Ajker Patrika

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১২: ৩০
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছে সরকার

অন্তর্বর্তী সরকার দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের চিন্তা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ রোববার সকালে সচিবালয় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

নাহিদুল ইসলাম বলেন, ‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে।’ তিনি বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এ নিয়ে কাজ করবে মন্ত্রণালয়।’ 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।’ 

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তার জন্য গণমাধ্যমকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না। মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত