Ajker Patrika

দিনের ছবি (২৭ সেপ্টেম্বর, ২০২৫)

পুঁইশাকে জমি ভরে উঠেছে। কৃষকেরা বিক্রির জন্য জমি থেকে পুঁইশাক সংগ্রহ করে ডালি ভর্তি করছেন। ২০ টাকা কেজি দরে জমি থেকেই পাইকারেরা নিয়ে যান শাক। ছবিটি রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার একটি জমি থেকে তোলা। ছবি মিলন শেখ।
পুঁইশাকে জমি ভরে উঠেছে। কৃষকেরা বিক্রির জন্য জমি থেকে পুঁইশাক সংগ্রহ করে ডালি ভর্তি করছেন। ২০ টাকা কেজি দরে জমি থেকেই পাইকারেরা নিয়ে যান শাক। ছবিটি রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার একটি জমি থেকে তোলা। ছবি মিলন শেখ।
পুঁইশাকে জমি ভরে উঠেছে। কৃষকেরা বিক্রির জন্য জমি থেকে পুঁইশাক সংগ্রহ করে ডালি ভর্তি করছেন। ২০ টাকা কেজি দরে জমি থেকেই পাইকারেরা নিয়ে যান শাক। ছবিটি রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার একটি জমি থেকে তোলা। ছবি মিলন শেখ।
পুঁইশাকে জমি ভরে উঠেছে। কৃষকেরা বিক্রির জন্য জমি থেকে পুঁইশাক সংগ্রহ করে ডালি ভর্তি করছেন। ২০ টাকা কেজি দরে জমি থেকেই পাইকারেরা নিয়ে যান শাক। ছবিটি রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার একটি জমি থেকে তোলা। ছবি মিলন শেখ।
ঢাকার ফার্মগেটে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মাণ করা ফুটওভার ব্রিজটি এখন হকারদের দখলে। ব্রিজের দুই পাশে সারি সারি দোকান। এমনকি সিঁড়ির মুখেও চলে হকারদের বেচাকেনা। চলার পথ ছোট হওয়ায় পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ছবি: ওমর ফারুক
ঢাকার ফার্মগেটে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মাণ করা ফুটওভার ব্রিজটি এখন হকারদের দখলে। ব্রিজের দুই পাশে সারি সারি দোকান। এমনকি সিঁড়ির মুখেও চলে হকারদের বেচাকেনা। চলার পথ ছোট হওয়ায় পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ছবি: ওমর ফারুক
ঢাকার ফার্মগেটে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মাণ করা ফুটওভার ব্রিজটি এখন হকারদের দখলে। ব্রিজের দুই পাশে সারি সারি দোকান। এমনকি সিঁড়ির মুখেও চলে হকারদের বেচাকেনা। চলার পথ ছোট হওয়ায় পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ছবি: ওমর ফারুক
ঢাকার ফার্মগেটে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মাণ করা ফুটওভার ব্রিজটি এখন হকারদের দখলে। ব্রিজের দুই পাশে সারি সারি দোকান। এমনকি সিঁড়ির মুখেও চলে হকারদের বেচাকেনা। চলার পথ ছোট হওয়ায় পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ছবি: ওমর ফারুক
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত