Ajker Patrika

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২৫, ১৫: ৫১
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনাটি বিবৃতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে উপদেষ্টা বলেন, ‘আমি বিশ্বাস করি, ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব-এই আশা।’ এ ধরনের গ্রেপ্তার সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা ফারুকী।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার এই ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সাংবাদিকেরা বলেন, আপনার ক্যাবিনেটের একজন উপদেষ্টা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের বিষয়টির সমালোচনা করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জবাবে বলেন, ‘এটি তাঁর ব্যক্তিগত অভিমত। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

আজ দুপুরে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সভার বিষয়ে উপদেষ্টা বলেন, গার্মেন্টস শ্রমিকদের চলতি মাসের বেতন বোনাস আগামী ১ থেকে ৩ জুনের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করেছে আইন-শৃঙ্খলার সংক্রান্ত কমিটি।

সভায় আসন্ন কোরবানির পশুর হাটের বিষয়েও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাস্তাঘাটে কোনো পশু নামানো যাবে না। হাটের নিরাপত্তায় আনসার নিয়োগের বাধ্যবাধকতা করা হয়েছে। ৭৫ থেকে ১০০ আনসার নিয়োগ দিতে হবে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

ট্রেন থেকে ফেলে দেওয়া সেই মতিউর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত