Ajker Patrika

নির্যাতনের শিকার ২০০ নারী ও কন্যাশিশু

আজকের পত্রিকা ডেস্ক­
নির্যাতনের শিকার ২০০ নারী ও কন্যাশিশু

চলতি বছরের অক্টোবর মাসে ৭৪ কন্যাশিশুসহ ২০০ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতি মাসে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে নারী ও কন্যাশিশু নির্যাতন বিষয়ক পরিসংখ্যান তৈরি করে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে মোট ২০০ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩০ জন কন্যাসহ ৪৪ জন। তারমধ্যে ২ জন কন্যাসহ ৮ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়াও ৭ জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অক্টোবর মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন কন্যাসহ ৯ জন। ২ জন কন্যাসহ ৪ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। অ্যাসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন, তারমধ্যে ১ জনের এসডিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৬ জন, তারমধ্যে ৪ জন যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১০ টি, এরমধ্যে কন্যা ১ জন। ৩ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, তারমধ্যে হত্যার ঘটনা ঘটেছে ১ জন কন্যা। বিভিন্ন কারণে ৪ জন কন্যাসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।

এ ছাড়াও ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৫ জন কন্যাসহ ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, তারমধ্যে ১ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৪ জন কন্যাসহ ৬ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে।

বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৪ টি। এ ছাড়াও বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ২ টি। ২ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এছাড়া ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

জোটে নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান রেখে আরপিও অধ্যাদেশ জারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ