সম্পাদকীয়
বরবটিসহ বিভিন্ন সবজি চাষ করে একজন কৃষক সাবলম্বী হয়ে উঠেছেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুরের গিয়াসউদ্দিন এরই মধ্যে উপজেলার সেরা কৃষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। জীবনের প্রথম দিকে ভাগ্যান্বেষণে বিদেশ গিয়েছিলেন। কিন্তু সুবিধা করতে না পেরে দেশে ফিরে তিনি কৃষিকাজে মন দেন। নিজের জমিজমা ছিল না। অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ শুরু করেছিলেন। কৃষিকাজ করেই তিনি বদলে নিয়েছেন নিজের জীবন। ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। দুই মেয়ের বিয়ে দিয়েছেন।
বাড়িতে পাকা ঘর বানিয়েছেন। এখন তিনি নিজের জমিতেই বরবটি, টমেটো, লাউ, বেগুন, করলা, শসা চাষ করে অবস্থা ফিরিয়েছেন।
আশেপাশের অনেকেই গিয়াসউদ্দিনের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কৃষিকাজ আরম্ভ করে সুফল পেয়েছেন। গিয়াসউদ্দিন সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করেন। তাই তাঁর ফলানো সবজি বেশি স্বাদ হয়। কৃষি অফিসের লোকজনও তাঁকে বীজ, সার এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। তিনি নিজে আবার অন্য চাষিদের পরামর্শ ও উৎসাহ দিয়ে থাকেন। এভাবে সবজি চাষে উদ্বুদ্ধ হয়ে কেউ কেউ সংসারের অভাব দূর করতে সক্ষম হয়েছেন। গিয়াসউদ্দিন এ বছর ৪৫ শতাংশ জমিতে বরবটি চাষ করেছেন। ফলন বেশ ভালো হয়েছে। এতে তাঁর ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৭০-৮০ হাজার টাকার বরবটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
বরবটি আমিষসমৃদ্ধ একটি সবজি। সারা বছরই এই সবজি চাষ করা যায়। বরবটি চাষ করলে মাটির উর্রতাও বাড়ে। সব ধরনের মাটিতে বরবটি চাষ করা যায়, তবে দোঁয়াশ মাটিতেই ফলন বেশি হয়। বীজ বোনার দুই মাস পর ফসল আসে। কচি অবস্থাতেই বরবটি তোলা হয়। বেশি পুষ্ট হলে সবজি হিসেবে খাওয়ার অযোগ্য হয়ে যায়।
গিয়াসউদ্দিন মনে করেন, বরবটি যেহেতু সবারই পছন্দের সবজি, তাই বেশি করে বরবটি চাষ করলে তাঁর মতো আরও অনেকেই সংসার চালানো নিয়ে দুর্ভাবনা মুক্ত থাকতে পারবেন।
বরবটিসহ বিভিন্ন সবজি চাষ করে একজন কৃষক সাবলম্বী হয়ে উঠেছেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুরের গিয়াসউদ্দিন এরই মধ্যে উপজেলার সেরা কৃষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। জীবনের প্রথম দিকে ভাগ্যান্বেষণে বিদেশ গিয়েছিলেন। কিন্তু সুবিধা করতে না পেরে দেশে ফিরে তিনি কৃষিকাজে মন দেন। নিজের জমিজমা ছিল না। অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ শুরু করেছিলেন। কৃষিকাজ করেই তিনি বদলে নিয়েছেন নিজের জীবন। ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। দুই মেয়ের বিয়ে দিয়েছেন।
বাড়িতে পাকা ঘর বানিয়েছেন। এখন তিনি নিজের জমিতেই বরবটি, টমেটো, লাউ, বেগুন, করলা, শসা চাষ করে অবস্থা ফিরিয়েছেন।
আশেপাশের অনেকেই গিয়াসউদ্দিনের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কৃষিকাজ আরম্ভ করে সুফল পেয়েছেন। গিয়াসউদ্দিন সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করেন। তাই তাঁর ফলানো সবজি বেশি স্বাদ হয়। কৃষি অফিসের লোকজনও তাঁকে বীজ, সার এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। তিনি নিজে আবার অন্য চাষিদের পরামর্শ ও উৎসাহ দিয়ে থাকেন। এভাবে সবজি চাষে উদ্বুদ্ধ হয়ে কেউ কেউ সংসারের অভাব দূর করতে সক্ষম হয়েছেন। গিয়াসউদ্দিন এ বছর ৪৫ শতাংশ জমিতে বরবটি চাষ করেছেন। ফলন বেশ ভালো হয়েছে। এতে তাঁর ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৭০-৮০ হাজার টাকার বরবটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
বরবটি আমিষসমৃদ্ধ একটি সবজি। সারা বছরই এই সবজি চাষ করা যায়। বরবটি চাষ করলে মাটির উর্রতাও বাড়ে। সব ধরনের মাটিতে বরবটি চাষ করা যায়, তবে দোঁয়াশ মাটিতেই ফলন বেশি হয়। বীজ বোনার দুই মাস পর ফসল আসে। কচি অবস্থাতেই বরবটি তোলা হয়। বেশি পুষ্ট হলে সবজি হিসেবে খাওয়ার অযোগ্য হয়ে যায়।
গিয়াসউদ্দিন মনে করেন, বরবটি যেহেতু সবারই পছন্দের সবজি, তাই বেশি করে বরবটি চাষ করলে তাঁর মতো আরও অনেকেই সংসার চালানো নিয়ে দুর্ভাবনা মুক্ত থাকতে পারবেন।
বিতর্ক যাঁর নিত্যসঙ্গী, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ী থেকে রাষ্ট্রনায়ক বনে যাওয়া আশি ছুঁই ছুঁই এই ব্যক্তি এমন সব কর্মকাণ্ড করছেন, যেগুলো মার্কিন প্রেসিডেন্টদের চর্চিত ধ্রুপদি সংস্কৃতির সঙ্গে বেমানান। ট্রাম্প এমন অনেক নীতি গ্রহণ করছেন, যেগুলো যুক্তরাষ্ট্র বা তাঁর ঘোষিত লক্ষ্যের
১ দিন আগেদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর। আয়তন ১২৬ বর্গকিলোমিটার। হাওরের অবস্থান সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলায়। এই হাওর শুধু মিঠাপানির জলাভূমিই নয়; নয়নাভিরাম এবং জীববৈচিত্র্যের অন্যতম আধার। এ ছাড়া হাজার হাজার মানুষের জীবিকার উৎসস্থল এই হাওর।
১ দিন আগেবাংলাদেশে মাছ ধরতে জেলেরা এখন প্রাচীন পদ্ধতি আর ব্যবহার করছেন না। প্রায়ই দেখা যাচ্ছে বিষ প্রয়োগে মাছ শিকারের খবর। জেলেরা এক ধরনের অ্যালুমিনিয়াম ফসফাইড বা গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করছেন। এই ট্যাবলেট অত্যন্ত ক্ষতিকর। কেননা, এটি পানিতে ফেললে জলে থাকা সব মাছ তো মারা যায়ই, সঙ্গে মাটির নিচের মাছগুলোও
১ দিন আগেচুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা—এই প্রবাদকে সত্যে পরিণত করেছেন জনৈক চোর। মাওলানা ভাসানী সেতুর সড়কবাতির তার চুরি করার পর এবার তিনি চুরি করেছেন শতাধিক রিফ্লেক্টর লাইট। পাঠক, আপনাদের নিশ্চয়ই মনে আছে ২৫ আগস্ট, সোমবার আমরা গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুর তার চুরির প্রতিবেদন
১ দিন আগে