ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ অধিকার পরিষদের একাংশের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে বাধা দেন বলে অভিযোগ করেন গণ অধিকারের নেতারা। এতে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।
গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক মো. আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচিকে বাস্তবায়ন করতে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন। এতে অনেকই আহত হন। আহতরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।’
তবে হামলাকারীরা কেউ ছাত্রলীগের নয় বলে জানিয়েছেনে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। সৈকত বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের সন্ত্রাসের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ মানববন্ধন করছিল। সেখানে বহিরাগতরা মিছিল নিয়ে নিয়ে এসে কথা-কাটাকাটি হয়েছে বলে শুনেছি। কারা হামলা করছে জানি না, হামলাকারীরা কেউ ছাত্রলীগের নয়।’
তবে প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, হামলাকারীরা সবাই ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী।
এর আগে বিরোধী দলের ওপর হামলা, মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ। এর কিছুক্ষণ পরেই ‘বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাস অস্থিতিশীল ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্টের চক্রান্তের শঙ্কায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট নিরাপত্তার দাবিতে’–শিরোনামে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একই সময় রাজু ভাস্কর্যে মানববন্ধনের ঘোষণা দেয় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা দলে দলে মিছিল ও স্লোগান নিয়ে রাজু ভাস্কর্য, টিএসসি, শাহবাগ, চানখাঁরপুল, কার্জন হল ও দোয়েল চত্বর মোড়ে অবস্থান নিতে শুরু করেন। বিকেল সাড়ে ৪টার দিকে নুরুল হক নুরের নেতৃত্বে শাহবাগ থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাশে কিছুক্ষণ অবস্থান নেন গণ অধিকারের নেতারা। পরে মিছিল নিয়ে টিএসসির জনতা ব্যাংকসংলগ্ন গেটের কাছাকাছি আসলেই ‘ভুয়া’ স্লোগান নিয়ে তাঁদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মারতে মারতে তাঁদের ডাচ্-বাংলা বুথের গেটের সামনে নিয়ে যায় ছাত্রলীগ। সেখানে আহত নুরকে রিকশায় করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা।
এ ঘটনায় আহতরা হলেন গণ অধিকার পরিষদের সভাপতি (একাংশ) নুরুল হক নুর, উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, সদস্য সাদ শিকদার, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকারের সহসভাপতি মেহেদি, কবি নজরুল সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক আকাশ, ঢাকা কলেজের সহসভাপতি রাকিব, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি কাউসার, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তোফায়েল ও মোহাম্মদপুর থানা গণ অধিকার পরিষদের সদস্যসচিব রাজিব প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ অধিকার পরিষদের একাংশের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে বাধা দেন বলে অভিযোগ করেন গণ অধিকারের নেতারা। এতে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।
গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক মো. আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচিকে বাস্তবায়ন করতে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন। এতে অনেকই আহত হন। আহতরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।’
তবে হামলাকারীরা কেউ ছাত্রলীগের নয় বলে জানিয়েছেনে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। সৈকত বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের সন্ত্রাসের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ মানববন্ধন করছিল। সেখানে বহিরাগতরা মিছিল নিয়ে নিয়ে এসে কথা-কাটাকাটি হয়েছে বলে শুনেছি। কারা হামলা করছে জানি না, হামলাকারীরা কেউ ছাত্রলীগের নয়।’
তবে প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, হামলাকারীরা সবাই ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী।
এর আগে বিরোধী দলের ওপর হামলা, মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ। এর কিছুক্ষণ পরেই ‘বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাস অস্থিতিশীল ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্টের চক্রান্তের শঙ্কায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট নিরাপত্তার দাবিতে’–শিরোনামে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একই সময় রাজু ভাস্কর্যে মানববন্ধনের ঘোষণা দেয় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা দলে দলে মিছিল ও স্লোগান নিয়ে রাজু ভাস্কর্য, টিএসসি, শাহবাগ, চানখাঁরপুল, কার্জন হল ও দোয়েল চত্বর মোড়ে অবস্থান নিতে শুরু করেন। বিকেল সাড়ে ৪টার দিকে নুরুল হক নুরের নেতৃত্বে শাহবাগ থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাশে কিছুক্ষণ অবস্থান নেন গণ অধিকারের নেতারা। পরে মিছিল নিয়ে টিএসসির জনতা ব্যাংকসংলগ্ন গেটের কাছাকাছি আসলেই ‘ভুয়া’ স্লোগান নিয়ে তাঁদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মারতে মারতে তাঁদের ডাচ্-বাংলা বুথের গেটের সামনে নিয়ে যায় ছাত্রলীগ। সেখানে আহত নুরকে রিকশায় করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা।
এ ঘটনায় আহতরা হলেন গণ অধিকার পরিষদের সভাপতি (একাংশ) নুরুল হক নুর, উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, সদস্য সাদ শিকদার, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকারের সহসভাপতি মেহেদি, কবি নজরুল সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক আকাশ, ঢাকা কলেজের সহসভাপতি রাকিব, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি কাউসার, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তোফায়েল ও মোহাম্মদপুর থানা গণ অধিকার পরিষদের সদস্যসচিব রাজিব প্রমুখ।
আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
২ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৬ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ দিন আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১ দিন আগে