সম্পাদকীয়
অনেকেই মনে করেন, মানুষের মুখ মনের আয়না। মহাবিশ্ব প্রথমে মূর্ত হয় মানুষের মনে। মন মূর্তিমান হয় মুখে। আবার একটি গান আছে, ‘মুখ দেখে ভুল কোরো না, মুখ তো নয় মনের আয়না!’
একজন লিখেছেন—বাতাসের চঞ্চলতা, চাঁদের আলো, সূর্যের কিরণ, সমুদ্রের স্বপ্ন, পর্বতের নীরবতা—সবই রয়েছে মানুষের মুখে। সৃষ্টির মধ্যে সবচেয়ে রহস্যজনক হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে রহস্যজনক হচ্ছে তার মুখ।
মানুষের মুখে উপস্থিত গোটা মহাবিশ্ব। এত ক্ষুদ্র পরিসরে এত বিরাটের বিচিত্র প্রকাশ বিস্ময়কর! একই রকম দুটি মুখ নেই পৃথিবীতে। প্রতিটি মুখ থেকে বিচ্ছুরিত হয় একেক রকম শক্তির স্পন্দন। এক রহস্যময় জগৎ লুকিয়ে থাকে প্রতিটি মুখের অন্তরালে। মুখে হাসি মানে, সেই রহস্যময় অন্ধকার জগতে আলোর ঝিলিক।
মানবদেহ মাটি পানি অগ্নি বায়ু আকাশের মতোই প্রাচীন। মানুষের পা মাটির সঙ্গে সংযোগ রাখে। মুখ স্বাভাবিকভাবেই মাটির অধিরোহণ দেহের চূড়া।
মুখের নগ্নতা একদিকে জগৎ থেকে তথ্য ও শক্তি সঞ্চয় করে, অন্যদিকে ভেতরের জ্ঞান ও শক্তি জগতের কাছে তা প্রকাশ করে। মুখ হলো জীবন ও জগতের সন্ধিস্থল। এক জন অপরজনকে দেখছে মানে, তার মুখ দেখছে। মানুষ পছন্দ করে মুখ। ভালোবাসে মুখ। মানুষের হৃদয়ে ছাপ ফেলে মানুষের মুখ।
মানসপটে ভেসে ওঠে মুখচ্ছবি। মানবদেহের সবচেয়ে শিক্ষিত অঙ্গই হলো মুখ। সারা দেহ ঢাকা থাকে, কিন্তু মুখ থাকে উন্মুক্ত।
সেই মুখ এখন মুখোশ দিয়ে ঢেকে না রাখলে বেতের বাড়ি! জরিমানা!! জেলও হতে পারে। করোনাভাইরাসের কারণে এখন মানুষকে মুখই আবরণ দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। মাস্ক পরে মুখ ঢেকে নিরাপদ থাকার এই চেষ্টা অনেকের কাছেই অস্বস্তিকর। তারপরও জীবন আগে। তাই মুখ দেখে মানুষ চেনার চেয়ে মুখ ঢেকে জীবন বাঁচানোই শ্রেয়।
অনেকেই মনে করেন, মানুষের মুখ মনের আয়না। মহাবিশ্ব প্রথমে মূর্ত হয় মানুষের মনে। মন মূর্তিমান হয় মুখে। আবার একটি গান আছে, ‘মুখ দেখে ভুল কোরো না, মুখ তো নয় মনের আয়না!’
একজন লিখেছেন—বাতাসের চঞ্চলতা, চাঁদের আলো, সূর্যের কিরণ, সমুদ্রের স্বপ্ন, পর্বতের নীরবতা—সবই রয়েছে মানুষের মুখে। সৃষ্টির মধ্যে সবচেয়ে রহস্যজনক হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে রহস্যজনক হচ্ছে তার মুখ।
মানুষের মুখে উপস্থিত গোটা মহাবিশ্ব। এত ক্ষুদ্র পরিসরে এত বিরাটের বিচিত্র প্রকাশ বিস্ময়কর! একই রকম দুটি মুখ নেই পৃথিবীতে। প্রতিটি মুখ থেকে বিচ্ছুরিত হয় একেক রকম শক্তির স্পন্দন। এক রহস্যময় জগৎ লুকিয়ে থাকে প্রতিটি মুখের অন্তরালে। মুখে হাসি মানে, সেই রহস্যময় অন্ধকার জগতে আলোর ঝিলিক।
মানবদেহ মাটি পানি অগ্নি বায়ু আকাশের মতোই প্রাচীন। মানুষের পা মাটির সঙ্গে সংযোগ রাখে। মুখ স্বাভাবিকভাবেই মাটির অধিরোহণ দেহের চূড়া।
মুখের নগ্নতা একদিকে জগৎ থেকে তথ্য ও শক্তি সঞ্চয় করে, অন্যদিকে ভেতরের জ্ঞান ও শক্তি জগতের কাছে তা প্রকাশ করে। মুখ হলো জীবন ও জগতের সন্ধিস্থল। এক জন অপরজনকে দেখছে মানে, তার মুখ দেখছে। মানুষ পছন্দ করে মুখ। ভালোবাসে মুখ। মানুষের হৃদয়ে ছাপ ফেলে মানুষের মুখ।
মানসপটে ভেসে ওঠে মুখচ্ছবি। মানবদেহের সবচেয়ে শিক্ষিত অঙ্গই হলো মুখ। সারা দেহ ঢাকা থাকে, কিন্তু মুখ থাকে উন্মুক্ত।
সেই মুখ এখন মুখোশ দিয়ে ঢেকে না রাখলে বেতের বাড়ি! জরিমানা!! জেলও হতে পারে। করোনাভাইরাসের কারণে এখন মানুষকে মুখই আবরণ দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। মাস্ক পরে মুখ ঢেকে নিরাপদ থাকার এই চেষ্টা অনেকের কাছেই অস্বস্তিকর। তারপরও জীবন আগে। তাই মুখ দেখে মানুষ চেনার চেয়ে মুখ ঢেকে জীবন বাঁচানোই শ্রেয়।
বিতর্ক যাঁর নিত্যসঙ্গী, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ী থেকে রাষ্ট্রনায়ক বনে যাওয়া আশি ছুঁই ছুঁই এই ব্যক্তি এমন সব কর্মকাণ্ড করছেন, যেগুলো মার্কিন প্রেসিডেন্টদের চর্চিত ধ্রুপদি সংস্কৃতির সঙ্গে বেমানান। ট্রাম্প এমন অনেক নীতি গ্রহণ করছেন, যেগুলো যুক্তরাষ্ট্র বা তাঁর ঘোষিত লক্ষ্যের
১৭ ঘণ্টা আগেদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর। আয়তন ১২৬ বর্গকিলোমিটার। হাওরের অবস্থান সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলায়। এই হাওর শুধু মিঠাপানির জলাভূমিই নয়; নয়নাভিরাম এবং জীববৈচিত্র্যের অন্যতম আধার। এ ছাড়া হাজার হাজার মানুষের জীবিকার উৎসস্থল এই হাওর।
১৭ ঘণ্টা আগেবাংলাদেশে মাছ ধরতে জেলেরা এখন প্রাচীন পদ্ধতি আর ব্যবহার করছেন না। প্রায়ই দেখা যাচ্ছে বিষ প্রয়োগে মাছ শিকারের খবর। জেলেরা এক ধরনের অ্যালুমিনিয়াম ফসফাইড বা গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করছেন। এই ট্যাবলেট অত্যন্ত ক্ষতিকর। কেননা, এটি পানিতে ফেললে জলে থাকা সব মাছ তো মারা যায়ই, সঙ্গে মাটির নিচের মাছগুলোও
১৭ ঘণ্টা আগেচুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা—এই প্রবাদকে সত্যে পরিণত করেছেন জনৈক চোর। মাওলানা ভাসানী সেতুর সড়কবাতির তার চুরি করার পর এবার তিনি চুরি করেছেন শতাধিক রিফ্লেক্টর লাইট। পাঠক, আপনাদের নিশ্চয়ই মনে আছে ২৫ আগস্ট, সোমবার আমরা গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুর তার চুরির প্রতিবেদন
১৭ ঘণ্টা আগে