Ajker Patrika

আরও ২ উপদেষ্টার মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৯: ৪৪
আরও ২ উপদেষ্টার মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টার মন্ত্রণালয় বণ্টন করা হয়েছে। সাবেক কূটনীতিক সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম ও ডা. বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁদের মন্ত্রণালয় বণ্টন করা হয়। 

এর আগে দুপুর ১২টার পর বঙ্গভবনের দরবার হলে দুই উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিয়োগ পাওয়া ১৬ উপদেষ্টার মধ্যে শুধু ফারুক-ই-আজম শপথ নেওয়ার বাকি থাকলেন। 

৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ আরও ১৩ উপদেষ্টা শপথ নেন। 

সুপ্রদীপ চাকমা
সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। তাঁর জন্ম ১৯৬১ সালে খাগড়াছড়ির কমলছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা। এ ছাড়া রাবাত, ব্রাসেলস, আঙ্কারা ও কলম্বোয় বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন। 

বিধান রঞ্জন রায়
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জ সরকারি জুবিলি হাইস্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত