নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে টানা ১৪ দিনের লকডাউন। কোরবানির ঈদের আগের থেকে এবারের লকডাউন আরও কঠোর হবে। কঠোরভাবে লকডাউন কার্যকর করতে এবার শিল্প কারখানাগুলোও বন্ধ রাখা হবে। চলতি মাসে শিল্প কারখানাগুলো খোলার কোনো সম্ভবনা নেই।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এবারের লকডাউনে অফিস-আদালত, গার্মেন্ট ও রপ্তানিমুখী শিল্প কারখানা বন্ধ থাকবে। ফলে মানুষের বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। এবার কঠোরভাবে বিধিনিষেধ পালন করা হবে। গত লকডাউনের থেকেও এটা আরও কঠোর হবে। পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা মাঠে থাকবেন।
কোরবানির ঈদে যারা বাড়ি গেছেন তাঁদের কর্মস্থলে ফেরার জন্য আজ বৃহস্পতিবার হাতে সময় রয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফরহাদ বলেন, যেহেতু এবারের লকডাউনে সবকিছুই বন্ধ থাকবে তাই যারা বাড়ি গিয়েছেন তাঁরা যেন ৫ আগস্টের পরে ফেরেন।
‘সংক্রমণ কমাতে অবশ্যই ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসবেন না। বাইরে যদি আসতেই হয় ডাবল মাস্ক পরবেন, নইলে সংক্রমণ বাড়তে থাকতে। হাসপাতালে রোগীর চাপ ম্যানেজ করা অসুবিধা হবে।’
কঠোর লকডাউনের মধ্যে শিল্প মালিকেরা কারখানাগুলো খোলা রাখার দাবি জানিয়েছেন। সে প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, শিল্প কারখানা খোলা রাখার বিষয়ে এ মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত নেই। অবস্থার যদি পরিবর্তন হয়, অবস্থা যদি ভালো হয়, পরবর্তীতে চিন্তাভাবনা করা যেতে পারে, তবে এ মাসের ভেতরে নয়।
কোরবানির ঈদের আগে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করে সরকার, যার মেয়াদ শুক্রবার সকাল ৬টায় শেষ হবে। শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত সারা দেশে লকডাউন কার্যকর করবে সরকার। এই লকডাউন কার্যকরে পুলিশ, বিজিবির সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা টহলে থাকবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ এর আগে প্রজ্ঞাপনে জানিয়েছে, শুক্রবার সকাল থেকে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসবন্ধ থাকবে। সড়ক, রেল , নৌপথে গণপরিবহন , অভ্যন্তরীণ বিমানসহ, ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিংমল, মার্কেট, দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র এবং সকল প্রকার শিল্প কলকারখানা বন্ধ থাকবে।
জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক [বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি] এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান করা যাবে না। সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) করতে হবে।
আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন-কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ ও বিক্রি, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম, রাজস্ব আদায়ের কাজ, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ভিসা সংক্রান্ত কার্যক্রম, সিটি করপোরেশন/পৌরসভা (পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম), সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারব। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় খোলা থাকবে। জরুরি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, নৌযান, পণ্যবাহী রেল, ফেরি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। বন্দরগুলো (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিস এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।
কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষধ ও নিত্য প্রয়োজিনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনাভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিকা কার্ড দেখিয়ে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (অনলাইন/টেকওয়ে) করতে পারবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাঁদের ভ্রমণের টিকেট বা প্রমাণ দেখিয়ে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে টানা ১৪ দিনের লকডাউন। কোরবানির ঈদের আগের থেকে এবারের লকডাউন আরও কঠোর হবে। কঠোরভাবে লকডাউন কার্যকর করতে এবার শিল্প কারখানাগুলোও বন্ধ রাখা হবে। চলতি মাসে শিল্প কারখানাগুলো খোলার কোনো সম্ভবনা নেই।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এবারের লকডাউনে অফিস-আদালত, গার্মেন্ট ও রপ্তানিমুখী শিল্প কারখানা বন্ধ থাকবে। ফলে মানুষের বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। এবার কঠোরভাবে বিধিনিষেধ পালন করা হবে। গত লকডাউনের থেকেও এটা আরও কঠোর হবে। পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা মাঠে থাকবেন।
কোরবানির ঈদে যারা বাড়ি গেছেন তাঁদের কর্মস্থলে ফেরার জন্য আজ বৃহস্পতিবার হাতে সময় রয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফরহাদ বলেন, যেহেতু এবারের লকডাউনে সবকিছুই বন্ধ থাকবে তাই যারা বাড়ি গিয়েছেন তাঁরা যেন ৫ আগস্টের পরে ফেরেন।
‘সংক্রমণ কমাতে অবশ্যই ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসবেন না। বাইরে যদি আসতেই হয় ডাবল মাস্ক পরবেন, নইলে সংক্রমণ বাড়তে থাকতে। হাসপাতালে রোগীর চাপ ম্যানেজ করা অসুবিধা হবে।’
কঠোর লকডাউনের মধ্যে শিল্প মালিকেরা কারখানাগুলো খোলা রাখার দাবি জানিয়েছেন। সে প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, শিল্প কারখানা খোলা রাখার বিষয়ে এ মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত নেই। অবস্থার যদি পরিবর্তন হয়, অবস্থা যদি ভালো হয়, পরবর্তীতে চিন্তাভাবনা করা যেতে পারে, তবে এ মাসের ভেতরে নয়।
কোরবানির ঈদের আগে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করে সরকার, যার মেয়াদ শুক্রবার সকাল ৬টায় শেষ হবে। শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত সারা দেশে লকডাউন কার্যকর করবে সরকার। এই লকডাউন কার্যকরে পুলিশ, বিজিবির সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা টহলে থাকবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ এর আগে প্রজ্ঞাপনে জানিয়েছে, শুক্রবার সকাল থেকে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসবন্ধ থাকবে। সড়ক, রেল , নৌপথে গণপরিবহন , অভ্যন্তরীণ বিমানসহ, ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিংমল, মার্কেট, দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র এবং সকল প্রকার শিল্প কলকারখানা বন্ধ থাকবে।
জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক [বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি] এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান করা যাবে না। সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) করতে হবে।
আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন-কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ ও বিক্রি, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম, রাজস্ব আদায়ের কাজ, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ভিসা সংক্রান্ত কার্যক্রম, সিটি করপোরেশন/পৌরসভা (পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম), সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারব। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় খোলা থাকবে। জরুরি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, নৌযান, পণ্যবাহী রেল, ফেরি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। বন্দরগুলো (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিস এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।
কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষধ ও নিত্য প্রয়োজিনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনাভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিকা কার্ড দেখিয়ে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (অনলাইন/টেকওয়ে) করতে পারবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাঁদের ভ্রমণের টিকেট বা প্রমাণ দেখিয়ে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
বাংলাদেশ ও জাপান পারস্পরিক আস্থা গভীর করা, উন্নয়ন কৌশলগুলো অগ্রাধিকার দেওয়া ও কৌশলগত অংশীদারত্ব সম্পূর্ণরূপে বাস্তবায়নে সম্মত হয়েছে। টোকিওতে আজ বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শ সভায় (এফওসি) এ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। ট্যাগ: , জাপান, পররাষ্ট্র মন্ত্রণালয়, উন্নয়ন, সহয
৯ মিনিট আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘রাষ্ট্র পুনর্গঠন কেবল কোনো দলের বিষয় নয়, কোনো ব্যক্তির বিষয় নয়, কোনো সংগঠনের বিষয় নয়, এটি জনগণের বিষয়।’
৪ ঘণ্টা আগেসরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে বৈদেশিক সম্পর্কের নানা দিক সামাল দেওয়ার ক্ষেত্রে ঝামেলা তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা ও তাঁর দপ্তর মনে করছে, অন্তর্বর্তী সরকারের ধরন এবং সরকারপ্রধানের কাজের যে বৈচিত্র্য ও গতি, তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় তাল-লয় ঠিক রেখে চলতে পারছে না...
১৪ ঘণ্টা আগেসর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করতে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এখন থেকে কোনো চাঁদাদাতা ৬০ বছর বয়স পূর্ণ করলেই তাঁর জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ এককালীন তোলার সুযোগ পাবেন; এটি প্রথমবারের মতো চালু হলো। পাশাপাশি প্রবাস ও প্রগতি স্কিমে মাসিক...
১৪ ঘণ্টা আগে