নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মিটফোর্ডের ঘটনা দুঃখজনক। একটা সভ্য দেশে এমন ঘটনা অকল্পনীয়।
আজ শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এটা অকল্পনীয় ঘটনা। আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের সবাই মিলে কমিয়ে আনতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের নীতিনির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মোদ্দাকথা, এ বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে।’
গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয়।
এর দুই দিন পর গতকাল শুক্রবার হত্যাকাণ্ডটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেখানে তীব্র ক্ষোভ দেখা যায়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোহাগকে যারা হত্যা করেছে, তাঁরা বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত।
এমন পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে সংগঠনগুলো থেকে আজীবন বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক জলবায়ুবিষয়ক সহসম্পাদক রজ্জব আলী (পিন্টু) ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম (লাকি), চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস ও স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু।
সোহাগ হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে আজ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ঘটনায় দায়ী পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
‘গতকাল শুক্রবার বিকেলে র্যাব অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে। গতকাল রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ডিবির টিমও কর্মরত রয়েছে।’
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সবার প্রতি অনুরোধ, আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। তারা ব্যবস্থা নেবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কঠোর হচ্ছে না– সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কীভাবে গ্রেপ্তার করা হলো? তাদের দ্রুত গ্রেপ্তার করাই প্রমাণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় নয়। কাঠমান্ডুগামী বিমানের ঘটনায় যে নারী মিথ্যা ফোন দিয়েছিলেন, তাঁকেও ধরা হয়েছে। এমনকি যিনি তাঁকে পরামর্শ দিয়েছেন, তাঁকেও আইনের আওতায় আনা হয়েছে।
‘চাঁদপুরের ঘটনায়ও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অবস্থায় মোটেও নির্লিপ্ত নয়। অনেক সময় দু-এক জায়গায় কোনো কারণে একটু হয়তো দেরি হতে পারে। তবে এটাকে বাহিনীর গাফিলতি বলা যাবে না। বেশির ভাগ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, এসবি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ ।
এর আগে ঢাকা জেলা পুলিশ লাইনস আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়া শেষে ফোর্সের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি সেসব সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মিটফোর্ডের ঘটনা দুঃখজনক। একটা সভ্য দেশে এমন ঘটনা অকল্পনীয়।
আজ শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এটা অকল্পনীয় ঘটনা। আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের সবাই মিলে কমিয়ে আনতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের নীতিনির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মোদ্দাকথা, এ বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে।’
গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয়।
এর দুই দিন পর গতকাল শুক্রবার হত্যাকাণ্ডটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেখানে তীব্র ক্ষোভ দেখা যায়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোহাগকে যারা হত্যা করেছে, তাঁরা বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত।
এমন পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে সংগঠনগুলো থেকে আজীবন বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক জলবায়ুবিষয়ক সহসম্পাদক রজ্জব আলী (পিন্টু) ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম (লাকি), চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস ও স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু।
সোহাগ হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে আজ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ঘটনায় দায়ী পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
‘গতকাল শুক্রবার বিকেলে র্যাব অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে। গতকাল রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ডিবির টিমও কর্মরত রয়েছে।’
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সবার প্রতি অনুরোধ, আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। তারা ব্যবস্থা নেবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কঠোর হচ্ছে না– সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কীভাবে গ্রেপ্তার করা হলো? তাদের দ্রুত গ্রেপ্তার করাই প্রমাণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় নয়। কাঠমান্ডুগামী বিমানের ঘটনায় যে নারী মিথ্যা ফোন দিয়েছিলেন, তাঁকেও ধরা হয়েছে। এমনকি যিনি তাঁকে পরামর্শ দিয়েছেন, তাঁকেও আইনের আওতায় আনা হয়েছে।
‘চাঁদপুরের ঘটনায়ও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অবস্থায় মোটেও নির্লিপ্ত নয়। অনেক সময় দু-এক জায়গায় কোনো কারণে একটু হয়তো দেরি হতে পারে। তবে এটাকে বাহিনীর গাফিলতি বলা যাবে না। বেশির ভাগ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, এসবি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ ।
এর আগে ঢাকা জেলা পুলিশ লাইনস আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়া শেষে ফোর্সের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি সেসব সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
৩৪ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
৩ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৯ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে