নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরি ফিরে পেতে গত তিন দিন ধরে মানববন্ধন করছেন ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ (ক্যাডেট) উপপরিদর্শকেরা (এসআই)। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন তাঁরা। আগামীকাল বুধবার আবারও মানববন্ধন চালিয়ে যাওয়ার কথা জানান তাঁরা।
আজ রাতে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে আমরা আমাদের দাবির কথা জানিয়ে আসছি। কিন্তু আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না। আমরা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) স্যারের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলাম। আমাদের বিষয়গুলো নাকি পুলিশের আইন শাখায় পাঠানো হয়েছে। সেগুলো যাচাই-বাছাইয়ের পর আইজিপি স্যার আমাদের বিষয়ে কথা বলবেন জেনেছি। আমরা চাই, চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে যেন দ্রুত একটা সিদ্ধান্ত পাই।’
আগামীকাল আবারও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
এর আগে আজ সকালে চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন শুরু করেন অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ (ক্যাডেট) উপপরিদর্শকেরা (এসআই)। রাজধানীর গুলিস্তানে পুলিশ সদর দপ্তরের সামনের সড়কের এক পাশে এই কর্মসূচি শুরু হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন। ‘এক বছরের পরিশ্রম, বৃথা কেন জানতে চাই’, ‘দাবি মোদের একটাই, চাকরি পুনর্বহাল চাই’, ‘বেতন ছাড়া ৩৬৫ দিন, আমার চাকরি ফিরিয়ে দিন’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র কিছু দিন আগে চার ধাপে ৩২১ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। চাকরিতে পুনর্বহালের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন তাঁরা। গত দুই দিন পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন তাঁরা।
গতকাল সোমবার মানববন্ধনে অংশ নেওয়া অব্যাহতি পাওয়া এসআই নাইজু আক্তার বলেন, ‘পরীক্ষায় পাস করেই চাকরি ফিরে পেয়েছে। অথচ আমরা চাকরির পরীক্ষায় পাস করার পর প্রশিক্ষণ নিয়েও আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।’
নাইজু আক্তার বলেন, ‘আমাদের বিষয়ে তদন্ত করুক। তারপরও একটি সুরাহা করা হোক আমাদের বিষয়টি নিয়ে।’
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে চার ধাপে ৪০তম ব্যাচের ৩২১ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। নাশতা না খেয়ে হট্টগোল, প্রশিক্ষকের আদেশ না শোনা ও অমনোযোগিতার মতো কারণ দেখানো হয়। অব্যাহতি পাওয়ার পর থেকে তাঁরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।
চাকরি ফিরে পেতে গত তিন দিন ধরে মানববন্ধন করছেন ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ (ক্যাডেট) উপপরিদর্শকেরা (এসআই)। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন তাঁরা। আগামীকাল বুধবার আবারও মানববন্ধন চালিয়ে যাওয়ার কথা জানান তাঁরা।
আজ রাতে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে আমরা আমাদের দাবির কথা জানিয়ে আসছি। কিন্তু আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না। আমরা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) স্যারের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলাম। আমাদের বিষয়গুলো নাকি পুলিশের আইন শাখায় পাঠানো হয়েছে। সেগুলো যাচাই-বাছাইয়ের পর আইজিপি স্যার আমাদের বিষয়ে কথা বলবেন জেনেছি। আমরা চাই, চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে যেন দ্রুত একটা সিদ্ধান্ত পাই।’
আগামীকাল আবারও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
এর আগে আজ সকালে চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন শুরু করেন অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ (ক্যাডেট) উপপরিদর্শকেরা (এসআই)। রাজধানীর গুলিস্তানে পুলিশ সদর দপ্তরের সামনের সড়কের এক পাশে এই কর্মসূচি শুরু হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন। ‘এক বছরের পরিশ্রম, বৃথা কেন জানতে চাই’, ‘দাবি মোদের একটাই, চাকরি পুনর্বহাল চাই’, ‘বেতন ছাড়া ৩৬৫ দিন, আমার চাকরি ফিরিয়ে দিন’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র কিছু দিন আগে চার ধাপে ৩২১ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। চাকরিতে পুনর্বহালের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন তাঁরা। গত দুই দিন পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন তাঁরা।
গতকাল সোমবার মানববন্ধনে অংশ নেওয়া অব্যাহতি পাওয়া এসআই নাইজু আক্তার বলেন, ‘পরীক্ষায় পাস করেই চাকরি ফিরে পেয়েছে। অথচ আমরা চাকরির পরীক্ষায় পাস করার পর প্রশিক্ষণ নিয়েও আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।’
নাইজু আক্তার বলেন, ‘আমাদের বিষয়ে তদন্ত করুক। তারপরও একটি সুরাহা করা হোক আমাদের বিষয়টি নিয়ে।’
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে চার ধাপে ৪০তম ব্যাচের ৩২১ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। নাশতা না খেয়ে হট্টগোল, প্রশিক্ষকের আদেশ না শোনা ও অমনোযোগিতার মতো কারণ দেখানো হয়। অব্যাহতি পাওয়ার পর থেকে তাঁরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
৩২ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
৩ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৯ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে