Ajker Patrika

কার্টার সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মে ২০২৫, ১১: ৪৮
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নেতারা। ছবি: সংগৃহীত
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নেতারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিএনপির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক সংস্থা কার্টার সেন্টারের একটি প্রতিনিধিদল। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

কার্টার সেন্টারের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সংস্থাটির ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট। ছয় সদস্যের প্রতিনিধিদলে আরও ছিলেন—সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর তারা শরিফ, ডেটা সায়েন্টিস্ট মাইকেল বালদাসারো, অ্যাসোসিয়েট ডিরেক্টর সাইরাহ জাইদি, প্রোগ্রাম অ্যাসোসিয়েট ড্যানিয়েল রিচার্ডসন এবং স্থানীয় মূল্যায়ন বিশেষজ্ঞ কাজী শহীদুল ইসলাম।

কার্টার সেন্টার বিশ্বজুড়ে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে। সংস্থাটির এই প্রতিনিধিদল বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি, অংশগ্রহণমূলক নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা এবং নির্বাচনী পরিবেশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে এই সফরে এসেছে। সংস্থাটির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিদল তাদের অবস্থান ও উদ্বেগগুলো তুলে ধরে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত