Ajker Patrika

শনিবার আসছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১: ৪৭
শনিবার আসছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা

করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশি জনগণের পাশে থাকতে আরও ১০ লাখ টাকা উপহার দেবে চীন। দ্রুতই এ টিকা বাংলাদেশে পাঠানো হবে। 

শুক্রবার সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কাউন্সিলর হুয়া লং ইয়ান। স্ট্যাটাসে তিনি বলেন, মহামারি বিরোধী লড়াইয়ে চীন বাংলাদেশি ভাই ও বোনদের আরও ১ মিলিয়ন (১০ লাখ) ভ্যাকসিন উপহার দেবে। 

দারিদ্র্য বিমোচনে সব সময় চীন বাংলাদেশ সরকারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। 

এদিকে চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় আসবে আগামীকাল শনিবার রাতে। আজকের পত্রিকাকে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক। 

তিনি বলেন, আগামীকাল রাত ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে টিকা। 

সিনোফার্মের কাছ থেকে কেনা দেড় কোটি ডোজ টিকা তিন মাসের মধ্যে দেশে আসার কথা। গত ৩ ও ৪ জুলাই চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। 
 
এ ছাড়াও দুই দফায় চীন থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত