Ajker Patrika

এনায়েত উল্ল্যাহর পরিবারের ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মে ২০২৫, ১৭: ২০
এনায়েত উল্লাহ ও তাঁর পরিবারের মালিকানাধীন ১৯০টি গাড়ি জব্দ করবে দুদক। ছবি: সংগৃহীত
এনায়েত উল্লাহ ও তাঁর পরিবারের মালিকানাধীন ১৯০টি গাড়ি জব্দ করবে দুদক। ছবি: সংগৃহীত

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক নেতা এনায়েত উল্ল্যাহর পরিবারের ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

এসব গাড়ি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ, তাঁর স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চামশে জাহান নিশির মালিকানাধীন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এই নির্দেশ দেন। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান গাড়িগুলো জব্দের নির্দেশ চেয়ে আবেদন করেন।

গাড়িগুলো এনায়েত উল্ল্যাহর পরিবারের সদস্যদের নামে বিআরটিএতে রেজিস্ট্রেশনভুক্ত। পরিবারের সদস্যদের নাম ছাড়াও এনআর ট্রান্সপোর্ট ও স্টারলাইন স্পেশাল লিমিটেডের নামেও রেজিস্ট্রেশনভুক্ত এসব গাড়ি।

দুদকের আবেদনে বলা হয়েছে, এনায়েত উল্ল্যাহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী গাড়ি থেকে দৈনিক ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা তুলতেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক কমিটি গঠন করেছে। অনুসন্ধানকালে জানা গেছে, অভিযুক্তরা যেকোনো সময় গাড়িগুলো বিক্রয়, হস্তান্তর ও অন্যত্র স্থানান্তর করতে পারেন। এই অবস্থায় গাড়িগুলো জব্দ না করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, এনায়েত উল্ল্যাহ, তাঁর পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনভুক্ত আরও গাড়ির সন্ধান পাওয়া গেলে ভবিষ্যতে সেগুলো জব্দের আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত