Ajker Patrika

ভবন নির্মাণের তথ্য সিটি করপোরেশনকে জানাতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৫: ৪৯
ভবন নির্মাণের তথ্য সিটি করপোরেশনকে জানাতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

মেট্রোপলিটন এলাকায় ভবন নির্মাণে সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতি নয়, ভবন নির্মাণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার এক আন্তমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তাজুল বলেন, ‘রাজউক থেকে ভবনের নকশা ও স্থাপত্যবিষয়ক বিষয়গুলোর অনুমোদন নিতে হবে। আর ওই ভবন কোন স্থানে করা হচ্ছে সে বিষয়ে সিটি করপোরেশনকে অবহিত করতে হবে।’

গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সভায় তাজুল ইসলাম বলেছিলেন, যেকোনো অবকাঠামো নির্মাণের আগে রাজউকের পাশাপাশি দুই সিটি করপোরেশনের অনুমোদন নিতে হবে। অনুমোদন পেতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে মেয়রদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছিলেন তিনি। গত ১৯ ফেব্রুয়ারি রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে ঢাকায় ভবন নির্মাণে রাজউক কিংবা সিটি করপোরেশনের মধ্যে যেকোনো একটি সংস্থাকে অনুমোদনকারী কর্তৃপক্ষ রাখার দাবি জানায়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন থেকে ভবনের আর্কিটেকচারাল বা স্ট্রাকচারাল ডিজাইনের জন্য পারমিশন নিতে হবে না। ওই বিল্ডিং নির্ধারিত জায়গায় নির্মাণ করা হচ্ছে কি না; ভবনটির যে প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে কি না, তা যদি কেউ দেখাশোনা না করে, তাহলে কি শহর বসবাসের উপযোগী থাকবে? এ জন্য ভবন নির্মাণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করতে হবে।’

অনেকে খাল দখল করে ভবন নির্মাণ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এমন হলে আমরা তখন সিটি করপোরেশনকে ধরতে পারব। তাদের কাছে জবাব চাইতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত