বরেন্দ্র অঞ্চলে সড়কের দুই পাশে গাছে গাছে ঝুলছে তাল। কাঁচা তাল অনেকেই পছন্দ করেন। গ্রীষ্মের এই গরমে তালের শাঁস বেশ স্বস্তি দেয়। তালের শাঁসের প্রায় ৮০ শতাংশ পানি হওয়ায় শরীরে আর্দ্রতা বাড়ায়। পলাশবাড়ী, দেওপাড়া, গোদাগাড়ী, ৫ মে ২০২৫। ছবি: মিলন শেখ।
বরেন্দ্র অঞ্চলে সড়কের দুই পাশে গাছে গাছে ঝুলছে তাল। কাঁচা তাল অনেকেই পছন্দ করেন। গ্রীষ্মের এই গরমে তালের শাঁস বেশ স্বস্তি দেয়। তালের শাঁসের প্রায় ৮০ শতাংশ পানি হওয়ায় শরীরে আর্দ্রতা বাড়ায়। পলাশবাড়ী, দেওপাড়া, গোদাগাড়ী, ৫ মে ২০২৫। ছবি: মিলন শেখ।
পথের ধারে ঝোপেঝাড়ে হওয়া একটি ফুলের গাছ ল্যান্টানা। এর ফুলের রঙের বাহার নজর কাড়ার মতো। সুবাস না থাকলেও এর ঔষধি গুণ রয়েছে। এই ফুলগাছটির পাতা, ফুল ও বিভিন্ন অংশ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সুলিতলা, দেওপাড়া, গোদাগাড়ী, ৫ মে ২০২৫। ছবি: মিলন শেখ।
থোকা থোকা কাঁচা ও আধপাকা আমে ছেয়ে আছে গাছগুলো। আর কিছুদিন পরই পুরোপুরি পাক ধরলে পেড়ে নেওয়া হবে আর উঠবে বাজারে। পলাশবাড়ী, দেওপাড়া, গোদাগাড়ী, ৫ মে ২০২৫। ছবি: মিলন শেখ।