বাজারে টাটকা সবজির দাম একটু বেশি। তাই ভোররাতে খেত থেকে বেগুন তুলে বিক্রির জন্য ওজন করছেন এক কৃষক। আজ সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর-বোধখানা গ্রামের মাঠে। ছবি: মাসুদুর রহমান মাসুদ
অনন্তলতা। এটি ‘প্রেমলতা’ বা ‘মধুলতা’ নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Antigonon leptopus। এটি একটি লতানো উদ্ভিদ, যা মেক্সিকোর স্থানীয় প্রজাতি। বাংলাদেশে এই লতা সাদা ও গোলাপি দুই রঙের হয়ে থাকে এবং দ্রুত বর্ধনশীল ও আরোহী প্রকৃতির হয়ে থাকে। এটি একটি লতানো গাছ, যা ২৫ ফুট বা তার চেয়েও বেশি লম্বা হতে পারে। এর ফুলগুলো সাধারণত সাদা বা গোলাপি রঙের হয়ে থাকে এবং এটি ঝোপের মতো বা মালার মতো দেখায়। এটি মৌমাছি, প্রজাপতি ও হামিংবার্ড আকর্ষণ করে। আজ সকালে রাজশাহী কলেজে। ছবি: মিলন শেখ
অনন্তলতা। এটি ‘প্রেমলতা’ বা ‘মধুলতা’ নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Antigonon leptopus। এটি একটি লতানো উদ্ভিদ, যা মেক্সিকোর স্থানীয় প্রজাতি। বাংলাদেশে এই লতা সাদা ও গোলাপি দুই রঙের হয়ে থাকে এবং দ্রুত বর্ধনশীল ও আরোহী প্রকৃতির হয়ে থাকে। এটি একটি লতানো গাছ, যা ২৫ ফুট বা তার চেয়েও বেশি লম্বা হতে পারে। এর ফুলগুলো সাধারণত সাদা বা গোলাপি রঙের হয়ে থাকে এবং এটি ঝোপের মতো বা মালার মতো দেখায়। এটি মৌমাছি, প্রজাপতি ও হামিংবার্ড আকর্ষণ করে। আজ সকালে রাজশাহী কলেজে। ছবি: মিলন শেখ