশেষজ্ঞরা যে মতামত তা উপযুক্ততা নিয়ে সন্দিহান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণপরিষদের প্রস্তাবেই এখনো অনড় রয়েছে দলটি।
১ ঘণ্টা আগে