নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের প্রচার মনিটর করতে দলটির কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় যাচ্ছেন। নেতারা আগামী ৩ জুন থেকে কয়েক দিন সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
তবে নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সংসদ সদস্যরা কুমিল্লায় যেতে পারবেন না। এ কারণে দলটির অনেক জ্যেষ্ঠ নেতাও যেতে পারছেন না। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে যাঁরা সংসদ সদস্য নন, তাঁদের নিয়ে এই পর্যবেক্ষণ টিম করা হয়েছে।
নেতাদের মধ্যে রয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নির্বাচন পরিচালনা করতে কমিটি করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে, এই কমিটিতে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহকারীদের রাখা হয়নি। প্রচারেও তাঁদের ডাকা হয়নি। এতে নেতাদের কেউ কেউ ক্ষুব্ধ। তাঁদের সঙ্গে সমন্বয় করতে কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় কয়েক দিন থাকবেন।
জানা গেছে, আগামী ৬ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আরেকটি প্রতিনিধিদলের কুমিল্লায় যাওয়ার কথা রয়েছে। ১৫ জুন কুসিক নির্বাচনের ভোটগ্রহণ।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের প্রচার মনিটর করতে দলটির কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় যাচ্ছেন। নেতারা আগামী ৩ জুন থেকে কয়েক দিন সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
তবে নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সংসদ সদস্যরা কুমিল্লায় যেতে পারবেন না। এ কারণে দলটির অনেক জ্যেষ্ঠ নেতাও যেতে পারছেন না। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে যাঁরা সংসদ সদস্য নন, তাঁদের নিয়ে এই পর্যবেক্ষণ টিম করা হয়েছে।
নেতাদের মধ্যে রয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নির্বাচন পরিচালনা করতে কমিটি করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে, এই কমিটিতে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহকারীদের রাখা হয়নি। প্রচারেও তাঁদের ডাকা হয়নি। এতে নেতাদের কেউ কেউ ক্ষুব্ধ। তাঁদের সঙ্গে সমন্বয় করতে কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় কয়েক দিন থাকবেন।
জানা গেছে, আগামী ৬ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আরেকটি প্রতিনিধিদলের কুমিল্লায় যাওয়ার কথা রয়েছে। ১৫ জুন কুসিক নির্বাচনের ভোটগ্রহণ।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
২০ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
২০ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
২১ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
২১ ঘণ্টা আগে