Ajker Patrika

পররাষ্ট্র বিষয়ে বঙ্গবন্ধুর উক্তি জাতিসংঘ দলিলে সন্নিবেশিত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্র বিষয়ে বঙ্গবন্ধুর উক্তি জাতিসংঘ দলিলে সন্নিবেশিত

বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’—জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক দলিলে সন্নিবেশিত হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার বঙ্গবন্ধুর এই উক্তি জাতিসংঘের দলিলে সন্নিবেশিত হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্তিটি ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস-২০২৩ শীর্ষক প্রস্তাবে সন্নিবেশিত হয়েছে। বাংলাদেশের সংবিধানের অনুযায়ী, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’–বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি।

কোভিড পরবর্তী বিশ্ব ব্যবস্থা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রেক্ষাপটে সাধারণ পরিষদের অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করে তুর্কমিনিস্তান। বাংলাদেশসহ মোট ৭০টি দেশের সমর্থনে উত্থাপিত এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবে দারিদ্র্য, ক্ষুধা, রোগ, নিরক্ষরতা এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব স্বীকার করে সংলাপ ও বোঝাপড়ার ভিত্তিতে রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতায় জোর দেওয়া হয়। 

উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে শেখ মুজিবুর রহমান যে বিষয়গুলোর ওপর জোর দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন, সেগুলোর ধারণামূলক ভিত্তি থেকে প্রস্তাবনাটি তৈরি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত