নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পার্বত্য অঞ্চলে রক্তপাত বন্ধ করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার রাজধানীর শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে চার দিন ব্যাপী পার্বত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের মানুষদের সঙ্গে কথা বলার পর সবাই একটাই দাবি জানিয়েছে-আমাদের পণ্য বাজারে তোলার রাস্তা চাই, আমাদের নিরাপত্তা চাই। আমিও জানি পার্বত্য অঞ্চলে মাঝে মাঝেই রক্তপাত হয়। এতে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। শান্তি চুক্তির ফলে যেসব আর্মি ক্যাম্প পরিত্যক্ত হয়েছে সেগুলোতে আমরা পুলিশ নিয়োগ করব। আপনাদের শান্তি নিশ্চিত করার জন্য।
আসাদুজ্জামান খান বলেন, সামাজিক এবং অর্থনৈতিক দিক বিবেচনায় পার্বত্য অঞ্চল কিছুটা পিছিয়ে থাকলেও আমরা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। দেশের সবচেয়ে সম্ভাবনাময় এলাকা পার্বত্য এলাকা। এই তিন জেলা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হলে বাংলাদেশ সমৃদ্ধ হয়ে উঠবে। এ মেলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষেরা তাদের উৎপাদিত পণ্য দেশের মূল বাজারে আনতে পারছে। ফলে পার্বত্য অঞ্চলের মানুষে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
সভাপতির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং বলেন, এ মেলার মাধ্যমে আমরা যারা পার্বত্য অঞ্চলের মানুষ, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সমতলের মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। এ ছাড়া পার্বত্য অঞ্চলে উৎপন্ন বিভিন্ন পণ্য সম্পর্কে দেশের সর্বস্তরের মানুষ একটা ধারণা পাচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ মেলার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। চার দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ৮ জানুয়ারি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মেলা ঘুরে দেখা যায় মেলায় মোট ৯১টি স্টল রয়েছে। স্টলসমূহের মধ্যে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, প্রতিষ্ঠিত উদ্যোক্তা ও ব্যবসায়ী, তিন পার্বত্য জেলায় উৎপাদিত কৃষি পণ্য সামগ্রী, হস্ত শিল্প, ঐতিহ্যবাহী কোমর তাঁতে বোনা পণ্য, ঐতিহ্যবাহী পার্বত্য খাবার দ্রব্য ইত্যাদি রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে মেলায় প্রতিদিন বিকেল ৫টা থেকে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
পার্বত্য অঞ্চলে রক্তপাত বন্ধ করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার রাজধানীর শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে চার দিন ব্যাপী পার্বত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের মানুষদের সঙ্গে কথা বলার পর সবাই একটাই দাবি জানিয়েছে-আমাদের পণ্য বাজারে তোলার রাস্তা চাই, আমাদের নিরাপত্তা চাই। আমিও জানি পার্বত্য অঞ্চলে মাঝে মাঝেই রক্তপাত হয়। এতে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। শান্তি চুক্তির ফলে যেসব আর্মি ক্যাম্প পরিত্যক্ত হয়েছে সেগুলোতে আমরা পুলিশ নিয়োগ করব। আপনাদের শান্তি নিশ্চিত করার জন্য।
আসাদুজ্জামান খান বলেন, সামাজিক এবং অর্থনৈতিক দিক বিবেচনায় পার্বত্য অঞ্চল কিছুটা পিছিয়ে থাকলেও আমরা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। দেশের সবচেয়ে সম্ভাবনাময় এলাকা পার্বত্য এলাকা। এই তিন জেলা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হলে বাংলাদেশ সমৃদ্ধ হয়ে উঠবে। এ মেলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষেরা তাদের উৎপাদিত পণ্য দেশের মূল বাজারে আনতে পারছে। ফলে পার্বত্য অঞ্চলের মানুষে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
সভাপতির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং বলেন, এ মেলার মাধ্যমে আমরা যারা পার্বত্য অঞ্চলের মানুষ, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সমতলের মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। এ ছাড়া পার্বত্য অঞ্চলে উৎপন্ন বিভিন্ন পণ্য সম্পর্কে দেশের সর্বস্তরের মানুষ একটা ধারণা পাচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ মেলার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। চার দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ৮ জানুয়ারি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মেলা ঘুরে দেখা যায় মেলায় মোট ৯১টি স্টল রয়েছে। স্টলসমূহের মধ্যে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, প্রতিষ্ঠিত উদ্যোক্তা ও ব্যবসায়ী, তিন পার্বত্য জেলায় উৎপাদিত কৃষি পণ্য সামগ্রী, হস্ত শিল্প, ঐতিহ্যবাহী কোমর তাঁতে বোনা পণ্য, ঐতিহ্যবাহী পার্বত্য খাবার দ্রব্য ইত্যাদি রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে মেলায় প্রতিদিন বিকেল ৫টা থেকে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে পাঁচ-ছয় গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ না মেলা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত স্থগিতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন নিয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)।
২ ঘণ্টা আগেইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণখেলাপির মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তাঁর স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদ
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-মালয়েশিয়ার অংশীদারত্ব গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় পার্দানা পুত্রা ভবনে গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। বৈঠকে দুই নেতার উপস্থিতিতে
৩ ঘণ্টা আগেআজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
৪ ঘণ্টা আগে