নেপাল পরিস্থিতি ও বর্তমান বিশ্ব
রাজিউল হাসান
যাঁরা হরর বা ভয়ের চলচ্চিত্র পছন্দ করেন, তাঁরা সম্ভবত এ ধরনের চলচ্চিত্রের একটি প্যাটার্ন বুঝতে পারেন। বিশেষ করে প্রেতাত্মানির্ভর সিনেমাগুলোয় এই প্যাটার্ন খুব স্পষ্ট। গল্প আর প্রেক্ষাপট যা-ই হোক না কেন, এসব চলচ্চিত্রে ঘাড়ে চেপে বসা প্রেতাত্মাকে বিদায় করতে গিয়ে রোগী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যায়। এমনকি যারা প্রেতাত্মা ছাড়াতে উঠেপড়ে লাগে, তাদের জীবনও বিপন্ন হয়ে ওঠে।
বাস্তব জীবনেও কিন্তু মানুষের ঘাড়ে ‘প্রেতাত্মা’ চেপে বসে। সেই ‘প্রেতাত্মার’ নাম স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা। এই শাসনব্যবস্থা জনগণের ঘাড়ে এমনভাবে চেপে বসে যে, তাকে বিদায় করতে বিক্ষোভে নামতে হয়, রক্তে রঞ্জিত হয় রাজপথ। এর উদাহরণ আমরা শ্রীলঙ্কায় দেখেছি, অতিসম্প্রতি নেপালেও দেখলাম। নেপালের ক্ষেত্রে অবশ্য সরাসরি বলে দেওয়া যায় না যে সেখানে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ভিত্তি গেড়ে বসেছিল। তবে শাসনব্যবস্থা ক্রমেই স্বৈরতান্ত্রিক হয়ে উঠছিল—এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ, সেখানেও কণ্ঠরোধের চেষ্টা হয়েছে। কিন্তু সে চেষ্টাই আগুনে ঘি ঢেলেছে, সরকারের পতন ঘটেছে।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশে বিগত এক শতাব্দীতে চেপে বসা স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থাগুলোর উপসর্গ কিন্তু একই রকম। ক্ষমতাসীন রাজনীতিকেরা ক্ষমতা চিরস্থায়ী করতে দমন-পীড়নের নানা কৌশল আঁটেন, বিরুদ্ধমত ও বিরোধী দল দমনে উঠেপড়ে লাগেন। এই কাজ করতে গিয়ে একটা পর্যায়ে দুর্নীতিতে ছেয়ে যায় পুরো দেশ, ধসে পড়ে অর্থনীতি। একদিকে সাধারণ মানুষের নাভিশ্বাস, অন্যদিকে রাজনীতিক ও সরকারের নিয়ন্ত্রক মন্ত্রী-এমপি-আমলা ও তাঁদের পরিবারের বিলাসবহুল জীবন প্রকট আকারে প্রকাশ্যে আসতে থাকে। এই অবস্থায় সরকার কণ্ঠরোধের পথ বেছে নেয়। প্রথমেই সে সংবাদমাধ্যমের টুঁটি চেপে ধরে, সমালোচকদের কণ্ঠরোধ করে। এ কাজ করতে গিয়ে গুম-খুন বেড়ে যায়। জনগণ ও রাষ্ট্রকে সুরক্ষা দিতে প্রণীত আইন ব্যবহৃত হয় জনগণকে দমনে।
গত তিন দশকে অবশ্য টুঁটি চেপে ধরা কিছুটা কঠিন হয়ে পড়েছে। কারণ, পুরো বিশ্বই এখন ইন্টারনেটের আওতায়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কল্যাণে মানুষ এখন অনেকটাই বিশ্ব নাগরিক। সেখানে তাৎক্ষণিক নিজের মতামত প্রকাশ করা যাচ্ছে, বিভিন্ন ঘটনার প্রমাণ হিসেবে ছবি-ভিডিও প্রকাশ করে ছড়িয়ে দেওয়া যাচ্ছে। কাজেই স্বৈরাচার হয়ে ওঠা সরকারব্যবস্থাকে সংবাদমাধ্যমের পাশাপাশি ইন্টারনেটেরও টুঁটি চেপে ধরতে হচ্ছে। বিক্ষোভ দমনের এখন প্রধানতম হাতিয়ার হয়ে উঠেছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া।
অতিসম্প্রতি নেপালেও আমরা একই ধরনের উপসর্গ প্রত্যক্ষ করলাম। দুর্নীতিতে এতটাই ছেয়ে গিয়েছিল দেশটি যে সাধারণ মানুষের না খেয়ে থাকার উপক্রম হয়েছিল। এ কারণে দুর্নীতির বিরুদ্ধে মানুষ কথা বলতে শুরু করেছিল। কিন্তু সরকার কণ্ঠরোধের পথ বেছে নিয়েছিল। মাত্র সাত দিন নিবন্ধনের সময় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধের কৌশল নিয়েছিল তারা। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে না পারায় বেশির ভাগ সামাজিক মাধ্যম বন্ধও করে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে ফল উল্টো হয়েছে। ফুঁসে উঠেছে জেন-জি। তাদের সঙ্গে যোগ দিয়েছিল সাধারণ মানুষও। বিক্ষোভ এতটাই ব্যাপক হয়ে উঠেছিল যে বাধ্য হয়ে পদত্যাগ করতে শুরু করেন মন্ত্রীরা। একটা পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় সরকারকে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এমনকি পদত্যাগের পর জীবন বাঁচাতে তাঁকে আত্মগোপনও করতে হয়েছে।
দক্ষিণ এশিয়ায় প্রথমে শ্রীলঙ্কা, তারপর নানা ঘটনাপ্রবাহের পর নেপালে প্রায় একই ধরনের ঘটনা ঘটল। এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়। অনেকেই হয়তো ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবেন। কিন্তু মোটা দাগে স্বীকার করতেই হবে, ক্ষমতা চিরস্থায়ী করার ক্ষেত্রে কণ্ঠরোধের কৌশল আর কাজে আসছে না। কারণ, এখনকার তরুণেরা জেন-জি প্রজন্ম। এই প্রজন্ম হয়তো স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটারে মুখ গুঁজে থাকে, আগের মতো রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ায় না, তাই বলে এরা যে রাজনীতির বিষয়ে অসচেতন, তা বলা যাবে না। বরং এই প্রজন্ম ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কল্যাণে আগের যেকোনো প্রজন্মের তুলনায় অনেক বেশি বিশ্ব নাগরিক। এই প্রজন্মের কণ্ঠরোধের চেষ্টা মানেই রাজনৈতিক আত্মহনন। এ ক্ষেত্রে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে রাজনীতিকদের প্রকৃত অর্থেই এখন জনমানুষের বন্ধু হতে হবে। দুর্নীতির মাধ্যমে আখের গোছানোর স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসার পরিকল্পনা বাদ দিতে হবে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, যাঁদের আমরা আমলা বলে চিনি, তাঁদেরও তোষামোদের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে স্বৈরাচার হয়ে ওঠার পথ রচনার সংস্কৃতি থেকে সরে আসতে হবে।
তবে একটি কথা না বললেই নয়। নেপালে আমরা ভয়ংকর কিছু বিষয় প্রত্যক্ষ করেছি। যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি দপ্তর আক্রান্ত হয়েছে। নষ্ট করা হয়েছে প্রচুর নথিপত্র। সর্বোচ্চ আদালতসহ সব আদালতে আক্রমণ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এতে পুড়ে গেছে সব নথিপত্র। এতে আদতে রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে দেশটির বিচারব্যবস্থা।
অথচ শ্রীলঙ্কায় কী ঘটেছে? সেখানে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকেছেন, প্রেসিডেন্টের বিছানায় গড়াগড়ি করে ছবি তুলেছেন, সুইমিংপুলে সাঁতার কেটেছেন, কিন্তু নষ্ট করেননি কিছুই। হুড়মুড় করে ঢুকে পড়লেও তারা বেরিয়ে এসেছেন ঠিকঠাক শান্তিপূর্ণভাবে। বিক্ষোভের মুখে দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের পর সাধারণ মানুষ নিজ নিজ স্বাভাবিক জীবনে ফিরে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার প্রথমেই মনোযোগ দিয়েছে দেশের অর্থনীতি পুনর্গঠনে। তিন বছর আগে যেখানে দেশটির মূল্যস্ফীতি ছিল রেকর্ড ৬৭ দশমিক ৪০ শতাংশ (২০২২ সালের সেপ্টেম্বরের হিসাব), সেখানে এখন মূল্যস্ফীতি ঋণাত্মক। অর্থাৎ ভোগ্যপণ্য ও সেবার আর্থিক মূল্য কমছে। সরকার এখন চেষ্টা করছে ঋণাত্মক মূল্যস্ফীতির আবর্ত থেকে বেরিয়ে আসতে। কারণ, উচ্চ মূল্যস্ফীতি যেমন অর্থনীতির জন্য হুমকি, একইভাবে ঋণাত্মক মূল্যস্ফীতিও ক্ষতিকর।
নেপালে বিক্ষোভের মুখে সরকার পতন ঘটেছে মাত্র কয়েক দিন হলো। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারপর দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে কারফিউ তুলে নেওয়া হয়েছে, সাধারণ মানুষ ফিরেছে ঘরে। এখন দেখার বিষয়, সামনে কী ঘটে।
শ্রীলঙ্কা, নেপালের ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এ কথা মানতেই হবে যে ক্ষমতা আঁকড়ে রাখতে কণ্ঠরোধের কৌশল এখন আর কাজে আসছে না। কারণ, জেন-জি প্রজন্ম জাতীয় সীমানার গণ্ডিতে আটকে নেই। তারা তাদের কণ্ঠ সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় লেখা, ছবি আর ভিডিওর মাধ্যমে। এখন কণ্ঠরোধ মানেই জেন-জির বিশ্ব নাগরিক হওয়ার পথে বাধা সৃষ্টি। আর তার পরিণাম কী—তা এখন আমরা সবাই জানি।
লেখক: সাংবাদিক
যাঁরা হরর বা ভয়ের চলচ্চিত্র পছন্দ করেন, তাঁরা সম্ভবত এ ধরনের চলচ্চিত্রের একটি প্যাটার্ন বুঝতে পারেন। বিশেষ করে প্রেতাত্মানির্ভর সিনেমাগুলোয় এই প্যাটার্ন খুব স্পষ্ট। গল্প আর প্রেক্ষাপট যা-ই হোক না কেন, এসব চলচ্চিত্রে ঘাড়ে চেপে বসা প্রেতাত্মাকে বিদায় করতে গিয়ে রোগী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যায়। এমনকি যারা প্রেতাত্মা ছাড়াতে উঠেপড়ে লাগে, তাদের জীবনও বিপন্ন হয়ে ওঠে।
বাস্তব জীবনেও কিন্তু মানুষের ঘাড়ে ‘প্রেতাত্মা’ চেপে বসে। সেই ‘প্রেতাত্মার’ নাম স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা। এই শাসনব্যবস্থা জনগণের ঘাড়ে এমনভাবে চেপে বসে যে, তাকে বিদায় করতে বিক্ষোভে নামতে হয়, রক্তে রঞ্জিত হয় রাজপথ। এর উদাহরণ আমরা শ্রীলঙ্কায় দেখেছি, অতিসম্প্রতি নেপালেও দেখলাম। নেপালের ক্ষেত্রে অবশ্য সরাসরি বলে দেওয়া যায় না যে সেখানে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ভিত্তি গেড়ে বসেছিল। তবে শাসনব্যবস্থা ক্রমেই স্বৈরতান্ত্রিক হয়ে উঠছিল—এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ, সেখানেও কণ্ঠরোধের চেষ্টা হয়েছে। কিন্তু সে চেষ্টাই আগুনে ঘি ঢেলেছে, সরকারের পতন ঘটেছে।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশে বিগত এক শতাব্দীতে চেপে বসা স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থাগুলোর উপসর্গ কিন্তু একই রকম। ক্ষমতাসীন রাজনীতিকেরা ক্ষমতা চিরস্থায়ী করতে দমন-পীড়নের নানা কৌশল আঁটেন, বিরুদ্ধমত ও বিরোধী দল দমনে উঠেপড়ে লাগেন। এই কাজ করতে গিয়ে একটা পর্যায়ে দুর্নীতিতে ছেয়ে যায় পুরো দেশ, ধসে পড়ে অর্থনীতি। একদিকে সাধারণ মানুষের নাভিশ্বাস, অন্যদিকে রাজনীতিক ও সরকারের নিয়ন্ত্রক মন্ত্রী-এমপি-আমলা ও তাঁদের পরিবারের বিলাসবহুল জীবন প্রকট আকারে প্রকাশ্যে আসতে থাকে। এই অবস্থায় সরকার কণ্ঠরোধের পথ বেছে নেয়। প্রথমেই সে সংবাদমাধ্যমের টুঁটি চেপে ধরে, সমালোচকদের কণ্ঠরোধ করে। এ কাজ করতে গিয়ে গুম-খুন বেড়ে যায়। জনগণ ও রাষ্ট্রকে সুরক্ষা দিতে প্রণীত আইন ব্যবহৃত হয় জনগণকে দমনে।
গত তিন দশকে অবশ্য টুঁটি চেপে ধরা কিছুটা কঠিন হয়ে পড়েছে। কারণ, পুরো বিশ্বই এখন ইন্টারনেটের আওতায়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কল্যাণে মানুষ এখন অনেকটাই বিশ্ব নাগরিক। সেখানে তাৎক্ষণিক নিজের মতামত প্রকাশ করা যাচ্ছে, বিভিন্ন ঘটনার প্রমাণ হিসেবে ছবি-ভিডিও প্রকাশ করে ছড়িয়ে দেওয়া যাচ্ছে। কাজেই স্বৈরাচার হয়ে ওঠা সরকারব্যবস্থাকে সংবাদমাধ্যমের পাশাপাশি ইন্টারনেটেরও টুঁটি চেপে ধরতে হচ্ছে। বিক্ষোভ দমনের এখন প্রধানতম হাতিয়ার হয়ে উঠেছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া।
অতিসম্প্রতি নেপালেও আমরা একই ধরনের উপসর্গ প্রত্যক্ষ করলাম। দুর্নীতিতে এতটাই ছেয়ে গিয়েছিল দেশটি যে সাধারণ মানুষের না খেয়ে থাকার উপক্রম হয়েছিল। এ কারণে দুর্নীতির বিরুদ্ধে মানুষ কথা বলতে শুরু করেছিল। কিন্তু সরকার কণ্ঠরোধের পথ বেছে নিয়েছিল। মাত্র সাত দিন নিবন্ধনের সময় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধের কৌশল নিয়েছিল তারা। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে না পারায় বেশির ভাগ সামাজিক মাধ্যম বন্ধও করে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে ফল উল্টো হয়েছে। ফুঁসে উঠেছে জেন-জি। তাদের সঙ্গে যোগ দিয়েছিল সাধারণ মানুষও। বিক্ষোভ এতটাই ব্যাপক হয়ে উঠেছিল যে বাধ্য হয়ে পদত্যাগ করতে শুরু করেন মন্ত্রীরা। একটা পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় সরকারকে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এমনকি পদত্যাগের পর জীবন বাঁচাতে তাঁকে আত্মগোপনও করতে হয়েছে।
দক্ষিণ এশিয়ায় প্রথমে শ্রীলঙ্কা, তারপর নানা ঘটনাপ্রবাহের পর নেপালে প্রায় একই ধরনের ঘটনা ঘটল। এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়। অনেকেই হয়তো ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবেন। কিন্তু মোটা দাগে স্বীকার করতেই হবে, ক্ষমতা চিরস্থায়ী করার ক্ষেত্রে কণ্ঠরোধের কৌশল আর কাজে আসছে না। কারণ, এখনকার তরুণেরা জেন-জি প্রজন্ম। এই প্রজন্ম হয়তো স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটারে মুখ গুঁজে থাকে, আগের মতো রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ায় না, তাই বলে এরা যে রাজনীতির বিষয়ে অসচেতন, তা বলা যাবে না। বরং এই প্রজন্ম ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কল্যাণে আগের যেকোনো প্রজন্মের তুলনায় অনেক বেশি বিশ্ব নাগরিক। এই প্রজন্মের কণ্ঠরোধের চেষ্টা মানেই রাজনৈতিক আত্মহনন। এ ক্ষেত্রে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে রাজনীতিকদের প্রকৃত অর্থেই এখন জনমানুষের বন্ধু হতে হবে। দুর্নীতির মাধ্যমে আখের গোছানোর স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসার পরিকল্পনা বাদ দিতে হবে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, যাঁদের আমরা আমলা বলে চিনি, তাঁদেরও তোষামোদের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে স্বৈরাচার হয়ে ওঠার পথ রচনার সংস্কৃতি থেকে সরে আসতে হবে।
তবে একটি কথা না বললেই নয়। নেপালে আমরা ভয়ংকর কিছু বিষয় প্রত্যক্ষ করেছি। যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি দপ্তর আক্রান্ত হয়েছে। নষ্ট করা হয়েছে প্রচুর নথিপত্র। সর্বোচ্চ আদালতসহ সব আদালতে আক্রমণ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এতে পুড়ে গেছে সব নথিপত্র। এতে আদতে রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে দেশটির বিচারব্যবস্থা।
অথচ শ্রীলঙ্কায় কী ঘটেছে? সেখানে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকেছেন, প্রেসিডেন্টের বিছানায় গড়াগড়ি করে ছবি তুলেছেন, সুইমিংপুলে সাঁতার কেটেছেন, কিন্তু নষ্ট করেননি কিছুই। হুড়মুড় করে ঢুকে পড়লেও তারা বেরিয়ে এসেছেন ঠিকঠাক শান্তিপূর্ণভাবে। বিক্ষোভের মুখে দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের পর সাধারণ মানুষ নিজ নিজ স্বাভাবিক জীবনে ফিরে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার প্রথমেই মনোযোগ দিয়েছে দেশের অর্থনীতি পুনর্গঠনে। তিন বছর আগে যেখানে দেশটির মূল্যস্ফীতি ছিল রেকর্ড ৬৭ দশমিক ৪০ শতাংশ (২০২২ সালের সেপ্টেম্বরের হিসাব), সেখানে এখন মূল্যস্ফীতি ঋণাত্মক। অর্থাৎ ভোগ্যপণ্য ও সেবার আর্থিক মূল্য কমছে। সরকার এখন চেষ্টা করছে ঋণাত্মক মূল্যস্ফীতির আবর্ত থেকে বেরিয়ে আসতে। কারণ, উচ্চ মূল্যস্ফীতি যেমন অর্থনীতির জন্য হুমকি, একইভাবে ঋণাত্মক মূল্যস্ফীতিও ক্ষতিকর।
নেপালে বিক্ষোভের মুখে সরকার পতন ঘটেছে মাত্র কয়েক দিন হলো। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারপর দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে কারফিউ তুলে নেওয়া হয়েছে, সাধারণ মানুষ ফিরেছে ঘরে। এখন দেখার বিষয়, সামনে কী ঘটে।
শ্রীলঙ্কা, নেপালের ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এ কথা মানতেই হবে যে ক্ষমতা আঁকড়ে রাখতে কণ্ঠরোধের কৌশল এখন আর কাজে আসছে না। কারণ, জেন-জি প্রজন্ম জাতীয় সীমানার গণ্ডিতে আটকে নেই। তারা তাদের কণ্ঠ সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় লেখা, ছবি আর ভিডিওর মাধ্যমে। এখন কণ্ঠরোধ মানেই জেন-জির বিশ্ব নাগরিক হওয়ার পথে বাধা সৃষ্টি। আর তার পরিণাম কী—তা এখন আমরা সবাই জানি।
লেখক: সাংবাদিক
হঠাৎ জ্বলে ওঠা নেপালের জেনারেশন জেড বিদ্রোহ যেমন দ্রুতই থেমে গেছে, তেমনি এটি একেবারেই অপ্রত্যাশিত ছিল না। বরং এর অভিঘাত ভবিষ্যতের রাজনীতিকে স্পষ্টভাবে প্রভাবিত করবে। নেপালের সাম্প্রতিক ইতিহাস বলছে, প্রতিটি আন্দোলনই রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তুলেছে।
৭ ঘণ্টা আগেজে পি মর্গ্যানের হিসাব অনুযায়ী, আগস্টে বিভিন্ন দেশের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের গড় শুল্কহার দাঁড়িয়েছে ১৫.৮ শতাংশ। এর মধ্যে কানাডিয়ান পণ্যের ওপর ৩৫ শতাংশ, দক্ষিণ আফ্রিকার ৩০ শতাংশ এবং ভিয়েতনামের ২০ শতাংশ শুল্কও আছে। সর্বশেষ যে গড় কার্যকর শুল্কহার দাঁড়িয়েছে, তা ২০২৪ সালের শেষের দিকে ২.৩ শতাংশ...
৮ ঘণ্টা আগেদেশের মধ্যে নানা নেতিবাচক সংবাদের ভিড়ে কিছু সংবাদ আসলেই মন ভালো করে দেয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষ থেকে ভারতবর্ষের কিংবদন্তি গায়ক শচীন দেববর্মনের পৈতৃক বাড়ি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগেদেশে মনে হয় সাহিত্যচর্চা ভালোই চলছে; বিশেষ করে রাজশাহীর বিভিন্ন জেলায়—অন্তত পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের লেখা বইগুলো তো তা-ই বলে। পুলিশের চাকরির সুবাদে অভিজ্ঞতা অর্জন করলেই লেখা যায় তদন্ত, আইনকানুন, নিয়মনীতি ও প্রশিক্ষণবিষয়ক বই। তাঁরা দায়িত্বের ফাঁকে এসব বই লেখেন, আর সেসব নাকি শত শত ক্রেতা...
১ দিন আগে