অনলাইন ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এই দলের নাম ও প্রতীক কী হবে তা নিয়ে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক জনমত জরিপ করা হয়েছে। এতে বেশ কিছু প্রস্তাবনা আছে।
আজ সোমবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের সারসংক্ষেপ তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।
দলের নাম প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘নামের বিষয়ে অনেক প্রস্তাব এসেছে। নামের পরামর্শে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টিসহ প্রায় ৩০টি নাম এসেছে। আমরা আত্মপ্রকাশের আগেই এটি জানাব। আর প্রতীকের বিষয়ে উদীয়মান সূর্য, কলম, গাছসহ অসংখ্য পরামর্শ এসেছে।’
জরিপের বিষয়বস্তু তুলে ধরে নাগরিক কমিটির সদস্যসচিব বলেন, ‘সারা দেশের দুই লাখের অধিক মানুষ জরিপে অংশ নিয়েছে। সকল পর্যায়ের মানুষের অংশগ্রহণ এই জরিপে নতুন দলের কাছে প্রত্যাশা, নাম, প্রতীক কী হতে পারে, তা জানতে চেয়েছি। মানুষ দেশকে দুর্নীতিমুক্ত করা, সুশাসন প্রতিষ্ঠা, ক্ষমতার অপব্যবহার রোধ, সামাজিক ন্যায়বিচার ও সবার জন্য সমান সুযোগ, বেকার সমস্যার সমাধান, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে জনবান্ধব নীতি গ্রহণ করে সংস্কারের কথা বলেছে। রাষ্ট্রীয় সব সেবা নিয়ে কার্যকর পদক্ষেপ চায় মানুষ।’
আখতার আরও বলেন, ‘পরিবারতন্ত্রের বাইরে আসা, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চা, নানান মতের মানুষের সম্মিলন ঘটানোর পরামর্শ জনগণের পক্ষ থেকে এসেছে। আমরা মানুষের প্রত্যাশাগুলো নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাব। নতুন দল দখলদারত্ব, চাঁদাবাজির বাইরে থাকবে।’
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই দলের শীর্ষ নেতা হচ্ছে বলে সিদ্ধান্ত হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এই দলের নাম ও প্রতীক কী হবে তা নিয়ে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক জনমত জরিপ করা হয়েছে। এতে বেশ কিছু প্রস্তাবনা আছে।
আজ সোমবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের সারসংক্ষেপ তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।
দলের নাম প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘নামের বিষয়ে অনেক প্রস্তাব এসেছে। নামের পরামর্শে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টিসহ প্রায় ৩০টি নাম এসেছে। আমরা আত্মপ্রকাশের আগেই এটি জানাব। আর প্রতীকের বিষয়ে উদীয়মান সূর্য, কলম, গাছসহ অসংখ্য পরামর্শ এসেছে।’
জরিপের বিষয়বস্তু তুলে ধরে নাগরিক কমিটির সদস্যসচিব বলেন, ‘সারা দেশের দুই লাখের অধিক মানুষ জরিপে অংশ নিয়েছে। সকল পর্যায়ের মানুষের অংশগ্রহণ এই জরিপে নতুন দলের কাছে প্রত্যাশা, নাম, প্রতীক কী হতে পারে, তা জানতে চেয়েছি। মানুষ দেশকে দুর্নীতিমুক্ত করা, সুশাসন প্রতিষ্ঠা, ক্ষমতার অপব্যবহার রোধ, সামাজিক ন্যায়বিচার ও সবার জন্য সমান সুযোগ, বেকার সমস্যার সমাধান, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে জনবান্ধব নীতি গ্রহণ করে সংস্কারের কথা বলেছে। রাষ্ট্রীয় সব সেবা নিয়ে কার্যকর পদক্ষেপ চায় মানুষ।’
আখতার আরও বলেন, ‘পরিবারতন্ত্রের বাইরে আসা, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চা, নানান মতের মানুষের সম্মিলন ঘটানোর পরামর্শ জনগণের পক্ষ থেকে এসেছে। আমরা মানুষের প্রত্যাশাগুলো নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাব। নতুন দল দখলদারত্ব, চাঁদাবাজির বাইরে থাকবে।’
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই দলের শীর্ষ নেতা হচ্ছে বলে সিদ্ধান্ত হয়েছে।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১০ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১০ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১১ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১৩ ঘণ্টা আগে