সম্পাদকীয়
হয়নি। আরও চলবে। কত দিন চলবে তা অনিশ্চিত হলেও, অবরোধ চলাকালে যে সারা দেশে আরও গাড়ি পোড়ানো ও ভাঙচুর হবে, এটা নিশ্চিত। এই গাড়ি পুড়িয়ে, ভাঙচুর করে বিরোধী দলের কী ফায়দা হচ্ছে, তা কেউ বলতে পারবে না। বিএনপি ও তার মিত্ররা সরকার পতনের স্বপ্ন দেখছে। আর সরকার প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অন্য চার নির্বাচন কমিশনার ৯ নভেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছেন। সিইসি বলেছেন, নির্ধারিত সময়ে এবং নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে তাঁরা বদ্ধপরিকর। রাষ্ট্রপতিও যেকোনো মূল্যে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা বলেছেন। এটা এখন অনেকটাই নিশ্চিত যে জানুয়ারি মাসের শুরুতেই দেশে নির্বাচন হবে। আগামী সপ্তাহে ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
তফসিল ঘোষণা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা বলছে বিএনপিসহ আরও কিছু দল। তবে তাদের আন্দোলনের কারণে সরকার পদত্যাগ করে অরাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে—সেটা কষ্টকল্পনার বিষয়।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। দলীয় প্রধান শেখ হাসিনাকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্যসচিব করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে ১৪টি উপকমিটিও।
বিএনপিকে বাদ দিয়েই আওয়ামী লীগ নির্বাচনের পথে হাঁটছে বলে মনে করা হলেও, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসতে পারে ধরে নিয়েই দলের নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। শুক্রবার আজকের পত্রিকায় প্রকাশিত খবরে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘শেষ দিকে বিএনপি নির্বাচনে অংশ নেবে। তারেকের টাকা দরকার, সে মনোনয়ন-বাণিজ্যের সুযোগ হাতছাড়া করবে না।’
তিনি বলেছেন, নির্বাচন জনগণের অধিকার। গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। জনগণের এই অধিকার সুরক্ষা দেওয়া এবং সুষ্ঠুভাবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা—এটাই আওয়ামী লীগের লক্ষ্য।
তবে নানা দিক থেকে চক্রান্ত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখানে চক্রান্ত আছে। চক্রান্ত করেই চেষ্টা হচ্ছে অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করা, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা। সব দিক থেকে চেষ্টা হচ্ছে। এরই মধ্যে আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে। আমাদের শক্তি দেশবাসী।’
দেশবাসী আওয়ামী লীগের শক্তি বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা। কিন্তু বিএনপিও যে একেবারে জনসমর্থনহীন দল নয়, সেটাও তো দলটির সভা-সমাবেশ দেখেই বোঝা যায়। বিএনপি যদি সত্যি শেষ পর্যন্ত নির্বাচনে আসে এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলেই কেবল বোঝা যাবে কোন দলের প্রতি মানুষের সমর্থনের পাল্লা ভারী।
হয়নি। আরও চলবে। কত দিন চলবে তা অনিশ্চিত হলেও, অবরোধ চলাকালে যে সারা দেশে আরও গাড়ি পোড়ানো ও ভাঙচুর হবে, এটা নিশ্চিত। এই গাড়ি পুড়িয়ে, ভাঙচুর করে বিরোধী দলের কী ফায়দা হচ্ছে, তা কেউ বলতে পারবে না। বিএনপি ও তার মিত্ররা সরকার পতনের স্বপ্ন দেখছে। আর সরকার প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অন্য চার নির্বাচন কমিশনার ৯ নভেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছেন। সিইসি বলেছেন, নির্ধারিত সময়ে এবং নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে তাঁরা বদ্ধপরিকর। রাষ্ট্রপতিও যেকোনো মূল্যে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা বলেছেন। এটা এখন অনেকটাই নিশ্চিত যে জানুয়ারি মাসের শুরুতেই দেশে নির্বাচন হবে। আগামী সপ্তাহে ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
তফসিল ঘোষণা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা বলছে বিএনপিসহ আরও কিছু দল। তবে তাদের আন্দোলনের কারণে সরকার পদত্যাগ করে অরাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে—সেটা কষ্টকল্পনার বিষয়।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। দলীয় প্রধান শেখ হাসিনাকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্যসচিব করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে ১৪টি উপকমিটিও।
বিএনপিকে বাদ দিয়েই আওয়ামী লীগ নির্বাচনের পথে হাঁটছে বলে মনে করা হলেও, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসতে পারে ধরে নিয়েই দলের নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। শুক্রবার আজকের পত্রিকায় প্রকাশিত খবরে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘শেষ দিকে বিএনপি নির্বাচনে অংশ নেবে। তারেকের টাকা দরকার, সে মনোনয়ন-বাণিজ্যের সুযোগ হাতছাড়া করবে না।’
তিনি বলেছেন, নির্বাচন জনগণের অধিকার। গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। জনগণের এই অধিকার সুরক্ষা দেওয়া এবং সুষ্ঠুভাবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা—এটাই আওয়ামী লীগের লক্ষ্য।
তবে নানা দিক থেকে চক্রান্ত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখানে চক্রান্ত আছে। চক্রান্ত করেই চেষ্টা হচ্ছে অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করা, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা। সব দিক থেকে চেষ্টা হচ্ছে। এরই মধ্যে আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে। আমাদের শক্তি দেশবাসী।’
দেশবাসী আওয়ামী লীগের শক্তি বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা। কিন্তু বিএনপিও যে একেবারে জনসমর্থনহীন দল নয়, সেটাও তো দলটির সভা-সমাবেশ দেখেই বোঝা যায়। বিএনপি যদি সত্যি শেষ পর্যন্ত নির্বাচনে আসে এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলেই কেবল বোঝা যাবে কোন দলের প্রতি মানুষের সমর্থনের পাল্লা ভারী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধই ছিল পৃথিবীতে প্রথম বড় ধরনের সামরিক সংঘাত। ১৯৪৭ সালের ৩০ নভেম্বরের জাতিসংঘ প্রস্তাবের নাম করে বস্তুত ব্রিটিশ ও মার্কিন মদদে ১৯৪৮ সালের ১৪ মে ফিলিস্তিনি ভূখণ্ডে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরিপ্রেক্ষিতেই ওই যুদ্ধের শুরু এবং একধরনের...
১ দিন আগেআইরিস মার্ডক ছিলেন দার্শনিক ও ঔপন্যাসিক, নৈতিকতার প্রশ্নকে যিনি নতুনভাবে ভেবেছিলেন। তাঁর মতে, নৈতিকতা মানে কেবল কর্তব্যবোধ, নিয়ম মানা বা আইনশৃঙ্খলার প্রতি আনুগত্য নয়।
১ দিন আগেআমাদের দৈনন্দিন কথোপকথনে অন্যতম ব্যবহৃত শব্দ হলো ‘বেতালা’। পরিস্থিতির প্রসঙ্গভেদে সাধারণত বেতালা শব্দটি আমরা কোনো ব্যক্তির চারিত্রিক বা আচরণগত কোনো দিকের প্রতি ইঙ্গিত করা অর্থে ব্যবহার করি।
১ দিন আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু একসময় হয়ে উঠেছিল বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক নেতৃত্ব তৈরির এক অমূল্য ক্ষেত্র। ষাটের দশকের গণ-আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এবং পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের দিনগুলোতেও...
১ দিন আগে