রাহুল শর্মা, প্যারিস (ফ্রান্স) থেকে
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর তিনটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই কমিটিগুলো হলো ইউনেসকোর নির্বাহী বোর্ড (২০২৩ থেকে ২০২৭ মেয়াদ), ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভার্মেন্টাল বায়োএথিক্স কমিটি।
প্যারিসে অবস্থিত ইউনেসকো সদর দপ্তরের জনসংযোগ শাখা ও ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য জানা গেছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেসকোর স্থায়ী প্রতিনিধি খন্দকার মো. তালহা।
খন্দকার মো. তালহা বলেন, ‘এবারের ইউনেসকোর ৪২তম সাধারণ সভায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এটি দেশের জন্য গৌরবের। নির্বাহী বোর্ড ছাড়াও এবার দুটি নতুন কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পরিবেশ ও বিজ্ঞান ক্ষেত্রে কাজের সুযোগ পাবে এবং বিশ্বদরবারে নিজের অবস্থান সুসংহত করবে।’
এবার ইউনেসকোর সাধারণ সভার অধিবেশনে ১৯৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এই সাধারণ সভা ৭ নভেম্বর থেকে শুরু হয়, যা শেষ হবে ২২ নভেম্বর। বাংলাদেশ থেকে শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সাধারণ সভায় যোগ দেন। শিক্ষামন্ত্রী ১২ থেকে ১৬ নভেম্বরের সাধারণ সভার বিভিন্ন অধিবেশনে অংশ নেন।
ইউনেসকো সদর দপ্তরের জনসংযোগ শাখার তথ্য বলছে, ১৫ নভেম্বর প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাহী বোর্ডের ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট দেয়। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়। এই ফলাফল ঘোষণার পর ইউনেসকো মহাপরিচালক অঁদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আর ১৬ নভেম্বর ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভার্মেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচিত হয় বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউনেসকোতে মানুষ ও জীবজগতের সংরক্ষণ এবং জৈবনীতিতে নেতৃত্বের সুযোগ লাভ করল।
ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কমিটির নির্বাচনে বাংলাদেশ ১৪০ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। আর ইন্টারগভার্মেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও পরবর্তী সময় ইরান সরে দাঁড়ায়। এতে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
তিনটি গুরুত্বপূর্ণ কমিটিতে নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ, দূরদর্শী, সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে। একই সঙ্গে তিনি ইউনেসকোর স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মো. তালহা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম ও বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেসকো, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো ইউনেসকোর কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেসকো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। ফ্রান্সের রাজধানী প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর তিনটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই কমিটিগুলো হলো ইউনেসকোর নির্বাহী বোর্ড (২০২৩ থেকে ২০২৭ মেয়াদ), ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভার্মেন্টাল বায়োএথিক্স কমিটি।
প্যারিসে অবস্থিত ইউনেসকো সদর দপ্তরের জনসংযোগ শাখা ও ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য জানা গেছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেসকোর স্থায়ী প্রতিনিধি খন্দকার মো. তালহা।
খন্দকার মো. তালহা বলেন, ‘এবারের ইউনেসকোর ৪২তম সাধারণ সভায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এটি দেশের জন্য গৌরবের। নির্বাহী বোর্ড ছাড়াও এবার দুটি নতুন কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পরিবেশ ও বিজ্ঞান ক্ষেত্রে কাজের সুযোগ পাবে এবং বিশ্বদরবারে নিজের অবস্থান সুসংহত করবে।’
এবার ইউনেসকোর সাধারণ সভার অধিবেশনে ১৯৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এই সাধারণ সভা ৭ নভেম্বর থেকে শুরু হয়, যা শেষ হবে ২২ নভেম্বর। বাংলাদেশ থেকে শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সাধারণ সভায় যোগ দেন। শিক্ষামন্ত্রী ১২ থেকে ১৬ নভেম্বরের সাধারণ সভার বিভিন্ন অধিবেশনে অংশ নেন।
ইউনেসকো সদর দপ্তরের জনসংযোগ শাখার তথ্য বলছে, ১৫ নভেম্বর প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাহী বোর্ডের ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট দেয়। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়। এই ফলাফল ঘোষণার পর ইউনেসকো মহাপরিচালক অঁদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আর ১৬ নভেম্বর ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভার্মেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচিত হয় বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউনেসকোতে মানুষ ও জীবজগতের সংরক্ষণ এবং জৈবনীতিতে নেতৃত্বের সুযোগ লাভ করল।
ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কমিটির নির্বাচনে বাংলাদেশ ১৪০ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। আর ইন্টারগভার্মেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও পরবর্তী সময় ইরান সরে দাঁড়ায়। এতে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
তিনটি গুরুত্বপূর্ণ কমিটিতে নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ, দূরদর্শী, সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে। একই সঙ্গে তিনি ইউনেসকোর স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মো. তালহা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম ও বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেসকো, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো ইউনেসকোর কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেসকো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। ফ্রান্সের রাজধানী প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।
মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে পাঁচ-ছয় গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ না মেলা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত স্থগিতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন নিয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)।
৪ ঘণ্টা আগেইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণখেলাপির মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তাঁর স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদ
৪ ঘণ্টা আগেবাংলাদেশ-মালয়েশিয়ার অংশীদারত্ব গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় পার্দানা পুত্রা ভবনে গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। বৈঠকে দুই নেতার উপস্থিতিতে
৪ ঘণ্টা আগেআজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
৫ ঘণ্টা আগে