নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গা ঢাকা দিয়েছেন। পুলিশ বলছে, একাধিকবার গ্রেফতারের জন্য অভিযান চালালেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুই একবার ফেসবুক লাইভে আসলেও সেখানে আর নেই তিনি।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলার প্রাথমিক তদন্তে হেফাজতের এ নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। কিন্তু তার বাসা, মাদ্রাসায় ও সম্ভাব্য একাধিক জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। সে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে যেখানে পাওয়া যাবে সেখান থেকেই গ্রেফতার করা হবে।
গত ২৬ মার্চ ঢাকায় বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদে নাশকতার ঘটনায় পল্টন থানার দুই মামলার আসামি করা হয় হেফাজতের এ নেতাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, মামলায় হুকুমের আসামী হিসাবে মামুনুল হকের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। তারপর থেকেই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।
এদিকে মামুনুল হকের স্ত্রী হিসেবে আলোচনায় আসা দুই নারীকেও খুঁজছে পুলিশ। জান্নাত আরা ঝর্ণার পরে জান্নাতুল ফেরদৌস নামের ঐ দুই নারীও সন্ধান মিলছে না। এখন পর্যন্ত এই দুই নারীর অবস্থান নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
মামুনুলের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা জান্নাতুলের ভাই পরিচয় দেওয়া শাহজাহান নামের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি লিখেন, মামুনুল হক তার বড় বোন জান্নাতুল ফেরদৌস ওরফে লিপিকে বিয়ে করেছেন। তবে তার বোনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বোনকে নিরাপত্তা দেওয়া এবং অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য জিডিতে তিনি আইনি সহায়তা চেয়েছেন।
অন্যদিকে মামুনুল হকের নারী কেলেঙ্কারি ও সম্প্রীতি হেফাজতে ইসলামের কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ ফরায়েজী আন্দোলন। এ কারণে হেফাজতে ইসলামের নায়েবে আমীরের পদ থেকে ইস্তফা দিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
আরও পড়ুন:
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গা ঢাকা দিয়েছেন। পুলিশ বলছে, একাধিকবার গ্রেফতারের জন্য অভিযান চালালেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুই একবার ফেসবুক লাইভে আসলেও সেখানে আর নেই তিনি।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলার প্রাথমিক তদন্তে হেফাজতের এ নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। কিন্তু তার বাসা, মাদ্রাসায় ও সম্ভাব্য একাধিক জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। সে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে যেখানে পাওয়া যাবে সেখান থেকেই গ্রেফতার করা হবে।
গত ২৬ মার্চ ঢাকায় বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদে নাশকতার ঘটনায় পল্টন থানার দুই মামলার আসামি করা হয় হেফাজতের এ নেতাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, মামলায় হুকুমের আসামী হিসাবে মামুনুল হকের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। তারপর থেকেই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।
এদিকে মামুনুল হকের স্ত্রী হিসেবে আলোচনায় আসা দুই নারীকেও খুঁজছে পুলিশ। জান্নাত আরা ঝর্ণার পরে জান্নাতুল ফেরদৌস নামের ঐ দুই নারীও সন্ধান মিলছে না। এখন পর্যন্ত এই দুই নারীর অবস্থান নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
মামুনুলের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা জান্নাতুলের ভাই পরিচয় দেওয়া শাহজাহান নামের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি লিখেন, মামুনুল হক তার বড় বোন জান্নাতুল ফেরদৌস ওরফে লিপিকে বিয়ে করেছেন। তবে তার বোনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বোনকে নিরাপত্তা দেওয়া এবং অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য জিডিতে তিনি আইনি সহায়তা চেয়েছেন।
অন্যদিকে মামুনুল হকের নারী কেলেঙ্কারি ও সম্প্রীতি হেফাজতে ইসলামের কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ ফরায়েজী আন্দোলন। এ কারণে হেফাজতে ইসলামের নায়েবে আমীরের পদ থেকে ইস্তফা দিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
আরও পড়ুন:
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৬ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
৯ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১২ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৬ ঘণ্টা আগে