Ajker Patrika

রাশিয়ার বিপক্ষে জাতিসংঘে ভোট দিল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৪: ৫৮
রাশিয়ার বিপক্ষে জাতিসংঘে ভোট দিল বাংলাদেশ

রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক জোরালো সম্পর্ক বজায় রেখেই ইউক্রেনের অখণ্ডতার পক্ষে অবস্থান নিল বাংলাদেশ। প্রতিবেশী রাশিয়ার সামরিক আক্রমণের শিকার ইউক্রেনের অখণ্ডতার প্রশ্নে বুধবার (১২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে আয়োজিত ভোটে দেশটির অখণ্ডতার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। 

১৪৩টি দেশ ইউক্রেনের অখণ্ডতার পক্ষে ভোট দেওয়ায় এ বিষয়ে আনীত প্রস্তাবটি পাস হয়। মাত্র পাঁচটি দেশ যুদ্ধকবলিত দেশটির অখণ্ডতার বিপক্ষে ভোট দেয়। দেশগুলো হলো রাশিয়া, উত্তর কোরিয়া, বেলারুশ, নিকারাগুয়া ও সিরিয়া। ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আলজেরিয়া, কিউবা, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকাসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। 

নিজস্ব নিরাপত্তা হুমকির মুখে—এমন অজুহাতে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলের একটি বড় অংশ দখল করে সম্প্রতি নিজের অংশ হিসেবেও ঘোষণা করেছে মস্কো। এর পরই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনের মিত্ররা জাতিসংঘে এই ভোটের আয়োজন করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটোর মুখে ভেস্তে যেতে পারে এমন আশঙ্কায় প্রস্তাবটি সাধারণ পরিষদে সরিয়ে নেওয়া হয়। 

সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব মেনে চলার বাধ্যবাধকতা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর নেই। তবে সেখানে পাস হওয়া প্রস্তাবের নৈতিক মূল্য থাকে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত