Ajker Patrika

শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে

জিয়াউল কবির দুলু
আপডেট : ১২ আগস্ট ২০২১, ১১: ০২
শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে

আঠারো মাস ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর ফলে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে ছোটরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এক ডোজ টিকা দিয়েও যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা ক্লাস শুরু করতে পারবে। একটা ধাপ এগোতে পারবে। সরকার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে আমরা সেটাকে স্বাগত জানাব।

শিক্ষার্থীদের টিকা দিতে তেমন কোনো বেগ পেতে হবে না। কারণ শ্রেণিকক্ষে সুশৃঙ্খলভাবে তাদের টিকা দেওয়া যাবে। এ ক্ষেত্রে বিদ্যালয়ভিত্তিক টিকা দেওয়ার ব্যবস্থা করা উচিত। কারণ প্রত্যেক বিদ্যালয়েই শিক্ষার্থীদের তালিকা আছে। কাকে কবে টিকা দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে সেসব তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকাংশেরই যেহেতু টিকা নেওয়া হয়ে গেছে, তাই বিশ্ববিদ্যালয়গুলো এখন খুলে দেওয়া যেতেই পারে।

টিকা না দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়ে পড়তে পারে। এটা বিপদ ডেকে আনতে পারে। তাই টিকা যদি কম থাকে, সব শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে টিকা দেওয়া যদি সম্ভব না হয়, তাহলে আমাদের আবেদন থাকবে অন্ততপক্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের যেন আগে টিকার দেওয়ার ব্যবস্থা করা হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী প্রায় ৪০ লাখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত