সড়কের দুই পাশে সারি সারি সোনালুগাছ এখন ফুলে ভরা। ডালে ডালে ঝুলছে হলুদ ঝাড়বাতির মতো অসংখ্য ফুল। যেন গাছগুলো পরেছে সোনালি গহনা। কিছু ফুল ঝরে পড়ে মাটিতে—তাতে পথজুড়ে তৈরি হয় এক রঙিন গালিচা। এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে থমকে দাঁড়ান পথচারীরা। কেউ মোবাইল বের করে ছবি তোলেন, কেউ আবার দাঁড়িয়ে দীর্ঘক্ষণ উপভোগ করেন প্রকৃতির এ সৌন্দর্য। রাজশাহী নগরের ছোট বনগ্রাম এলাকার এই দৃশ্য যেন এক টুকরো শান্তি, একফালি আনন্দ ছড়িয়ে দেয় যান্ত্রিক জীবনের মাঝে। ছবি: মিলন শেখ
সড়কের দুপাশে সারি সারি সোনালুগাছ এখন ফুলে ফুলে ভরা। ডালে ডালে ঝুলছে হলুদ ঝাড়বাতির মতো অসংখ্য ফুল। যেন গাছগুলো পরেছে সোনালি গহনা। কিছু ফুল ঝরে পড়ে মাটিতে, তাতে পথজুড়ে তৈরি হয় এক রঙিন গালিচা। এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে থমকে দাঁড়ান পথচারীরা। কেউ মোবাইল ফোন বের করে ছবি তোলেন, কেউ আবার দাঁড়িয়ে দীর্ঘক্ষণ উপভোগ করেন প্রকৃতির এই সৌন্দর্য। রাজশাহী নগরের ছোট বনগ্রাম এলাকার এই দৃশ্য যেন এক টুকরো শান্তি, এক ফালি আনন্দ ছড়িয়ে দেয় যান্ত্রিক জীবনে। ছবি: মিলন শেখ
মৃৎশিল্প দিনে দিনে বিলুপ্ত হতে চললেও মাটি দিয়ে তৈরি বিভিন্ন জিনিস পাওয়ায় যায় আটপাড়ার বিভিন্ন মেলায়। আটপাড়া, নেত্রকোনা, ময়মনসিংহ, ১৩ মে ২০২৫। ছবি: ফয়সাল চৌধুরী