Ajker Patrika

পশ্চিমা নিষেধাজ্ঞায় সাড়া না দেওয়া দেশগুলোতে সহযোগিতা বাড়াবে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পশ্চিমা নিষেধাজ্ঞায় সাড়া না দেওয়া দেশগুলোতে সহযোগিতা বাড়াবে রাশিয়া

বাংলাদেশসহ এশিয়ার যেসব দেশ ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দেয়নি সেসব দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে মস্কো। 

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ইগর মরগুলভ মস্কোয় এক বিবৃতিতে এ ঘোষণা দেন বলে দেশটির ঢাকাস্থ দূতাবাস আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মূল বিবৃতিটি রুশ ভাষায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস সূত্র। 

বিবৃতিতে চীন ও ভারতের মতো অর্থনৈতিক শক্তি এবং বাংলাদেশ, ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ইগর মরগুলভ। 

এসব দেশের সঙ্গে রাশিয়ার সহযোগিতার সম্পর্ক নতুন নয় দাবি করে তিনি বলেছেন, ‘রাশিয়ার বৈদেশিক বাণিজ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশগুলোর সঙ্গে বেড়েই চলেছে এবং ২০১০ সাল থেকে গত ১২ বছরে তা ৩০ শতাংশে উন্নীত হয়েছে। এর ফলে এ অঞ্চলের যেসব দেশ রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞায় যোগ দেয়নি তাদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ভিত্তি তৈরি হয়েছে।’ 

এসব দেশ রাশিয়া থেকে জ্বালানি, সার, খাদ্য ও প্রকৌশল সামগ্রী নিতে আগ্রহী বলেও উল্লেখ করেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত