নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্ট আন্দোলনের পর পুলিশ যেই ভঙ্গুর অবস্থায় ছিল সেখান থেকে গত এক বছরে অনেকটাই পরিবর্তন হয়েছে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য পুলিশের সক্ষমতা তৈরি করা এবং ‘ফ্যাসিস্টদের’ মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আইজিপি বলেন, এমন একটি বিপ্লবের পরে পুলিশ তাদের স্টেশন ত্যাগ করেছে। সেখান থেকে পুলিশ আজকের অবস্থানে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। আমরা চাচ্ছি, অন্তত নির্বাচনটাকে নিরপেক্ষ ও উৎসবমুখর করার জন্য আমাদের যেই সক্ষমতা সেই সক্ষমতায় আমরা পৌঁছে যাই। আমার বিশ্বাস আমরা সেটা পারব। এই যে আমার করতে পারার যেই প্রচেষ্টা সেটা করতে পারাটা, এটা সফল হওয়া, এই জায়গাটাই আমি চ্যালেঞ্জ মনে করছি। আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না। আমি এই চ্যালেঞ্জগুলো নিয়েই সামনে এগিয়ে যাব এবং আমি সফল হব।
নির্বাচন চ্যালেঞ্জ হওয়ার পেছনে কী শক্তি রয়েছে—এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘কোন শক্তি সেটা আমি এখন বলতে পারব না। এখানে অনেক লোক, অনেক দল ও গোষ্ঠী রয়েছে। যারা পরাজিত ফ্যাসিস্ট তারা অবশ্যই একটা দল। এই দলের যারা সদস্য, সমর্থক, তারা তো অবশ্যই স্বাভাবিকভাবেই একটি বিরোধী শক্তি।’
খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও একটি গোষ্ঠী এই ইস্যুটিতে বড় করার চেষ্টা করছে। কেন করছে তা আমরা জানি না।’
বৈষমবিরোধী আন্দোলনের মামলার অগ্রগতির বিষয়ে পুলিশপ্রধান বলেন, ১ হাজার ৭৬০টি মামলার মধ্যে ৫৫টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে ১৮টি হত্যা মামলায় ১ হাজার ৯৪১ জন আসামি। বাকি ৩৭টি অন্যান্য মামলা যেখানে আসামি ২ হাজার ১৮১ জন। গত এক বছরে ৫৫টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে।
বাকিগুলোর চার্জশিট দিতে কত সময় লাগবে তা নিয়ে হতাশা প্রকাশ করেন আইজিপি। বৈষম্যবিরোধী মামলার মধ্যে মোট ৭৬৬টি হত্যা মামলা হয়েছে বলেও জানান পুলিশপ্রধান।
পরে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অতিরিক্ত আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ বলেন, সারা দেশে ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। তারা আগামী নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালন করবে। আমরা খুবই আত্মবিশ্বাসী ভালো একটি নির্বাচন করতে পারব।
দেশে বর্তমানে ২ লাখ ৩ হাজার পুলিশ সদস্য রয়েছে। এর মধ্যে দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
জুলাই-আগস্ট আন্দোলনের পর পুলিশ যেই ভঙ্গুর অবস্থায় ছিল সেখান থেকে গত এক বছরে অনেকটাই পরিবর্তন হয়েছে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য পুলিশের সক্ষমতা তৈরি করা এবং ‘ফ্যাসিস্টদের’ মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আইজিপি বলেন, এমন একটি বিপ্লবের পরে পুলিশ তাদের স্টেশন ত্যাগ করেছে। সেখান থেকে পুলিশ আজকের অবস্থানে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। আমরা চাচ্ছি, অন্তত নির্বাচনটাকে নিরপেক্ষ ও উৎসবমুখর করার জন্য আমাদের যেই সক্ষমতা সেই সক্ষমতায় আমরা পৌঁছে যাই। আমার বিশ্বাস আমরা সেটা পারব। এই যে আমার করতে পারার যেই প্রচেষ্টা সেটা করতে পারাটা, এটা সফল হওয়া, এই জায়গাটাই আমি চ্যালেঞ্জ মনে করছি। আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না। আমি এই চ্যালেঞ্জগুলো নিয়েই সামনে এগিয়ে যাব এবং আমি সফল হব।
নির্বাচন চ্যালেঞ্জ হওয়ার পেছনে কী শক্তি রয়েছে—এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘কোন শক্তি সেটা আমি এখন বলতে পারব না। এখানে অনেক লোক, অনেক দল ও গোষ্ঠী রয়েছে। যারা পরাজিত ফ্যাসিস্ট তারা অবশ্যই একটা দল। এই দলের যারা সদস্য, সমর্থক, তারা তো অবশ্যই স্বাভাবিকভাবেই একটি বিরোধী শক্তি।’
খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও একটি গোষ্ঠী এই ইস্যুটিতে বড় করার চেষ্টা করছে। কেন করছে তা আমরা জানি না।’
বৈষমবিরোধী আন্দোলনের মামলার অগ্রগতির বিষয়ে পুলিশপ্রধান বলেন, ১ হাজার ৭৬০টি মামলার মধ্যে ৫৫টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে ১৮টি হত্যা মামলায় ১ হাজার ৯৪১ জন আসামি। বাকি ৩৭টি অন্যান্য মামলা যেখানে আসামি ২ হাজার ১৮১ জন। গত এক বছরে ৫৫টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে।
বাকিগুলোর চার্জশিট দিতে কত সময় লাগবে তা নিয়ে হতাশা প্রকাশ করেন আইজিপি। বৈষম্যবিরোধী মামলার মধ্যে মোট ৭৬৬টি হত্যা মামলা হয়েছে বলেও জানান পুলিশপ্রধান।
পরে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অতিরিক্ত আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ বলেন, সারা দেশে ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। তারা আগামী নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালন করবে। আমরা খুবই আত্মবিশ্বাসী ভালো একটি নির্বাচন করতে পারব।
দেশে বর্তমানে ২ লাখ ৩ হাজার পুলিশ সদস্য রয়েছে। এর মধ্যে দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও।
২১ মিনিট আগেমামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তাঁর পরিবার অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তাঁরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে তাঁদের পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেগত ২২ জুন মেঘনা আলম তাঁর কাছ থেকে জব্দ করা ম্যাকবুক, পাসপোর্ট, মোবাইল ফোন ও ল্যাপটপ জিম্মায় নেওয়ার আবেদন করেন। গত ২৯ জুলাই ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তাকে মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কি-না তা তদন্তের নির্দেশ দেন।
১ ঘণ্টা আগেতিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হজ প্যাকেজ ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে