Ajker Patrika

এমনও হয়, হওয়াই উচিত

সম্পাদকীয়
আপডেট : ১১ মে ২০২১, ১২: ৩১
এমনও হয়, হওয়াই উচিত

কারও কারও কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, সন্দেহ-সংশয়ে ভ্রু কুঁচকেও তাকাতে পারেন কেউ কেউ। কিন্তু না, এটা সঠিক খবর—আমাদের দেশের একটি শিল্প গ্রুপ তার প্রতিষ্ঠানের কর্মীদের মূল বেতনের সমপরিমাণ একটি-দুটি নয় ১২টি বোনাস দিচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ভালো খবর এবং এমনটাই তো আসলে হওয়া উচিত। যাঁরা হাড়ভাঙা পরিশ্রম করেন, বাড়তি উৎপাদন করেন, মালিকের মুনাফার পরিমাণ বাড়িয়ে দেন—সেই শ্রমিক-কর্মচারীদের জন্য একটু সুবিধা দেওয়া তো আসলে উচিতই এবং তা ন্যায্য কাজ। তবে আমাদের দেশে এই উচিত ও ন্যায্য কাজটি বেশির ভাগ মালিক বা নিয়োগকারী কর্তৃপক্ষ করে না, করতে চায় না।

শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা, নানা অজুহাতে বেতন-ভাতা কমিয়ে দেওয়া, ছাঁটাই করা, অতিরিক্ত সময় কাজের জন্য অতিরিক্ত মজুরি না দেওয়া, নারী শ্রমিকদের জন্য মজুরি বৈষম্য—ইত্যাদি খবরই আমরা পড়তে, শুনতে অভ্যস্ত হয়ে উঠেছি। এই সময় একটি ব্যতিক্রমী খবর পাওয়া গেছে দেশের একটি শিল্প গ্রুপের কাছ থেকে। পিএইচপি নামের এই শিল্প গ্রুপের ২৭টি প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার কর্মীকে এ বছর নিয়মিত বোনাসের বাইরে ১০টি বাড়তি বোনাস দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের এই সময় প্রাথমিকভাবে কিছুটা হোঁচট খেলেও পিএইচপি গ্রুপের কর্মীরা উৎপাদন অব্যাহত রেখে, নতুন পণ্য উৎপাদন করে এবং কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে নতুন উদাহরণ তৈরি করতে সক্ষম হয়েছে। পিএইচপি পরিবারের একজন কর্মকর্তা বলেছেন, কর্মীরাই প্রতিষ্ঠানের সব। তাঁরা যদি ভালো থাকেন, তাহলে প্রতিষ্ঠানও ভালো থাকবে। করোনার দুঃসময়ে কর্মীরা নিজেদের উজাড় করে প্রতিষ্ঠানের পাশে থাকায় মালিকপক্ষ অনুপ্রাণিত হয়েছে। পিএইচপি প্রতি মাসে গ্রুপের কর্মীদের বেতন-ভাতাবাবদ ব্যয় হয় প্রায় সাড়ে ১৪ কোটি টাকা। গ্রুপটির বার্ষিক টার্নওভারের পরিমাণ ৩ হাজার কোটি টাকা।

শিল্পায়নে নতুন নতুন উদাহরণ তৈরিতে এই গ্রুপটি সাফল্য দেখাতে পারছে কর্মীদের ঐকান্তিক সহযোগিতার কারণেই। অন্যদিকে মালিকপক্ষও কর্মীদের পাশে থেকে তাঁদের মনোবল অটুট রাখতে কোনো কার্পণ্য করে না। আমাদের দেশে শ্রমিকদের প্রতি মালিকেরা একটু দরদি হলে অসম্ভবকেও যে সম্ভব করা যায়, তার নজির পিএইচপি গ্রুপ এর মধ্যেই স্থাপন করেছে। এই সহমর্মিতার ধারা পোশাকশিল্পসহ সব কলকারখানা, প্রতিষ্ঠানে সম্প্রসারিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত