নিজস্ব প্রতিবেদক
ঢাকা: স্বাধীনতা বিরোধী ও যুদ্ধে অংশ না নেওয়া ব্যক্তির নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় আসার জন্য নিজেদেরকে দায়ী করে মন্ত্রী বলেন, ‘আকাম সব আমরাই করছি’। রাজাকারদেরকে মুক্তিযোদ্ধা বানাইছি আমরা। আমরা মুক্তিযোদ্ধারা, আমাদের সেক্টর কমান্ডাররা নিজের আত্মীয়, পরিবারের লোকজনের নাম এই তালিকায় ঢুকাইছি। ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন তিনি।
আজ রোববার রাজধানীর সবুজবাগে ‘ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার বিষয়ে কোনো সংশয় থাকলে অভিযোগ জানাতে হবে। তিন মাসের মধ্যে সেটা তদন্ত করে দেখা হবে। সব মিলিয়ে মুক্তিযোদ্ধার সংখ্যা হবে সর্বোচ্চ ১ লাখ ৮৫ হাজার হবে।
উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে আ ক ম মোজাম্মেল হক বলেন, শুধু নিজের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে থাকলে চলবেনা। মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে, মেয়ে, নাতি-নাতনিরা কী করে খোঁজ রাখতে হবে। তাঁরা যাতে অন্য মতাদর্শে না জড়াতে পারে , অপরাধের সঙ্গে না জড়িতে না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের প্রসঙ্গে মন্ত্রী জানান, যত জায়গায় মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে স্মৃতিস্তম্ভ করা হবে। মুক্তিযোদ্ধাদের যুদ্ধের ঘটনা রেকর্ড করে ধারণ করে আর্কাইভ করা হবে। এ জন্য ৪৮ কোটি টাকার প্রকল্প পাস করা হয়েছে। এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের সামনে, উপজেলা পরিষদের এবং প্রতিটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ছবিসহ নামের তালিকা থাকবে।
উদ্বোধনী এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা এখন যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছি তারা এই দেশের ধর্মান্ধ, অপশক্তির বিরুদ্ধে আজীবন লড়াই করে যাব। এ দেশে বিএনপি জামাতের বোমাবাজি, ধ্বংসের রাজনীতিকে প্রতিহত করতে পেরেছি। আমরা যত দিন বাঁচব মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, এই অপশক্তিকে প্রতিহত করে যাব।
এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমদ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব-খাজা মিয়া, ঢাকা জেলা প্রশাসক-শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার-মারুফ হোসেন সরদার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব-তপন কান্তি ঘোষ, উপসচিব-সৈয়দ শাহজাহান আহমেদসহ ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
ঢাকা: স্বাধীনতা বিরোধী ও যুদ্ধে অংশ না নেওয়া ব্যক্তির নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় আসার জন্য নিজেদেরকে দায়ী করে মন্ত্রী বলেন, ‘আকাম সব আমরাই করছি’। রাজাকারদেরকে মুক্তিযোদ্ধা বানাইছি আমরা। আমরা মুক্তিযোদ্ধারা, আমাদের সেক্টর কমান্ডাররা নিজের আত্মীয়, পরিবারের লোকজনের নাম এই তালিকায় ঢুকাইছি। ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন তিনি।
আজ রোববার রাজধানীর সবুজবাগে ‘ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার বিষয়ে কোনো সংশয় থাকলে অভিযোগ জানাতে হবে। তিন মাসের মধ্যে সেটা তদন্ত করে দেখা হবে। সব মিলিয়ে মুক্তিযোদ্ধার সংখ্যা হবে সর্বোচ্চ ১ লাখ ৮৫ হাজার হবে।
উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে আ ক ম মোজাম্মেল হক বলেন, শুধু নিজের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে থাকলে চলবেনা। মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে, মেয়ে, নাতি-নাতনিরা কী করে খোঁজ রাখতে হবে। তাঁরা যাতে অন্য মতাদর্শে না জড়াতে পারে , অপরাধের সঙ্গে না জড়িতে না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের প্রসঙ্গে মন্ত্রী জানান, যত জায়গায় মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে স্মৃতিস্তম্ভ করা হবে। মুক্তিযোদ্ধাদের যুদ্ধের ঘটনা রেকর্ড করে ধারণ করে আর্কাইভ করা হবে। এ জন্য ৪৮ কোটি টাকার প্রকল্প পাস করা হয়েছে। এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের সামনে, উপজেলা পরিষদের এবং প্রতিটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ছবিসহ নামের তালিকা থাকবে।
উদ্বোধনী এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা এখন যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছি তারা এই দেশের ধর্মান্ধ, অপশক্তির বিরুদ্ধে আজীবন লড়াই করে যাব। এ দেশে বিএনপি জামাতের বোমাবাজি, ধ্বংসের রাজনীতিকে প্রতিহত করতে পেরেছি। আমরা যত দিন বাঁচব মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, এই অপশক্তিকে প্রতিহত করে যাব।
এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমদ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব-খাজা মিয়া, ঢাকা জেলা প্রশাসক-শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার-মারুফ হোসেন সরদার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব-তপন কান্তি ঘোষ, উপসচিব-সৈয়দ শাহজাহান আহমেদসহ ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
২ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৮ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৮ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৯ ঘণ্টা আগে