আজকের পত্রিকা ডেস্ক
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১৫ দশমিক ১৫ একর জমি, তাঁর নামে থাকা ১২টি, ছেলের নামে ২টি এবং শাশুড়ির নামে চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ক্রোক করা জমির মোট বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকা। আর ১৮টি ব্যাংক হিসাবের আছে ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৯৩৭ টাকা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের আবেদনে বলা হয়, নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর নামের অর্জিত সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা আবশ্যক।
পলকের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১৫ দশমিক ১৫ একর সম্পদ। এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট ১৪ দশমিক ৯৮৫ একর জমি, দুটি ভবন ও চারটি দোকান রয়েছে। তাঁর ছেলে অপূর্ব জুনাইদের নামে ৪ লাখ ৮৭ হাজার ৩৬৫ টাকার ৬ শতক জমি রয়েছে। এ ছাড়া ৩৫ লাখ টাকার পূর্বাঞ্চলে ১০ কাঠা জমি রয়েছে।
অস্থাবর সম্পদের মধ্যে পলকের ১২টি ব্যাংক হিসাবের মধ্যে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬১৭, ছেলে অপূর্ব জুনাইদের ২টি ব্যাংক হিসাবে ৫৫ লাখ ৩৭ হাজার ১১৭ এবং শাশুড়ি লাইলা জেসমিনের চারটি ব্যাংক হিসাবে ১ কোটি ৮৩ লাখ ২০৩ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১৫ দশমিক ১৫ একর জমি, তাঁর নামে থাকা ১২টি, ছেলের নামে ২টি এবং শাশুড়ির নামে চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ক্রোক করা জমির মোট বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকা। আর ১৮টি ব্যাংক হিসাবের আছে ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৯৩৭ টাকা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের আবেদনে বলা হয়, নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর নামের অর্জিত সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা আবশ্যক।
পলকের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১৫ দশমিক ১৫ একর সম্পদ। এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট ১৪ দশমিক ৯৮৫ একর জমি, দুটি ভবন ও চারটি দোকান রয়েছে। তাঁর ছেলে অপূর্ব জুনাইদের নামে ৪ লাখ ৮৭ হাজার ৩৬৫ টাকার ৬ শতক জমি রয়েছে। এ ছাড়া ৩৫ লাখ টাকার পূর্বাঞ্চলে ১০ কাঠা জমি রয়েছে।
অস্থাবর সম্পদের মধ্যে পলকের ১২টি ব্যাংক হিসাবের মধ্যে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬১৭, ছেলে অপূর্ব জুনাইদের ২টি ব্যাংক হিসাবে ৫৫ লাখ ৩৭ হাজার ১১৭ এবং শাশুড়ি লাইলা জেসমিনের চারটি ব্যাংক হিসাবে ১ কোটি ৮৩ লাখ ২০৩ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় গতকাল সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে...
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক...
২ ঘণ্টা আগেসব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। পাশাপাশি এসব মিছিলের ঘটনায় করা মামলার অভিযোগপত্র ১৫ দিনের মধ্যে দেওয়ার পরিকল্পনা চলছে; যাতে গ্রেপ্তার ব্যক্তিরা দ্রুত জামিনে মুক্তি পেয়ে আবার সংগঠিত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারেন
৮ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
১০ ঘণ্টা আগে