অনলাইন ডেস্ক
পুলিশের সাবেক অতিরিক্ত এসপি ও র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার আদালতের আদেশের পর সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আলেপ উদ্দিনের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক অভিযোগ রয়েছে। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত।’
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আলেপ উদ্দিন মানুষকে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল, তাঁদের নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। বিদ্যুতায়িত করা, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো—সবই তিনি করেছেন। সবচেয়ে মারাত্মক যেটি করেছিলেন একজন আসামিকে গুম করে হত্যার ভয় দেখিয়ে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এসব তথ্যপ্রমাণ আমাদের কাছে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এ রকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের বিষয়ে তদন্ত করতে সময় লাগবে। কারণ, প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা অভিযোগ নিয়ে আসছে। এসব তদন্ত শেষ হলে তাদের ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যেন শুরু করা যায় সে জন্য তদন্ত সংস্থা কাজ করছে।’
এর আগে শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতে বলেন, ‘আলেপ উদ্দিন র্যাবে থাকতে বন্দীদের ওপর নির্মম নির্যাতন করেছেন। একজন বন্দীর স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছেন। পরে ওই নারী মারা যান। তাঁর বিরুদ্ধে শত শত অভিযোগ। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাই। পরে ট্রাইব্যুনাল জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি সময় মঞ্জুর করেন। এ সময় তাঁর বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে তিন মাস সময় চাইলে তা-ও মঞ্জুর করেন আদালত। সেই সঙ্গে ২৮ মে পরবর্তী দিন ধার্য করা হয়।’
পুলিশের সাবেক অতিরিক্ত এসপি ও র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার আদালতের আদেশের পর সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আলেপ উদ্দিনের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক অভিযোগ রয়েছে। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত।’
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আলেপ উদ্দিন মানুষকে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল, তাঁদের নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। বিদ্যুতায়িত করা, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো—সবই তিনি করেছেন। সবচেয়ে মারাত্মক যেটি করেছিলেন একজন আসামিকে গুম করে হত্যার ভয় দেখিয়ে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এসব তথ্যপ্রমাণ আমাদের কাছে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এ রকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের বিষয়ে তদন্ত করতে সময় লাগবে। কারণ, প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা অভিযোগ নিয়ে আসছে। এসব তদন্ত শেষ হলে তাদের ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যেন শুরু করা যায় সে জন্য তদন্ত সংস্থা কাজ করছে।’
এর আগে শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতে বলেন, ‘আলেপ উদ্দিন র্যাবে থাকতে বন্দীদের ওপর নির্মম নির্যাতন করেছেন। একজন বন্দীর স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছেন। পরে ওই নারী মারা যান। তাঁর বিরুদ্ধে শত শত অভিযোগ। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাই। পরে ট্রাইব্যুনাল জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি সময় মঞ্জুর করেন। এ সময় তাঁর বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে তিন মাস সময় চাইলে তা-ও মঞ্জুর করেন আদালত। সেই সঙ্গে ২৮ মে পরবর্তী দিন ধার্য করা হয়।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ ঘণ্টা আগেসব ঠিক থাকলে মাস ছয়েক পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সব সংস্থা। পুলিশও প্রস্তুতি নিচ্ছে তাদের দায়িত্ব পালনে। এ জন্য ভোটের মাঠে যেসব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন,
১ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৬ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
৭ ঘণ্টা আগে