আজকের পত্রিকা ডেস্ক
বাংলাদেশের সঙ্গে লাগোয়া ভারতের ত্রিপুরা সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে অভিযান জোরদার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর অংশ হিসেবে ত্রিপুরায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্যামেরা স্থাপন করেছে তারা। গত শনিবার বিএসএফের মহাপরিদর্শক প্যাটেল পিউশ পুরুষোত্তম দাস সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
বিএসএফের মহাপরিদর্শক প্যাটেল বলেন, ত্রিপুরার স্পর্শকাতর এলাকাগুলোর সীমান্ত চৌকিতে লোকবল বাড়ানো হয়েছে। একই সঙ্গে এসব এলাকায় অপরাধী ও চোরাকারবারিদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
ত্রিপুরার সীমান্ত এলাকায় বেশ কিছু দালাল চক্র কাজ করে থাকে। এই চক্রগুলোই নানা অপরাধে জড়িত বলে উল্লেখ করে বিএসএফের মহাপরিদর্শক বলেন, মাঠে যেসব বিএসএফ কমান্ডার কাজ করছেন, তাঁদের নিয়মিত এসব বিষয়ে জানানো হচ্ছে। অপরাধীদের পাকড়াও করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, নজরদারির জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে এআই-নির্ভর ক্যামেরা ও মুখ দেখে মানুষ শনাক্ত করা যায় এমন প্রযুক্তিও রয়েছে।
বিএসএফের এই কর্মকর্তা জানান, ত্রিপুরা সীমান্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ দল মোতায়েন করা হয়েছে। রাজ্যের পুলিশ ও বিভিন্ন সংস্থার সঙ্গে যাতে তারা বিশেষ অভিযান পরিচালনা করতে পারে, সেই লক্ষ্যে এসব দল সেখানে পাঠানো হয়েছে। তিনি বলেন, এসব অভিযানের ফল ইতিমধ্যে আসতে শুরু করেছে। এ বছরই ২৯ কোটি রুপি মূল্যের বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়েছে। এ ছাড়া আটক করা হয়েছে ১৯৮ জন বাংলাদেশিকে। অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩২ কোটি রুপি।
বিএসএফের মহাপরিদর্শক প্যাটেল বলেন, সীমান্তে অপরাধ বন্ধে ১ থেকে ৪ জুলাই শিলংয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সঙ্গে বৈঠক করা হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের তালিকা ও নথি বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, তারা এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
প্যাটেল বলেন, বিএসএফ ও বিজিবি বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছেছে, যেকোনো তথ্য তারা তাৎক্ষণিকভাবে আদান-প্রদানে টেলিফোন ব্যবহার করবে। ফিল্ড কমান্ডার পর্যায় পর্যন্ত এই সুযোগ থাকছে।
বাংলাদেশের সঙ্গে লাগোয়া ভারতের ত্রিপুরা সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে অভিযান জোরদার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর অংশ হিসেবে ত্রিপুরায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্যামেরা স্থাপন করেছে তারা। গত শনিবার বিএসএফের মহাপরিদর্শক প্যাটেল পিউশ পুরুষোত্তম দাস সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
বিএসএফের মহাপরিদর্শক প্যাটেল বলেন, ত্রিপুরার স্পর্শকাতর এলাকাগুলোর সীমান্ত চৌকিতে লোকবল বাড়ানো হয়েছে। একই সঙ্গে এসব এলাকায় অপরাধী ও চোরাকারবারিদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
ত্রিপুরার সীমান্ত এলাকায় বেশ কিছু দালাল চক্র কাজ করে থাকে। এই চক্রগুলোই নানা অপরাধে জড়িত বলে উল্লেখ করে বিএসএফের মহাপরিদর্শক বলেন, মাঠে যেসব বিএসএফ কমান্ডার কাজ করছেন, তাঁদের নিয়মিত এসব বিষয়ে জানানো হচ্ছে। অপরাধীদের পাকড়াও করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, নজরদারির জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে এআই-নির্ভর ক্যামেরা ও মুখ দেখে মানুষ শনাক্ত করা যায় এমন প্রযুক্তিও রয়েছে।
বিএসএফের এই কর্মকর্তা জানান, ত্রিপুরা সীমান্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ দল মোতায়েন করা হয়েছে। রাজ্যের পুলিশ ও বিভিন্ন সংস্থার সঙ্গে যাতে তারা বিশেষ অভিযান পরিচালনা করতে পারে, সেই লক্ষ্যে এসব দল সেখানে পাঠানো হয়েছে। তিনি বলেন, এসব অভিযানের ফল ইতিমধ্যে আসতে শুরু করেছে। এ বছরই ২৯ কোটি রুপি মূল্যের বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়েছে। এ ছাড়া আটক করা হয়েছে ১৯৮ জন বাংলাদেশিকে। অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩২ কোটি রুপি।
বিএসএফের মহাপরিদর্শক প্যাটেল বলেন, সীমান্তে অপরাধ বন্ধে ১ থেকে ৪ জুলাই শিলংয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সঙ্গে বৈঠক করা হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের তালিকা ও নথি বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, তারা এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
প্যাটেল বলেন, বিএসএফ ও বিজিবি বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছেছে, যেকোনো তথ্য তারা তাৎক্ষণিকভাবে আদান-প্রদানে টেলিফোন ব্যবহার করবে। ফিল্ড কমান্ডার পর্যায় পর্যন্ত এই সুযোগ থাকছে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
২ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
২ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৫ ঘণ্টা আগে