নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা মোকাবিলায় সরকারের জারি করা বিধিনিষেধের কারণে ১৪ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল। বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইনস, বিমান বাংলাদেশ ও নভোএয়ার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, বিমানবন্দরে স্বাভাবিকের চেয়ে যাত্রীদের ভিড় অনেক বেশি ছিল। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তেমন কড়াকড়ি ছিল না।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ‘ইউএস বাংলা এয়ারলাইনসে ৮০ শতাংশ যাত্রী ছিল। ঈদের সময় অধিকাংশ যাত্রী রিটার্ন টিকিট কাটেন। এবার ফেরা প্ল্যান করতে পারেনি অনেক যাত্রী। করোনায় লকডাউনের কারণে অনেকে তার প্রয়োজন অনুযায়ী গন্তব্যে ফিরছেন।’
স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট চলছে জানিয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সব রুটেই ফ্লাইট ছিল। যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি। বিমান বন্দরের ভেতর স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা বাধ্যতামূলক ছিল।’
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘আমাদের সব ফ্লাইট চালু আছে। টিকিটও বিক্রি হয়েছে শতভাগ।’ তিনি বলেন, ‘আমরা ঈদ উপলক্ষে ফ্লাইট বাড়ানোর চিন্তা ভাবনা করছি। যদি বেবিচকের অনুমতি পাই, তাহলে আমরা দুই তিনটা ফ্লাইট বাড়িয়ে দেব।’
করোনার সংক্রমণ বাড়ায় সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে দুই দফায় গত ১ জুলাই থেকে ৭ জুলাই এবং ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল করায় পুনরায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর কথা জানায় বেবিচক।
করোনা মোকাবিলায় সরকারের জারি করা বিধিনিষেধের কারণে ১৪ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল। বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইনস, বিমান বাংলাদেশ ও নভোএয়ার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, বিমানবন্দরে স্বাভাবিকের চেয়ে যাত্রীদের ভিড় অনেক বেশি ছিল। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তেমন কড়াকড়ি ছিল না।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ‘ইউএস বাংলা এয়ারলাইনসে ৮০ শতাংশ যাত্রী ছিল। ঈদের সময় অধিকাংশ যাত্রী রিটার্ন টিকিট কাটেন। এবার ফেরা প্ল্যান করতে পারেনি অনেক যাত্রী। করোনায় লকডাউনের কারণে অনেকে তার প্রয়োজন অনুযায়ী গন্তব্যে ফিরছেন।’
স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট চলছে জানিয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সব রুটেই ফ্লাইট ছিল। যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি। বিমান বন্দরের ভেতর স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা বাধ্যতামূলক ছিল।’
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘আমাদের সব ফ্লাইট চালু আছে। টিকিটও বিক্রি হয়েছে শতভাগ।’ তিনি বলেন, ‘আমরা ঈদ উপলক্ষে ফ্লাইট বাড়ানোর চিন্তা ভাবনা করছি। যদি বেবিচকের অনুমতি পাই, তাহলে আমরা দুই তিনটা ফ্লাইট বাড়িয়ে দেব।’
করোনার সংক্রমণ বাড়ায় সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে দুই দফায় গত ১ জুলাই থেকে ৭ জুলাই এবং ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল করায় পুনরায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর কথা জানায় বেবিচক।
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
১০ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
১২ ঘণ্টা আগে