Ajker Patrika

মুফতি আরিফুলসহ হেফাজতের চারজনের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুফতি আরিফুলসহ হেফাজতের চারজনের জামিন

হেফাজত ইসলামের কর্মী মাওলানা মুফতি আরিফুল ইসলামসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ এই জামিন দেন।

চট্টগ্রামের পটিয়া থানায় নাশকতার মামলায় মুফতি আরিফুলসহ তিনজনকে জামিন দেন আদালত। অপর দুই আসামি হলেন ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিন। অন্যদিকে পৃথক আদেশে বাগেরহাটের মোল্লারহাট থানায় দায়ের করা অপর একটি মামলায় হেফাজতের এক কর্মীকে জামিন দেন আদালত। 

আদালতে চট্টগ্রামের তিন আসামির পক্ষে জামিন শুনানিতে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

প্রসঙ্গত, গত ২৬ মার্চ বিকেলে চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালায় হেফাজতের কর্মীরা। এ ঘটনায় ৩০ মার্চ পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বাদী হয়ে হেফাজতের সাত শ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেন। 

এ মামলায় গত ১০ এপ্রিল মাওলানা মুফতি আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এদিকে হাইকোর্টের একই বেঞ্চ বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আস্তাইল গ্রামের হেফাজত কর্মী মনির সরদারের জামিন মঞ্জুর করেন। মোল্লারহাট থানায় করা মামলায় ২২ এপ্রিল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত