হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্রে সাবেক রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে জটিলতা আছে। বিষয়টিকে এখানকার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে দেখাটা ভালো।
যুক্তরাষ্ট্র প্রধানত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানুষের অধিকার নিয়ে কথা বলছে। দেশটি চায়, এখানে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হোক। আর মানবাধিকার, শ্রমিকের অধিকার, মত প্রকাশের স্বাধীনতাসহ জাতিসংঘে স্বীকৃত মানুষের মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকুক। কিন্তু যুক্তরাষ্ট্রের এই ভাবনার সঙ্গে এখানকার বর্তমান প্রধান রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বড় ধরনের বৈসাদৃশ্য আছে।
বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র গত মে মাসে ভিসা নীতি ঘোষণা এবং সেপ্টেম্বরে তা কার্যকর করার কথা বলার পর থেকে অনেকটা মুখোমুখি অবস্থা দুই পক্ষের মধ্যে। এখানকার নীতিনির্ধারকেরা বিষয়টিকে ইতিবাচকভাবে নেননি। অনেকেই প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে নিয়ে সরাসরি উষ্মা প্রকাশ করেছেন।
রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে বড় ধরনের কৌশলগত বৈসাদৃশ্য থাকায় এই নির্বাচনের পরবর্তী পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা এখনই আভাস দেওয়া মুশকিল। তবে নির্বাচনী প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, তাতে কেউই সমাধানের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না।
আর যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে ইউরোপ, জাপান ও চীনমুখী হওয়ার যে কথা বলা হচ্ছে, তাতে কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। বাংলাদেশের বর্তমান যে কূটনৈতিক সক্ষমতা, তা দিয়ে এটা সম্ভব নয়।
এটা এ কারণে যে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরেও বৈশ্বিক পরিমণ্ডলে বড় বিভিন্ন ধরনের প্রবণতা তৈরি হয়ে থাকে। যেমন কোভিড ও ইউক্রেন যুদ্ধের কথা কেউ আগেভাগে অনুমান করতে পারেনি। কিন্তু দুটি ঘটনারই বড় মাপের প্রতিক্রিয়ার ভেতর দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশসহ সব দেশকে। এর বাইরে অনেক আঞ্চলিক প্রবণতা তৈরি হয়, যার প্রতিক্রিয়ার বাইরে থাকে না আশপাশের দেশগুলো।
আসলে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মৌলিক স্বার্থের ক্ষেত্রে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের প্রভাব থাকে। এ ক্ষেত্রে যেকোনো একটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের ব্যত্যয় ঘটলে তা সামাল দেওয়া কঠিন হয়ে যায়। আর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লে এবং তা ছড়িয়ে পড়লে শুধু ইউরোপ, জাপান ও ভারতের ওপর নির্ভর করে পরিস্থিতি মোকাবিলায় খুব বেশি সুবিধা করা যাবে বলে মনে হয় না। এ ক্ষেত্রে ইউরোপ নিজেই কী করছে, তা দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের টানাপড়েনের মধ্যেও ইউরোপের দেশগুলো চীনের সঙ্গে সম্পর্ক ভালো করায় মনোযোগী হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে সব সামাল দেওয়া গেলে ইউরোপ এমনটা করত বলে মনে হয় না।
এসব কারণে বিভাজনের কূটনীতির দিকে না গিয়ে এখানে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, তা উত্তম পন্থায় সামাল দেওয়ার পথে এগোনো দরকার।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে জটিলতা আছে। বিষয়টিকে এখানকার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে দেখাটা ভালো।
যুক্তরাষ্ট্র প্রধানত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানুষের অধিকার নিয়ে কথা বলছে। দেশটি চায়, এখানে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হোক। আর মানবাধিকার, শ্রমিকের অধিকার, মত প্রকাশের স্বাধীনতাসহ জাতিসংঘে স্বীকৃত মানুষের মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকুক। কিন্তু যুক্তরাষ্ট্রের এই ভাবনার সঙ্গে এখানকার বর্তমান প্রধান রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বড় ধরনের বৈসাদৃশ্য আছে।
বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র গত মে মাসে ভিসা নীতি ঘোষণা এবং সেপ্টেম্বরে তা কার্যকর করার কথা বলার পর থেকে অনেকটা মুখোমুখি অবস্থা দুই পক্ষের মধ্যে। এখানকার নীতিনির্ধারকেরা বিষয়টিকে ইতিবাচকভাবে নেননি। অনেকেই প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে নিয়ে সরাসরি উষ্মা প্রকাশ করেছেন।
রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে বড় ধরনের কৌশলগত বৈসাদৃশ্য থাকায় এই নির্বাচনের পরবর্তী পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা এখনই আভাস দেওয়া মুশকিল। তবে নির্বাচনী প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, তাতে কেউই সমাধানের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না।
আর যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে ইউরোপ, জাপান ও চীনমুখী হওয়ার যে কথা বলা হচ্ছে, তাতে কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। বাংলাদেশের বর্তমান যে কূটনৈতিক সক্ষমতা, তা দিয়ে এটা সম্ভব নয়।
এটা এ কারণে যে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরেও বৈশ্বিক পরিমণ্ডলে বড় বিভিন্ন ধরনের প্রবণতা তৈরি হয়ে থাকে। যেমন কোভিড ও ইউক্রেন যুদ্ধের কথা কেউ আগেভাগে অনুমান করতে পারেনি। কিন্তু দুটি ঘটনারই বড় মাপের প্রতিক্রিয়ার ভেতর দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশসহ সব দেশকে। এর বাইরে অনেক আঞ্চলিক প্রবণতা তৈরি হয়, যার প্রতিক্রিয়ার বাইরে থাকে না আশপাশের দেশগুলো।
আসলে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মৌলিক স্বার্থের ক্ষেত্রে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের প্রভাব থাকে। এ ক্ষেত্রে যেকোনো একটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের ব্যত্যয় ঘটলে তা সামাল দেওয়া কঠিন হয়ে যায়। আর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লে এবং তা ছড়িয়ে পড়লে শুধু ইউরোপ, জাপান ও ভারতের ওপর নির্ভর করে পরিস্থিতি মোকাবিলায় খুব বেশি সুবিধা করা যাবে বলে মনে হয় না। এ ক্ষেত্রে ইউরোপ নিজেই কী করছে, তা দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের টানাপড়েনের মধ্যেও ইউরোপের দেশগুলো চীনের সঙ্গে সম্পর্ক ভালো করায় মনোযোগী হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে সব সামাল দেওয়া গেলে ইউরোপ এমনটা করত বলে মনে হয় না।
এসব কারণে বিভাজনের কূটনীতির দিকে না গিয়ে এখানে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, তা উত্তম পন্থায় সামাল দেওয়ার পথে এগোনো দরকার।
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
৬ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
৬ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
৬ ঘণ্টা আগেপ্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
৮ ঘণ্টা আগে