নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে গঠিত কমিশনের বিষয়ে মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে অন্তর্বর্তী সরকার। সে ধারাবাহিকতায় আজ শনিবার কয়েকটি দলের সঙ্গে বসবে সরকার। আজ ডাক পাওয়া কয়েকটি দলের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৈঠকে তারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ দিতে সরকারকে আহ্বান জানাবে।
এর আগে ৫ অক্টোবর বিএনপি, জামায়াতসহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে বিএনপি চেয়েছিল দ্রুত নির্বাচন, জামায়াত চেয়েছিল সংস্কারের পর নির্বাচন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় আজ বেলা আড়াইটা থেকে সংলাপ অনুষ্ঠিত হবে। এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, এলডিপি, বাংলাদেশ জাসদ, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টিকে (আন্দালিব)। এ ছাড়া আরও দু-একটি দল থাকতে পারে।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে এবারও গত তিন সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে সূত্রে জানা গেছে।
গত ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে তৃতীয় দফায় বৈঠক করছে। তৃতীয় দফার প্রথম ধাপে ৫ অক্টোবর বিএনপি, জামায়াত, বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিল। সেই বৈঠকের অ্যাজেন্ডায় সংস্কার, আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছিল। কিন্তু তৃতীয় দফার দ্বিতীয় ধাপের সংলাপে কোনো ধরনের অ্যাজেন্ডা রাখা হয়নি বলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জানা গেছে।
এ বিষয়ে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আগের বৈঠকেও (দ্বিতীয় দফার মতবিনিময়) অ্যাজেন্ডার কথা আমাদের বলা হয়নি, এবারও অ্যাজেন্ডা সম্পর্কে কিছুই জানানো হয়নি।’
৫ অক্টোবর অনুষ্ঠিত সংলাপে বিএনপিসহ সমমনা দলগুলো সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে দাবি জানিয়েছিল। অন্যদিকে জামায়াতসহ ইসলামপন্থী দলগুলো সংস্কার শেষে নির্বাচনের দাবি করেছিল। আজকের বৈঠকে ডাক পাওয়া গণফোরাম, বাংলাদেশ জাসদসহ প্রায় সব দলই বিএনপি সমমনা। এসব দল বৈঠকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন করতে সরকারকে তাগিদ দেবে বলে জানিয়েছে। একই সঙ্গে সংখ্যানুপাতিক ভোটেরও বিরোধিতা করবে তারা।
লেবার পার্টি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিরোধী বলে জানান দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সংখ্যানুপাতিক হলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তারা নির্বাচন করে যদি ৩০ শতাংশ ভোট পায় তাহলে ৯০টি আসন তারা পাবে। সে ক্ষেত্রে আমরা মনে করি না, এ বিষয়টি সামনে আনা দরকার।’
১২ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বক্তব্য থাকবে প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।’
আর ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে সরকারকে সুপারিশ করব।’
নির্বাচন ও সংস্কারের জন্য আন্তরিকভাবে কাজ করলে সরকারের অনেক বেশি সময়ের দরকার হবে বলে মনে করেন না মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ‘সরকারের বিগত আড়াই মাসে দৃশ্যমান ভালো কোনো অর্জন আমাদের চোখে পড়েনি। এখন তাদের বলতে হবে আমরা এ বিষয়গুলোতে সংস্কার করব, আমাদের এতটুকু সময়ের দরকার। একটা টাইমফ্রেম তারা জাতির সামনে তুলে ধরুক, এটা লেবার পার্টি চায়।’
সংলাপে সরকার বক্তব্য শুনবে উল্লেখ বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের বোঝাপড়া বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেব।’
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে গঠিত কমিশনের বিষয়ে মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে অন্তর্বর্তী সরকার। সে ধারাবাহিকতায় আজ শনিবার কয়েকটি দলের সঙ্গে বসবে সরকার। আজ ডাক পাওয়া কয়েকটি দলের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৈঠকে তারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ দিতে সরকারকে আহ্বান জানাবে।
এর আগে ৫ অক্টোবর বিএনপি, জামায়াতসহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে বিএনপি চেয়েছিল দ্রুত নির্বাচন, জামায়াত চেয়েছিল সংস্কারের পর নির্বাচন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় আজ বেলা আড়াইটা থেকে সংলাপ অনুষ্ঠিত হবে। এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, এলডিপি, বাংলাদেশ জাসদ, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টিকে (আন্দালিব)। এ ছাড়া আরও দু-একটি দল থাকতে পারে।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে এবারও গত তিন সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে সূত্রে জানা গেছে।
গত ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে তৃতীয় দফায় বৈঠক করছে। তৃতীয় দফার প্রথম ধাপে ৫ অক্টোবর বিএনপি, জামায়াত, বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিল। সেই বৈঠকের অ্যাজেন্ডায় সংস্কার, আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছিল। কিন্তু তৃতীয় দফার দ্বিতীয় ধাপের সংলাপে কোনো ধরনের অ্যাজেন্ডা রাখা হয়নি বলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জানা গেছে।
এ বিষয়ে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আগের বৈঠকেও (দ্বিতীয় দফার মতবিনিময়) অ্যাজেন্ডার কথা আমাদের বলা হয়নি, এবারও অ্যাজেন্ডা সম্পর্কে কিছুই জানানো হয়নি।’
৫ অক্টোবর অনুষ্ঠিত সংলাপে বিএনপিসহ সমমনা দলগুলো সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে দাবি জানিয়েছিল। অন্যদিকে জামায়াতসহ ইসলামপন্থী দলগুলো সংস্কার শেষে নির্বাচনের দাবি করেছিল। আজকের বৈঠকে ডাক পাওয়া গণফোরাম, বাংলাদেশ জাসদসহ প্রায় সব দলই বিএনপি সমমনা। এসব দল বৈঠকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন করতে সরকারকে তাগিদ দেবে বলে জানিয়েছে। একই সঙ্গে সংখ্যানুপাতিক ভোটেরও বিরোধিতা করবে তারা।
লেবার পার্টি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিরোধী বলে জানান দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সংখ্যানুপাতিক হলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তারা নির্বাচন করে যদি ৩০ শতাংশ ভোট পায় তাহলে ৯০টি আসন তারা পাবে। সে ক্ষেত্রে আমরা মনে করি না, এ বিষয়টি সামনে আনা দরকার।’
১২ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বক্তব্য থাকবে প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।’
আর ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে সরকারকে সুপারিশ করব।’
নির্বাচন ও সংস্কারের জন্য আন্তরিকভাবে কাজ করলে সরকারের অনেক বেশি সময়ের দরকার হবে বলে মনে করেন না মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ‘সরকারের বিগত আড়াই মাসে দৃশ্যমান ভালো কোনো অর্জন আমাদের চোখে পড়েনি। এখন তাদের বলতে হবে আমরা এ বিষয়গুলোতে সংস্কার করব, আমাদের এতটুকু সময়ের দরকার। একটা টাইমফ্রেম তারা জাতির সামনে তুলে ধরুক, এটা লেবার পার্টি চায়।’
সংলাপে সরকার বক্তব্য শুনবে উল্লেখ বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের বোঝাপড়া বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেব।’
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
১ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
৭ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১২ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৩ ঘণ্টা আগে