নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে পুলিশের তত্ত্বাবধানে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিবিপ্রধান হারুন অর রশীদ।
হারুন অর রশীদ বলেন, আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডিবি পুলিশের প্রধান বলেন, ‘তমিজী হকের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া রমনা থানায় একটি মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা গতকাল তাঁকে গ্রেপ্তার করেছি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অসংলগ্ন কথা বলেছেন, যে দেশে খেয়ে-পরে মানুষ হয়েছেন, যে দেশে তাঁর ইন্ডাস্ট্রি রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সেই দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেছেন। তিনি একবার ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তাঁকে উদ্ধারের জন্য। একবার আমেরিকান মেরিন সেনাকে আহ্বান জানিয়েছেন।’
হারুন অর রশীদ আরও বলেন, ‘তাঁর কথা শুনে মনে হয়েছে, তিনি মানসিকভাবে ইমব্যালেন্সড। আসলেই তিনি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কি না, আমরা জানি না। তাঁর এমনিতে অনেক সমস্যা আছে। তিনি অনেকগুলো বিয়ে করেছেন। একবার এক বউকে ধরেন আরেক বউকে ছাড়েন, এমন পারিবারিক সমস্যা রয়েছে।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকেন, সে কারণে আমরা তাঁকে ভালো একজন সাইকোলজিস্টের কাছে পাঠিয়েছি। সেখানে সাইকোলোজিস্ট ও মাদকাসক্তের চিকিৎসকেরা রয়েছেন। তাঁরা তাঁকে পরীক্ষা করছেন।’
ডিবিপ্রধান বলেন, ‘যদি তমিজী মেন্টালি ফিট হয়ে থাকেন, তাহলে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করব। যে তিনি বিভিন্ন কার্যক্রম কেন করেছেন, বা তাঁর পেছনে কারা রয়েছেন। ইনটেনশনালি তিনি এসব করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ডাক্তাররা তাঁকে সাইকোলজিক্যালি ইমব্যালেন্সড বলেন, তাহলে কিছু করার নেই।’
মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে পুলিশের তত্ত্বাবধানে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিবিপ্রধান হারুন অর রশীদ।
হারুন অর রশীদ বলেন, আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডিবি পুলিশের প্রধান বলেন, ‘তমিজী হকের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া রমনা থানায় একটি মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা গতকাল তাঁকে গ্রেপ্তার করেছি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অসংলগ্ন কথা বলেছেন, যে দেশে খেয়ে-পরে মানুষ হয়েছেন, যে দেশে তাঁর ইন্ডাস্ট্রি রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সেই দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেছেন। তিনি একবার ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তাঁকে উদ্ধারের জন্য। একবার আমেরিকান মেরিন সেনাকে আহ্বান জানিয়েছেন।’
হারুন অর রশীদ আরও বলেন, ‘তাঁর কথা শুনে মনে হয়েছে, তিনি মানসিকভাবে ইমব্যালেন্সড। আসলেই তিনি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কি না, আমরা জানি না। তাঁর এমনিতে অনেক সমস্যা আছে। তিনি অনেকগুলো বিয়ে করেছেন। একবার এক বউকে ধরেন আরেক বউকে ছাড়েন, এমন পারিবারিক সমস্যা রয়েছে।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকেন, সে কারণে আমরা তাঁকে ভালো একজন সাইকোলজিস্টের কাছে পাঠিয়েছি। সেখানে সাইকোলোজিস্ট ও মাদকাসক্তের চিকিৎসকেরা রয়েছেন। তাঁরা তাঁকে পরীক্ষা করছেন।’
ডিবিপ্রধান বলেন, ‘যদি তমিজী মেন্টালি ফিট হয়ে থাকেন, তাহলে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করব। যে তিনি বিভিন্ন কার্যক্রম কেন করেছেন, বা তাঁর পেছনে কারা রয়েছেন। ইনটেনশনালি তিনি এসব করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ডাক্তাররা তাঁকে সাইকোলজিক্যালি ইমব্যালেন্সড বলেন, তাহলে কিছু করার নেই।’
জাতীয় ঐকমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব কেবলমাত্র শুধু জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, যারা আজ আমাদের সঙ্গে কথা বলছেন, আপনারা আপনাদের...
১ ঘণ্টা আগেবুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন; শুধু এই অভিযোগে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। কিন্তু কোনো বিবেকসম্পন্ন ব্যক্তির, এমন নির্মম নির্যাতন ও অমানবিকভাবে কাউকে হত্যা করার যুক্তি হতে...
৮ ঘণ্টা আগেকলেজছাত্রীকে ইভটিজিং করে ফেসবুকে ভিডিও ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডেমরা থানা-পুলিশ। শনিবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোন— মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)।
১১ ঘণ্টা আগেনারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে ডাকা হেফাজতে ইসলামের সমাবেশে জুলাইয়ের সম্মুখসারির নারীদের নোংরা ভাষায় গালি-গালাজের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।
১২ ঘণ্টা আগে