আলোময় বিশ্বাস
নিরহঙ্কার, সদাহাস্য মিতা হক এমন একজন শিল্পী, যাঁর কণ্ঠ রবীন্দ্রসংগীতের ভারবস্তুর রস অনাহত রেখে এগিয়ে চলে; গানটিকে ঐশ্বর্যে এমন এক উচ্চমাত্রায় জাগিয়ে তোলে, যেখানে আমরা অনন্য এক সুরের মিতার দেখা পাই, আর সেখানেই সব শ্রোতার ভালোবাসা অনন্য তাৎপর্যে তাঁকে ছুঁয়ে থাকে।
মিতা হকের জন্ম ১৯৬২ সালে, যখন আইয়ুববিরোধী আন্দোললে উন্মাতাল পূর্ব বাংলা, আন্দোলনের হাওয়া লেগেছে কেরানীগঞ্জের ভাওয়াল মনোহরিয়া গ্রামের আবু তৈয়ব মাজহারুল হক সাহেবের বাড়িতেও। জনাব মাজহারুল হক মিতা হকের পিতামহ, যিনি ছিলেন ১৯৪৬ সালে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির এমএলএ। এ বাড়িতেই মিতা হক তাঁর স্থায়ী নিবাস গড়ে তুলেছিলেন। অনেক পরিবর্তন দেখতে দেখতে মিতার জীবন এগিয়ে চলেছে, এখন মনোহরিয়া গ্রামটি প্রায় ঢাকা শহরেরই অংশ।
মিতার জন্ম এমন এক পরিবারে, যেখানে কণ্ঠে কথা ফোটার আগে সুর খেলেছে। এই সুরের গুরু আর কেউ নন, তাঁরই বড় চাচা সংগীতাচার্য ওয়াহিদুল হক, যাঁকে বাঙালিসমাজ রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রগবেষণার অন্যতম পুরোধা পুরুষ হিসেবে গণ্য করে। বাঙালি সংগীত-সংস্কৃতি জগতে ওয়াহিদুল হক একেবারেই আলাদা এ কারণে যে তিনি শুধু আত্মমগ্ন হয়ে সংগীত শিক্ষা দেননি, বরং সংগীত শিক্ষা দিতে গিয়ে সংগীতের বাইরের দরজা-জানালাও খুলে রেখেছেন, যেন অন্য সব আলোও সেখানে প্রবেশ করে। ওয়াহিদুল হকের হাত ধরেই মিতার সংগীতযাত্রা–এ এক পরম প্রাপ্তি; মিতার মনন গঠনে ওয়াহিদুল হকের ভূমিকাই প্রধান।
একটু কান পেতে দাঁড়াতে হবে যদি মিতার কণ্ঠ গেয়ে ওঠে ‘দীর্ঘ জীবনপথ’। কারণ, এই সুর মিতা আপনিই পেয়ে যান পারিবারিক পরিসরে পায়চারী করতে করতে। ‘তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে’ গানখানি যেন কবিগুরু যত্নে লুকিয়ে রেখেছিলেন মিতাকে দিয়ে গাওয়াবেন বলে। রবীন্দ্রনাথের গানের চিত্রকল্প অনুধাবনে মিতার গানের আগে কান তৈরি হয়ে ছিল। বাহ্যিক অবয়বে মিতাকে অতি সাধারণ মনে হলেও তিনি অত্যন্ত উচ্চ রুচির কণ্ঠশিল্পী। রাজনৈতিক দৃষ্টিতে তিনি প্রগতিশীল সাম্যের ও মানবতার পক্ষে পরিবারের ঐতিহ্যকেই লালন করেছেন।
মিতা অনেক যত্ন নিয়ে, বুঝে গান করতেন। ফলে এই গানের শক্তি অনেক, যা শ্রোতাকে ছুঁয়ে থাকে, স্পর্শকাতর করে রাখে। নাম-যশের জন্য নয়, অর্থ প্রাপ্তির জন্য নয়, স্বতঃস্ফূর্ত আবেগই তাঁর সংগীতের পথ নির্মাণ করেছে। বড় চাচার মতোই তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও ছায়ানটের সাথে থেকে নিরলস কাজ করে গেছেন বাঙালি সংস্কৃতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।
মাত্র ১১ বছর বয়সে বার্লিন বিশ্ব শিশু উৎসবে যোগ দিয়ে সেখানে গান করেছিলেন।
পরিণত মিতা ছিলেন গানের শিক্ষক। তিনি ছায়ানটে গান শেখান, নিজের হাতে গড়ে তুলেছিলেন সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরতীর্থ’। রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে পেয়েছেন একুশে পদক, শিল্পকলা একাডেমির রবীন্দ্র পদক। এসব ছাপিয়েও বড় বিষয় হলো, রবীন্দ্রসংগীত জগতে মিতা হক এমন একটি নাম, যাঁকে সবাই ভালোবাসে; তাঁর দরাজ কণ্ঠ, তাঁর বিনয়-উজ্জ্বল মুখ, তাঁর নির্মল হাসি, নিরহঙ্কার ব্যক্তিত্ব–সবার কাছে তাঁকে ‘নিকট আত্মীয়’ হিসেবে পরিগণিত করেছে।
নিরহঙ্কার, সদাহাস্য মিতা হক এমন একজন শিল্পী, যাঁর কণ্ঠ রবীন্দ্রসংগীতের ভারবস্তুর রস অনাহত রেখে এগিয়ে চলে; গানটিকে ঐশ্বর্যে এমন এক উচ্চমাত্রায় জাগিয়ে তোলে, যেখানে আমরা অনন্য এক সুরের মিতার দেখা পাই, আর সেখানেই সব শ্রোতার ভালোবাসা অনন্য তাৎপর্যে তাঁকে ছুঁয়ে থাকে।
মিতা হকের জন্ম ১৯৬২ সালে, যখন আইয়ুববিরোধী আন্দোললে উন্মাতাল পূর্ব বাংলা, আন্দোলনের হাওয়া লেগেছে কেরানীগঞ্জের ভাওয়াল মনোহরিয়া গ্রামের আবু তৈয়ব মাজহারুল হক সাহেবের বাড়িতেও। জনাব মাজহারুল হক মিতা হকের পিতামহ, যিনি ছিলেন ১৯৪৬ সালে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির এমএলএ। এ বাড়িতেই মিতা হক তাঁর স্থায়ী নিবাস গড়ে তুলেছিলেন। অনেক পরিবর্তন দেখতে দেখতে মিতার জীবন এগিয়ে চলেছে, এখন মনোহরিয়া গ্রামটি প্রায় ঢাকা শহরেরই অংশ।
মিতার জন্ম এমন এক পরিবারে, যেখানে কণ্ঠে কথা ফোটার আগে সুর খেলেছে। এই সুরের গুরু আর কেউ নন, তাঁরই বড় চাচা সংগীতাচার্য ওয়াহিদুল হক, যাঁকে বাঙালিসমাজ রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রগবেষণার অন্যতম পুরোধা পুরুষ হিসেবে গণ্য করে। বাঙালি সংগীত-সংস্কৃতি জগতে ওয়াহিদুল হক একেবারেই আলাদা এ কারণে যে তিনি শুধু আত্মমগ্ন হয়ে সংগীত শিক্ষা দেননি, বরং সংগীত শিক্ষা দিতে গিয়ে সংগীতের বাইরের দরজা-জানালাও খুলে রেখেছেন, যেন অন্য সব আলোও সেখানে প্রবেশ করে। ওয়াহিদুল হকের হাত ধরেই মিতার সংগীতযাত্রা–এ এক পরম প্রাপ্তি; মিতার মনন গঠনে ওয়াহিদুল হকের ভূমিকাই প্রধান।
একটু কান পেতে দাঁড়াতে হবে যদি মিতার কণ্ঠ গেয়ে ওঠে ‘দীর্ঘ জীবনপথ’। কারণ, এই সুর মিতা আপনিই পেয়ে যান পারিবারিক পরিসরে পায়চারী করতে করতে। ‘তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে’ গানখানি যেন কবিগুরু যত্নে লুকিয়ে রেখেছিলেন মিতাকে দিয়ে গাওয়াবেন বলে। রবীন্দ্রনাথের গানের চিত্রকল্প অনুধাবনে মিতার গানের আগে কান তৈরি হয়ে ছিল। বাহ্যিক অবয়বে মিতাকে অতি সাধারণ মনে হলেও তিনি অত্যন্ত উচ্চ রুচির কণ্ঠশিল্পী। রাজনৈতিক দৃষ্টিতে তিনি প্রগতিশীল সাম্যের ও মানবতার পক্ষে পরিবারের ঐতিহ্যকেই লালন করেছেন।
মিতা অনেক যত্ন নিয়ে, বুঝে গান করতেন। ফলে এই গানের শক্তি অনেক, যা শ্রোতাকে ছুঁয়ে থাকে, স্পর্শকাতর করে রাখে। নাম-যশের জন্য নয়, অর্থ প্রাপ্তির জন্য নয়, স্বতঃস্ফূর্ত আবেগই তাঁর সংগীতের পথ নির্মাণ করেছে। বড় চাচার মতোই তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও ছায়ানটের সাথে থেকে নিরলস কাজ করে গেছেন বাঙালি সংস্কৃতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।
মাত্র ১১ বছর বয়সে বার্লিন বিশ্ব শিশু উৎসবে যোগ দিয়ে সেখানে গান করেছিলেন।
পরিণত মিতা ছিলেন গানের শিক্ষক। তিনি ছায়ানটে গান শেখান, নিজের হাতে গড়ে তুলেছিলেন সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরতীর্থ’। রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে পেয়েছেন একুশে পদক, শিল্পকলা একাডেমির রবীন্দ্র পদক। এসব ছাপিয়েও বড় বিষয় হলো, রবীন্দ্রসংগীত জগতে মিতা হক এমন একটি নাম, যাঁকে সবাই ভালোবাসে; তাঁর দরাজ কণ্ঠ, তাঁর বিনয়-উজ্জ্বল মুখ, তাঁর নির্মল হাসি, নিরহঙ্কার ব্যক্তিত্ব–সবার কাছে তাঁকে ‘নিকট আত্মীয়’ হিসেবে পরিগণিত করেছে।
সাম্প্রতিক সময়ে একটি বিষয় খুব আলোচিত হচ্ছে। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ‘ছাত্র-জনতা’র অশ্লীল স্লোগান। সামাজিক যোগাযোগমাধ্যমে, চায়ের আড্ডায় এবং পত্রপত্রিকার পাতায় অনেককেই এ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করতে দেখা যাচ্ছে।
১০ ঘণ্টা আগেব্যক্তিগত গাড়ি ব্যবহারের বড় অসুবিধা হলো, চালক পরিবর্তন হলেই গাড়ি বিষয়ে তাঁদের হাজারটা অবজারভেশন থাকে, অভিযোগ থাকে। যেমন গাড়ির ফিটনেস ঠিক নেই, অমুক পার্টস বদলানো দরকার, এটা নেই, সেটা নেই, আগের চালক এটা করেছে, ওটা করেনি ইত্যাদি ইত্যাদি। আগের চালকের বিরুদ্ধে অভিযোগের মাত্রাই বেশি থাকে নতুন চালকের কাছে।
১০ ঘণ্টা আগেক্ষমতার রাজনীতি এবং রাজনীতির মাঠের হিসাব-নিকাশের ঘেরাটোপে পড়ে গেছে দেশ। ভোটের রোডম্যাপ ঘোষণা এক ব্যাপার আর নির্দিষ্ট দিনে ভোট গ্রহণ করা যাবে কি না, সেটা আরেক ব্যাপার। রাজনৈতিক দলগুলো বহু ব্যাপারেই ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
১০ ঘণ্টা আগেবিতর্ক যাঁর নিত্যসঙ্গী, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ী থেকে রাষ্ট্রনায়ক বনে যাওয়া আশি ছুঁই ছুঁই এই ব্যক্তি এমন সব কর্মকাণ্ড করছেন, যেগুলো মার্কিন প্রেসিডেন্টদের চর্চিত ধ্রুপদি সংস্কৃতির সঙ্গে বেমানান। ট্রাম্প এমন অনেক নীতি গ্রহণ করছেন, যেগুলো যুক্তরাষ্ট্র বা তাঁর ঘোষিত লক্ষ্যের
১ দিন আগে